আইপিএল আরব আমিরাতে, কারণ বৃষ্টি

গতবার আইপিএল অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।ছবি: আইপিএল

এবার স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ আয়োজনের সিদ্ধান্ত আগেই নিয়েছিল বিসিসিআই। আরব আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে এ নিয়ে অনানুষ্ঠানিক কথাও পাকাপাকি করা ছিল। বাকি ছিল আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া।

আজ বিশেষ সাধারণ সভায় (এসজিএম) আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তটি চূড়ান্ত করল বিসিসিআই—আইপিএলের বাকি অংশ আরব আমিরাতে আয়োজন করা হবে।

সেপ্টেম্বর ও অক্টোবরে ভারতে বৃষ্টির মৌসুম থাকায় সে সময় আরব আমিরাতে এবার আইপিএলের অবশিষ্ট ৩১ ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড।

বিসিসিআই ওয়েবসাইটে আজ সচিব জয় শাহ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে বর্ষা মৌসুমের কথা ভেবে ২০২১ আইপিএলের অবশিষ্ট ম্যাচগুলো আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত আজ ঘোষণা করছে বিসিসিআই।’

বোর্ডের বিশেষ সাধারণ সভায় সদস্যরা সর্বসম্মতিক্রমে আরব আমিরাতে আয়োজনের ব্যাপারে মত দেন। এই সাধারণ সভায় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরের মাঠে আয়োজনের সিদ্ধান্ত নিতে অন্তত জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত আইসিসির কাছে আরও সময় চাইবে বিসিসিআই। আগামী ১ জুন নিজেদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে আইসিসি।

১৮ অক্টোবর থেকে ভারতে শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী সাধারণ সভায় বলেছেন, বিশ্বকাপ আয়োজনে ভারতের সরকারের কাছ থেকে কর মওকুফের বিষয়ে ‘ইতিবাচক’ বিসিসিআই।

কয়েকটি ফ্র্যাঞ্চাইজিতে করোনাভাইরাস হানা দেওয়ায় গত ৪ মে স্থগিত হয় আইপিএল। চারটি দলের খেলোয়াড় ও কর্মকর্তা মিলিয়ে মোট ৭ জন করোনায় আক্রান্ত হন।

স্থগিত হওয়ার পর থেকেই এই ফ্র্যাঞ্চাইজি লিগের বাকি অংশ আয়োজনের সূচি বের করতে তোড়জোড় শুরু করে বিসিসিআই। আরব আমিরাতে আয়োজনের গুঞ্জন বাতাসে ভাসছিল বেশ আগে থেকেই। এ নিয়ে টানা দ্বিতীয় বছর আইপিএল গড়াবে আরব আমিরাতে। করোনা সংক্রমণের কারণে আইপিএলের গত মৌসুমের পুরোটাই আয়োজিত হয় আরব আমিরাতে। করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে কিছুদিন আগেও ভয়াবহ সময় পার করেছে ভারত। এপ্রিল থেকে এ পর্যন্ত প্রায় ১ লাখ ৬০ লোক মারা গেছেন দেশটিতে।

দেশটিতে আইপিএলের বাকি অংশ ঠিক কবে শুরু হবে—এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানায়নি বিসিসিআই। তবে এর আগে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেছিলেন, ‘বিসিসিআই সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছে, ১৮ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে (আইপিএল) শুরু হতে পারে। তবে ১৮ সেপ্টেম্বর শনিবার এবং ১৯ সেপ্টেম্বর রোববার হওয়ায় ছুটির দিনে শুরু হওয়ার সম্ভাবনাই বেশি।’

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজে ম্যানচেস্টারে শেষ টেস্টটি ১৪ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা। পরের দিন ভাড়া করা বিমানে সেখান থেকে আরব আমিরাতে যাওয়া হবে—‘বাবল টু বাবল’ স্থানান্তর হবেন খেলোয়াড়েরা।

এ নিয়ে তখন সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতিও প্রকাশ করেছিল পিটিআই, ‘ভারতীয় দল এবং ইংল্যান্ড দলের যাঁরা যাঁরা যেতে পারবেন, সবাই ভাড়া করা বিমানে ম্যানচেস্টার থেকে দুবাই যাবেন। একইভাবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শেষ করে যাবেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারেরাও। ইংল্যান্ড ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে যাওয়া ক্রিকেটাররা তিন দিনের কোয়ারেন্টিনে থাকবেন।’

তবে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে আইপিএলে খেলতে ইংল্যান্ড ক্রিকেটারদের ছাড়বে কি না, তা নিয়ে সন্দেহ আছে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) জাতীয় দল ব্যবস্থাপনা পরিচালক অ্যাশলি জাইলস জানিয়েছেন, তখন কিছু খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হতে পারে, তবে সেটি ‘আইপিএলে খেলার জন্য নয়।’ আইপিএলের বাকি অংশ যে সময় আয়োজন করতে চায় বিসিসিআই, ইংল্যান্ড দলের বাংলাদেশ ও পাকিস্তান সফর সে সময় হওয়ার সম্ভাবনাই বেশি।