আইপিএলে দল না পাওয়া আয়ুশ ভাঙলেন জয়সোয়ালের রেকর্ড

আয়ুশ মাহাত্রেছবি: মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন

আয়ুশ মাহাত্রে, ক্রিকেট বিশ্বে এখনো পরিচিত কোনো নাম নয়। বয়সও খুব একটা বেশি নয়—মাত্র ১৭ বছর ১৬৮ দিন।

তবে ভারতের ক্রিকেট মহলে এরই মধ্যে প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যান হিসেবে একটি পরিচিতি তাঁর তৈরি হয়েছে। আজ বড় একটি কীর্তি গড়ে খবরের শিরোনামও হয়েছেন আয়ুশ।

ভারতের ঘরোয়া ক্রিকেট বিজয় হাজারে ট্রফিতে নাগাল্যান্ডের বিপক্ষে মুম্বাইয়ের এই ব্যাটসম্যান খেলেছেন রেকর্ড গড়া এক ইনিংস। লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ১৫০ রানের ইনিংস খেলার রেকর্ড এখন আয়ুশের। তিনি ভেঙে দিয়েছেন ভারত জাতীয় দলের ওপেনার যশস্বী জয়সোয়ালের রেকর্ড।

আয়ুশ আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১১৭ বলে ১৮১ রান করার পথে ১৫টি চার ও ১১টি ছক্কা মেরেছেন। ডানহাতি এ ওপেনারের আগে জয়সোয়ালের রেকর্ড টিকে ছিল পাঁচ বছর। ২০১৯ সালে মুম্বাইয়ের হয়ে ঝাড়খন্ডের বিপক্ষে জয়সোয়াল ২০৩ রানের ইনিংস খেলেছিলেন ১৭ বছর ২৯১ দিন বয়সে। সেই একই দলের হয়েই নতুন রেকর্ড গড়েছেন আয়ুশ।

আরও পড়ুন

অথচ এই আয়ুশই এবার ২০২৫ আইপিএলের নিলামে ডাক পাননি। এবারের আইপিএল নিলামে কম বয়সী ভারতীয়দের মধ্যে আয়ুশ ছিলেন দ্বিতীয় সর্বকনিষ্ঠ। সবচেয়ে কম বয়সী বৈভব সূর্যবংশী দল পেলেও আয়ুশ উপেক্ষিতই ছিলেন। তবে বিজয় হাজারে ট্রফিতে নিজের সামর্থ্যের জানান ভালোমতোই দিচ্ছেন এই ওপেনার।

রেকর্ড গড়েছেন আয়ুশ মাহাত্রে
ছবি: মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন

নাগাল্যান্ডের বিপক্ষে বড় সেঞ্চুরির আগে ৭৮ রানের ইনিংস খেলেছিলেন কর্ণাটকের হয়ে। তার আগে অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপে দুটি ফিফটিসহ করেছিলেন ৪৪ গড়ে ১৭৬ রান।

এ ছাড়া এখন পর্যন্ত ৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে আয়ুশ ২টি সেঞ্চুরি ও ১টি ফিফটিও করেছেন।