আখ চিপে রস বের করে নেওয়ার মতো বুমরাকে ব্যবহার করা হয়েছে: হরভজন
৫ টেস্টে ৯ ইনিংসে বোলিং করেছেন যশপ্রীত বুমরা। ওভারসংখ্যা ১৫১.২। বোর্ডার–গাভাস্কার সিরিজে ভারতের বোলারদের মধ্যে শুধু মোহাম্মদ সিরাজই তাঁর চেয়ে বেশি ওভার (১৫৭.১) বোলিং করেছেন। কিন্তু সিরাজ ৫ টেস্টে ১০ ইনিংসেই বোলিং করেছেন। চোটের কারণে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারেননি বুমরা। পিঠে চোট না পেলে নিশ্চিতভাবেই ভারতের হয়ে সর্বোচ্চ ওভার বোলিংটা বুমরাই করতেন।
হরভজন সিং অবশ্য এতেই অসন্তুষ্ট। ভারতের সাবেক স্পিনারের মতে, আখকে চিপে যেভাবে ছোবড়া বানানো হয়, বুমরাকে বোর্ডার–গাভাস্কার সিরিজে সেভাবেই ব্যবহার করা হয়েছে। তাতে শেষ পর্যন্ত পিঠের অসারতার চোটে পড়তে হয়েছে সর্বোচ্চ ৩২ উইকেট নিয়ে সিরিজসেরা বুমরাকে। যে কারণে সিডনি টেস্টে জয়ের জন্য ১৬২ রানের লক্ষ্যে ম্যাচের চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার বিপক্ষে বুমরাকে বোলিংয়ে পায়নি ভারত।
সিডনি টেস্ট তিন দিনে জিতে সিরিজও ৩–১ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। হরভজনের মতে, বুমরাকে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে পাওয়া গেলেও ভারতই হারত। তবে লড়াইটা জমত বলেই মনে করেন ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৬৭ ম্যাচে ৭১১ উইকেট নেওয়া হরভজন। নিজের ইউটিউব চ্যানেলে সাবেক এই অফ স্পিনার বলেছেন, ‘আখ চিপে যেভাবে সব রস বের করে নেওয়া হয়, সেভাবে তাকে ব্যবহার করা হয়েছে। ব্যাপারটা এমন ছিল যে ট্রাভিস হেড এসেছে, বলটা বুমরাকে দাও; মারনাস এসেছে, বলটা বুমরাকেই দাও; স্টিভ স্মিথ এসেছে, বুমরাকেই দাও বলটা।’
হরভজন এরপর বলেছেন, ‘বুমরা কত ওভার বোলিং করবে? অবস্থা এমন করে ফেলা হয়েছিল যে শেষ পর্যন্ত তাকে পাওয়া যায়নি। সে থাকলে অস্ট্রেলিয়া হয়তো পঞ্চম (সিডনি) টেস্টটি জিততই, কিন্তু ৮টি উইকেটও পড়তে পারত, কাজটা তাদের জন্য কঠিন হতো। তার পিঠটা ভেঙে ফেলা হয়েছে। তাকে দিয়ে কত ওভার বোলিং করানো হবে, সেই সিদ্ধান্ত নেওয়া উচিত ম্যানেজমেন্টের।’
বুমরাকে এমনিতে সব সিরিজে খেলায় না ভারত। কারণ, চোটের ঝুঁকি আছে। সিডনিতে পাওয়া চোটের কারণেই এ মাসে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে বুমরাকে বিশ্রাম দিতে পারে ভারত। টি–টোয়েন্টি সিরিজের পর আছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজেও তাঁর সব ম্যাচ না খেলার সম্ভাবনাও আছে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম। ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। এই টুর্নামেন্টে বুমরাকে পূর্ণ ফিট হিসেবে পেতেই সিদ্ধান্তটি নিতে পারে ভারতের টিম ম্যানেজমেন্ট।