আইপিএলে মালিঙ্গার রেকর্ড এখন ব্রাভোরও

ব্রাভো এখন আইপিএলের ইতিহাসে যৌথ সর্বোচ্চ উইকেটশিকারিছবি: আইপিএল

তাহলে আইপিএলে নিজেদের ‘ধারা’ ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস!

গতকাল প্রথম ম্যাচে তারা কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরেছে ৬ উইকেটে হেরেছে। অবশ্য ‘ধারা’টা মনে রাখলে মন খারাপ করার কিছু নেই তাদের। এর আগে যত আইপিএলে প্রথম ম্যাচে হেরেছে, সেবারই অন্তত প্লে-অফ খেলেছে দলটি!

হারের হতাশা বাদ দিয়ে বরং ম্যাচে দারুণ বল করা ডোয়াইন ব্রাভোর এক অর্জন নিয়েই উৎফুল্ল হতে পারছে চেন্নাই। কাল ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন ব্রাভো। এই তিন উইকেটই তাঁকে আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি বানিয়ে দিয়েছে।      

শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গার সিংহাসনে ভাগ বসিয়েছেন ব্রাভো
ফাইল ছবি: এএফপি

মুম্বাই ইন্ডিয়ানসে পুরো আইপিএল ক্যারিয়ার কাটিয়েছেন লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কান ফাস্ট বোলার ১২২ ম্যাচ খেলে ১৭০ উইকেট পেয়েছেন। আইপিএলে মালিঙ্গা সর্বশেষ খেলেছেন ২০১৯ সালে। সে মৌসুমেও ১৬ উইকেট নিয়ে দলকে শিরোপা এনে দিয়েছেন লঙ্কান কিংবদন্তি।

অবসর নেওয়ার পর অবশেষে তাঁর গায়ে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির জার্সি দেখা যাচ্ছে। এই মৌসুমে রাজস্থান রয়্যালসের পেস বোলিং কোচ হয়েছেন মালিঙ্গা।

কাল তিন উইকেট পেয়েছেন ব্রাভো
ছবি: আইপিএল

মালিঙ্গার পাশে বসার ম্যাচটি কাল ছিল আইপিএলে ব্রাভোর ১৫১তম। আইপিএলে ২৪.০১ গড়ে ১৭০ উইকেট পেয়েছেন ব্রাভো। দুবার ইনিংসে চার উইকেট পেয়েছেন।

ওদিকে মালিঙ্গা ছয়বার ইনিংসে চার উইকেট পেয়েছেন এবং একবার ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন। তাঁর প্রতিটি উইকেটের পেছনে খরচ ১৯.৭৯ রান। আইপিএলের শীর্ষ পাঁচে এবার শুধু ব্রাভোই খেলছেন।

আইপিএল ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি - সেরা দশ 

১৬৬ ও ১৫৭ উইকেট নিয়ে তালিকার তিন ও চার নম্বরে থাকা দুই লেগ স্পিনার অমিত মিশ্র ও পীযূষ চাওলা এবার নিলামে কোনো ফ্র্যাঞ্চাইজির আগ্রহ জাগাতে পারেননি। ১৫০ উইকেট নিয়ে পাঁচ নম্বরে হরভজন সিং, তিনিও কিছুদিন আগে অবসরে চলে গেছেন।

আপাতত ব্রাভোদের জন্য ‘হুমকি’ হতে পারেন শুধু তালিকার ছয় নম্বরে থাকা রবিচন্দ্রন অশ্বিন। এবার রাজস্থান রয়্যালসে যোগ দেওয়া ভারতীয় অফ স্পিনারের উইকেট ১৪৫টি।