একটুর জন্য তিন শ হলো না
চট্টগ্রামের উইকেট এমনিতেই রানপ্রসবা। ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আনজুম চোপড়া পিচ প্রতিবেদনেও একই কথা বলেন। সকালের রোদে উইকেটের আর্দ্রতা শুকিয়ে যাওয়ায় ব্যাটিংয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয় বলে জানিয়েছিলেন তিনি। সমস্যা হয়ওনি। অন্তত সিরিজে আগের দুটি ওয়ানডে বিবেচনায় আজ প্রত্যাশা ভালোই মিটিয়েছে বাংলাদেশের ব্যাটিং। আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২৯৭ রান তুলেছে বাংলাদেশ। জহুর আহমেদ স্টেডিয়ামে ওয়ানডেতে এটা বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
সিরিজে আগের দুই ম্যাচেই পরে ব্যাট করেছে বাংলাদেশ। ঢাকায় শেরেবাংলা স্টেডিয়ামে এ দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দুই ইনিংসেই দেড় শর নিচে অলআউট হওয়ায় তামিম-সাকিব-মুশফিকদের গা গরম হয়নি সেভাবে। আজ টস হেরে আগে ব্যাটিং পাওয়ায় নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ভালোই কাজে লাগিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। তবে আক্ষেপ জাগতে পারে লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর। শেরেবাংলার কালো মাটির স্পিনবান্ধব উইকেটে ব্যাটিং করাটা অন্তত সহজ নয়। সেখানে স্বচ্ছন্দ শুরু করা লিটন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ব্যাটিংবান্ধব উইকেটে হতাশ করেছেন।
সাকিব আল হাসানকে চারে নামিয়ে নাজমুলকে তিনে তুলে এনেছিলেন কোচ রাসেল ডমিঙ্গো। আগের দুটি ম্যাচে বাংলাদেশ কোচের প্রত্যাশার প্রতিদান দিতে ব্যর্থ হয়েছিলেন নাজমুল। চট্টগ্রামের এই মাঠ রানপ্রসবা বলে আজ তাঁকে নিয়ে হয়তো আশায় ছিলেন কোচ। কিন্তু আজও ব্যর্থ হয়েছেন বাঁহাতি এ ব্যাটসম্যান। ৩ চারে ৩০ বলে ২০ রান করে শুরুটা ভালো করলেও হুট করে মনঃসংযোগে ব্যাঘাত ঘটে। তাঁকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন কাইল মায়ার্স। প্রথম ওভারে আলজারি জোসেফও একইভাবে আউট করেন লিটনকে (০)। ৮.৪ ওভারের মধ্যে ৩৮ রান তুলে ২ উইকেট হারানোয় একটু শঙ্কাই জেগেছিল স্বাগতিক শিবিরে।
কিন্তু পরের গল্পটা একই রকম। হাল ধরেছেন ‘পঞ্চপাণ্ডব’-এর চার পাণ্ডব—তামিম, সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহ। দ্বিতীয় উইকেটে নাজমুলের সঙ্গে তামিমের ৩৭ রানের জুটির অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ হয়েছে তৃতীয় উইকেটে সাকিব-তামিমের জুটিতে। ১২১ বলে ৯৩ রানের জুটি গড়ে বাংলাদেশকে শক্ত ভিত পাইয়ে দেন এ দুই অভিজ্ঞ ব্যাটসম্যান। ২৮তম ওভারে জোসেফের শর্ট বলে শট খেলার লোভ সামলাতে না পেরে আউট হন টানা দ্বিতীয় ফিফটি তুলে নেওয়া তামিম। ৩ চার ও ১ ছক্কায় ৮০ বলে ৬৪ রানের ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক।
পরের দুটি জুটিতে তুলনামূলক দ্রুত রান উঠেছে। মুশফিকের সঙ্গে ৫৬ বলে ৪৮ রানের জুটিতে ফিফটি তুলে নেন সাকিব। আগের ৪৩ রানে অপরাজিত থাকা সাকিব আজ ইনিংস বড় করার চেষ্টা করেছিলেন। তাই খেলেছেন একটু রয়েসয়ে। ৩ চারে ৮১ বলে ৫১ রান করে আউট হন তিনি। ৬২.৯৬ স্ট্রাইক রেট ঠিক সাকিবসুলভ না হলেও দলের ইনিংসের ভিত গড়ায় দারুণ অবদান রাখেন এই অলরাউন্ডার। ৩৭তম ওভারে র্যামন রেইফারের বলে সাকিব যখন বোল্ড হন, বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৭৯। ওভারপ্রতি গড়ে প্রায় ৫ করে রানরেট। এখান থেকে দলীয় সংগ্রহ তিন শর ওপাশে নেওয়ার স্বপ্ন দেখা যেতেই পারত।
২ ছক্কা ও ৪ চারে দারুণ এক ইনিংস খেলে মুশফিকুর রহিম সে পথেই এগোচ্ছিলেন। কিন্তু ৪৭তম ওভারে রেইফারকে ইনসাইড আউট খেলতে গিয়ে কভার অঞ্চলের মধ্যে ক্যাচ দেন মুশফিক। ৫৫ বলে ৬৪ রানের দারুণ সময়োচিত এক ইনিংস খেলেন তিনি। বাংলাদেশের সংগ্রহ তখন ৪ উইকেটে ২৫১। ওই ওভারে দুটি চার মেরে তিন শর স্বপ্ন জিইয়ে রাখেন মাহমুদউল্লাহ। অন্য প্রান্তে ‘সেট’ কাউকে পেলে সম্ভবত তা হয়েও যেত।
কিন্তু সাতে নামা সৌম্য সরকার মুশফিকের পর ব্যাটিংয়ে নেমেছিলেন এই সিরিজে প্রথমবারের মতো। শেষ ওভারে ২ রান চুরি করতে গিয়ে রানআউট হন সৌম্য (৭)। ওই ওভারের প্রথম বলে হার্ডিংকে ছক্কা মেরে ফিফটি তুলে নেন মাহমুদউল্লাহ। ৩ ছক্কা ও ৩ চারে ৪৩ বলে ৬৪ রানে অপরাজিত ছিলেন তিনি। হার্ডিংয়ের শেষ ওভারে ২১ রান তোলায় মাহমুদউল্লাহর দুই ছক্কার সঙ্গে মোহাম্মদ সাইফউদ্দিনের এক চার রাখে। শেষ ১০ ওভারে ১০০ রান তুলেছে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেন আজ মাথাব্যথা হয়ে দাঁড়াতে পারেননি। তাঁকে উইকেট দেয়নি বাংলাদেশ। ২টি করে উইকেট রেইফার ও জোসেফের। ১ উইকেট মায়ার্সের।