উইন্ডিজের ভোগান্তিতে গেইলদের দায়ী করলেন হুপার

সিনিয়রদের প্রতি অসন্তুষ্ট হুপার। ছবি: টুইটার
সিনিয়রদের প্রতি অসন্তুষ্ট হুপার। ছবি: টুইটার
>বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে অর্থের ঝনঝনানিতে মজে অনেক আগে থেকেই ক্রিস গেইল, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, কিয়েরন পোলার্ডের মতো উইন্ডিজ ক্রিকেটার জাতীয় দলের ডাকে সাড়া দেন না। ফলে উইন্ডিজ দলে এখন বলতে গেলে সব নতুন মুখের ছড়াছড়ি। এতে আন্তর্জাতিক ক্রিকেটেও তাদের অবস্থা বেশ দুর্বল। জাতীয় দলের এই হালের জন্য সাবেক উইন্ডিজ অধিনায়ক কার্ল হুপার সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সিনিয়র খেলোয়াড়দের।

এখন টি-টোয়েন্টির যুগ। আর যেকোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টেই উইন্ডিজ খেলোয়াড়দের অংশগ্রহণ চোখে পড়ার মতো। গেইল, নারাইন, রাসেল, পোলার্ড, ব্রাভোদের ছাড়া আইপিএল, বিপিএল, বিগ ব্যাশ, সিপিএল, টি-টোয়েন্টি ব্লাস্ট, পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলো দলই গঠন করতে পারে না যেন! এসব ফ্র্যাঞ্চাইজিতে খেলে জাতীয় দলের থেকে বেশি অর্থও কামানো যায়। ফলে উইন্ডিজের ক্রিকেটাররা অনায়াসেই জাতীয় দলের মায়া ভুলে বহু বছর ধরেই সমানে এসব টি-টোয়েন্টি লিগ খেলে যাচ্ছেন। পরিণতিতে ভুগছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল। আর এ কারণেই খেপেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক কার্ল হুপার। তথাকথিত এসব সিনিয়র খেলোয়াড়কে ধুয়ে দিয়েছেন তিনি।

ভারত সফরে এসে এবার বেশ বিপাকেই আছে উইন্ডিজ। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজও হেরেছে সফরকারী দলটি। কাল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৭১ রানে হেরেছে কার্লোস ব্রাফেটের দল। তিন ম্যাচের সিরিজ তারা ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ল। হতাশ হুপার তাই বলেছেন, ‘সিনিয়র ক্রিকেটাররা জাতীয় দলের হয়ে খেলতে চাচ্ছে না, ব্যাপারটা লজ্জার। আমি জানি না তারা কেন খেলতে চায় না। কিন্তু এটা ঠিক যে তারা খেলতে চায় না। আমাদের এই দলটা অনেক তরুণ, তাদের শিখতে সময় লাগবে, আন্তর্জাতিক ক্রিকেটে খাপ খাওয়াতে সময় লাগবে, সিনিয়র ক্রিকেটাররা দলে থাকলে তাদের মানিয়ে নিতে এই কষ্টটা করা লাগত না। ভারতও এত সহজে আমাদের হারাতে পারত না। বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালের কথাই ধরুন, আমরা আফগানিস্তানের কাছে হেরে গেলাম। সিনিয়র ক্রিকেটাররা দলে থাকলে কি আমরা সেই ম্যাচটা হারতাম? পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে পারলে আমরা কখনোই হারতাম না।’

তবে উইন্ডিজের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হুপার, ‘আমি জানি, উইন্ডিজে প্রতিভার কোনো অভাব নেই। শুধু দরকার সঠিক পরিচর্যা। শাই হোপের মতো ক্রিকেটারদের সঠিকভাবে পরিচর্যা করলে তারা একদিন অনেক ভালো করবে।’ তাহলে এখন উইন্ডিজের সবচেয়ে বড় সমস্যা কোনটা? হুপার মনে করেন, নিয়মিত ভালো পারফর্ম না করতে পারা, ‘এ দলটা প্রচণ্ড অধারাবাহিক। একদিন অনেক ভালো খেলছে, তো পরের দিন অনেক খারাপ খেলছে। পারফরম্যান্সে কোনো ধারাবাহিকতা নেই। আন্তর্জাতিক ক্রিকেটে সফল হতে হলে আমাদের ধারাবাহিক হতে হবে, পরিস্থিতি বুঝে পারফর্ম করতে হবে।’

হুপারের এই আকুতি কি গেইলদের কানে পৌঁছাবে?