অবশেষে শাহরুখকে পেলেন প্রীতি
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিক হলেও শাহরুখ খান আইপিএলের নিলামে আসেননি। ছেলে আরিয়ান খান তাঁর পক্ষে নিলামে অংশ নিয়েছেন। কেকেআরের মালিকপক্ষের আরেকজন বলিউড অভিনেত্রী জুহি চাওলাও আজ আসেননি আইপিএলের নিলামে। তাঁর হয়েও নিলামে অংশ নিচ্ছেন সন্তান জাহনাবি মেহতা। শাহরুখ আর জুহি এলে আইপিএলের নিলামের অনুষ্ঠানও বলিউডের তারকাদের পদচারণে মুখর হতো। নিলামের বিরতিতে হয়তো শাহরুখদের সঙ্গে হয়তো জমিয়ে আড্ডা হতো পাঞ্জাব কিংসের (আগের কিংস ইলেভেন পাঞ্জাব) মালিক প্রীতি জিনতার।
তা শাহরুখের সঙ্গে আড্ডা না হোক, শাহরুখকে কিনেই নিয়েছেন প্রীতি! হেঁয়ালি মনে হতে পারে, তবে ব্যাপারটা সত্যিই ঘটেছে আজ আইপিএলের নিলামে। শাহরুখ খান নামের ভারতীয় ক্রিকেটারকে দলে টেনেছে প্রীতির দল পাঞ্জাব। যেটি টুইটারে হাস্যরসের জন্ম দিয়েছে।
রুপালি পর্দায় শাহরুখ-প্রীতির জুটির কথা টেনে অনেকে বলছেন, অবশেষে ‘জারা’ পেলেন তাঁর ‘বীর’কে। রুপালি পর্দা থেকে শাহরুখের সঙ্গে প্রীতির দেখা হচ্ছে আইপিএলে।
কখনো ভারতের জার্সিতে খেলা হয়নি শাহরুখের। চেন্নাইয়ে জন্ম নেওয়া ২৫ বছর বয়সী ক্রিকেটার ডানহাতি অফস্পিন একটু-আধটু করেন বটে, তবে তাঁর মূল পরিচয় ডানহাতি ব্যাটসম্যান। তাঁর জন্য অবশ্য খরচ কম করতে হয়নি পাঞ্জাবকে—৫ কোটি ২৫ লাখ রুপি! অথচ তাঁর ভিত্তিমূল্য ছিল মাত্র ২০ লাখ রুপি। অবশ্য নামটা যখন শাহরুখ, এতটুকু খরচ করতে প্রীতির কার্পণ্য করার কথাও নয়!
আইপিএলের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে শাহরুখকে প্রীতি জিনতার দল কিনে নেওয়ার খবর আসতেই মজা করতে শুরু করেন টুইটার ব্যবহারকারীরা। বীর-জারা, কাভি আলবিদা না কেহনার মতো চলচ্চিত্রে একসঙ্গে অভিনেতা শাহরুখের সঙ্গে কাজ করেছেন প্রীতি জিনতা। বলিউডে প্রীতির অভিষেক যে ‘দিল সে’ নামের চলচ্চিত্র দিয়ে, সেটিতে নায়কের ভূমিকায় ছিলেন শাহরুখ। সেই শাহরুখের নামের ক্রিকেটারকে প্রীতির দল কিনে নিয়েছে, কৌতুক না হয়ে পারে।
বীর-জারা চলচ্চিত্রে ‘বীর’ শাহরুখের সঙ্গে ‘জারা’ প্রীতির প্রেমের সম্পর্ক পরিণতি পায় তাঁদের বুড়ো বয়সে। কাভি আলবিদা না কেহনাতে তাঁরা স্বামী-স্ত্রী ছিলেন বটে, তবে শাহরুখ জড়িয়ে পড়েন বিবাহবহির্ভূত সম্পর্কে। সেসব টেনে এনেই টুইটারে একজন লিখেছেন, ‘অবশেষে বীর ও জারা মিলিত হচ্ছে।’
আরেকজন প্রীতির বলিউড অভিষেকের কথা টেনে এনে লেখেন, ‘প্রীতি শাহরুখকে আইপিএলে অভিষেকে সাহায্য করছেন, যেখানে শাহরুখ তাঁকে বলিউড অভিষেকে সাহায্য করেছিলেন।’ আরেকজন লিখেছেন, ‘এসআরকে (শাহরুখ খান) ও জিনতা এখন একই দলে।’ অন্যজনের মন্তব্য, ‘কেকেআরের পর এখন পাঞ্জাবও এসআরকে-কে পেল।’
বলিউড অভিনেতা শাহরুখ খানের নামেই ক্রিকেটার শাহরুখের নাম রেখেছিলেন তাঁর বাবা-মা। ২০১৯ সালে এ নিয়ে প্রশ্নে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াতে ক্রিকেটার শাহরুখ বলেছিলেন, ‘তাঁর (অভিনেতা শাহরুখ) সঙ্গে দেখা হলে মুখে হাসি ফুটবে আমার। আমি নিশ্চিত তখন প্রথম দিকে অনেক নার্ভাস লাগবে। তবে আমি নিজে আগে তাঁর সঙ্গে কথা বলব না।’
কেন নয়, সেটির ব্যাখ্যায় বলিউড অভিনেতাকে চমকে দেওয়ার ইচ্ছার কথা বোঝা গেল ক্রিকেটার শাহরুখের কণ্ঠে, ‘তিনি “আমার নাম শাহরুখ খান” বলা পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমিও বলব, “আমার নামও শাহরুখ খান।” সে সময় তাঁর অভিব্যক্তি কী হয়, দেখার খুব ইচ্ছা। আমি নিশ্চিত তত দিনে তিনি আমাকে চিনবেন।’