পাকিস্তানের হারে আম্পায়ারের ভুল দেখছেন মঈন–মিসবাহরা
ভাগ্য পাকিস্তানের সঙ্গী হলো না! চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে ১ উইকেটে হেরে যাওয়া ম্যাচে জিততেও পারত পাকিস্তান। ইংলিশ আম্পায়ার অ্যালেক্স হোয়ার্ফ হারিস রউফের বলে তাব্রেইজ শামসিকে এলবিডব্লিউতে আউট দিলেই সেটি সম্ভব হতো। আম্পায়ার আউট না দেওয়ায় আম্পায়ার্স কলের সুবিধা নিয়ে বেঁচে যান শামসি।
পাকিস্তান অধিনায়ক বাবর আজম অবশ্য এটাকে খেলার অংশ মনে করছেন। তবে পাকিস্তানের সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান মঈন খান বলছেন, ভুলটা আম্পায়ারই করেছেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক প্রশ্ন তুলেছেন আম্পায়ার্স কলের নিয়ম নিয়েই।
গতকাল প্রোটিয়া ইনিংসের ৪৬তম ওভারে হারিসের শেষ বলটি শামসির প্যাডে লেগেছিল। পাকিস্তান এলবিডব্লিউর আবেদন করলে সাড়া দেননি ইংলিশ আম্পায়ার হোয়ার্ফ।
পাকিস্তান রিভিউ নেওয়ার পর বল ট্র্যাকিং দেখায়, রউফের ইন সুইং লেগ স্টাম্প ছুঁয়ে গেলেও সেটি মাঠের সিদ্ধান্ত বদলানোর জন্য যথেষ্ট নয়। আম্পায়ার্স কলে বেঁচে যান শামসি, শেষ পর্যন্ত ম্যাচও জেতে দক্ষিণ আফ্রিকা। সেই সিদ্ধান্ত পাকিস্তানের পক্ষে আসলে ২৭০ রানের পুঁজি নিয়ে তখনই ৭ রানে ম্যাচ জিতে যেত বাবর আজমের দল।
যা নিয়ে এ স্পোর্টসের ‘প্যাভিলিয়ন’ নামক অনুষ্ঠানে মঈন বলেছেন, ‘আমার মতে ভুলটা আম্পায়ারের। তার আউট দেওয়া উচিত ছিল। যখন বল লেগেছিল, লেগ স্টাম্প দেখা যাচ্ছিল। স্পষ্টভাবেই এটা আউট ছিল। এরপর রিভিউ নিলে, যা হওয়ার হতো।’
মিসবাহ বলছেন, ‘ সাধারণত এই বিশ্বকাপে এই ধরনের আউট আম্পায়ার দিচ্ছে। আম্পায়ার্স কল অনেক বড় একটা বিষয়। এটার সমাধান করতে হবে।’
ছয় ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে পাকিস্তান এখন ১০ দলের মধ্যে ৬ নম্বরে। পরের তিন ম্যাচে জিতলেও শেষ চারে থাকার নিশ্চয়তা নেই তাদের। পাকিস্তানের পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩১ অক্টোবর, কলকাতায়।