অধিনায়ক রোহিতে মজেছেন গাভাস্কার

রোহিত-যুগে প্রবেশ করছে ভারতছবি : রয়টার্স

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সংস্করণের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। ভারতের নতুন অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) রোহিতকে বেছে নেওয়ায় খুশি সুনীল গাভাস্কার। বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান।


ভারতের সাবেক অধিনায়ক গাভাস্কারের মতে, রোহিত টি-টোয়েন্টি সংস্করণের জন্য সেরা অধিনায়ক। আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত রেকর্ড পাঁচবার দলকে শিরোপা জিতিয়েছেন। আর আইপিএলের এমন পারফরম্যান্সের পর রোহিতকে দায়িত্ব দেওয়াটা যে ভুল হয়নি, গাভাস্কার বললেন সেটাই।

কোহলির কাছ থেকে নেতৃত্ব পাচ্ছেন রোহিত
ছবি: এএফপি

অনেকে অবশ্য মনে করছেন, রোহিতকে নেতৃত্ব দেওয়াটা স্থায়ী কোনো সমাধান নয়। সাদা বলের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানের বয়স ৩৫ ছুঁইছুঁই। আর কত দিনই–বা খেলবেন তিনি।

এ ক্ষেত্রে গাভাস্কারের কথা, ‘পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ মাত্র ১০ থেকে ১২ মাস পরই হবে। তাই এখন দীর্ঘ মেয়াদের কথা ভাবার দরকার নেই। এখন তো আপনাকে সেরা বিকল্পের দিকেই যেতে হবে। আর এটা রোহিত শর্মাই।’

রোহিতের নেতৃত্ব পাওয়ার খবরে উচ্ছ্বসিত তাঁর স্ত্রী রিতিকা সাজদেহ। সেই আনন্দ তিনি অন্যদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। রিতিকা তাঁর টুইটারে লিখেছেন, ‘আসুন, আমাদের নতুন অধিনায়ককে স্বাগত জানাই।’ খুশির বন্যা রোহিতের ভক্তদের মধ্যেও। হিটম্যান রকি নামের এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘শেষ পর্যন্ত রোহিত শর্মা ভারতের অধিনায়ক হলেন।’

রোহিতের কাঁধে ভারত-ভার
ছবি: এএফপি

রিতিক আগরওয়াল নামের একটি আইডি থেকে একজন টুইট করেছেন, যেখানে দেখা যাচ্ছে একদল ছেলে বাদ্যবাজনা করে রোহিতের অধিনায়কত্ব পাওয়া উদ্‌যাপন করছে। আরেকজন একটা ছবি দিয়েছেন বর্তমান কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার একসঙ্গে আইপিএলের ট্রফি উঁচিয়ে ধরার। এরপর তিনি লিখেছেন, ‘পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে ফিরছে।’