আগেভাগেই দুবাই এসে বসে থাকায় কী লাভ হলো, জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

স্টিভেন স্মিথএএফপি

খেলবে এক দল, ভারতের কারণে দুবাইয়ে যেতে হয়েছে দুই দলকে। নিউজিল্যান্ড ভারতের কাছে হেরে যাওয়ায় সমীকরণ অনুযায়ী দক্ষিণ আফ্রিকাকে না খেলেই ফিরতে হয়েছে লাহোরে।

প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলতে থেকে গেছে অস্ট্রেলিয়া। খেলতে হবে তা নিশ্চিত না হয়ে দুবাইয়ে এসে লাভবানই হয়েছেন স্টিভ স্মিথরা। ভারতের বিপক্ষে আজ মাঠে নামার আগে প্রস্তুতিও দারুণ বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

দুবাইয়ে একটি সেমিফাইনাল হলেও দল দুটিকে আসা-যাওয়া করা লেগেছে ভারতের কারণে। গ্রুপ পর্বে ভারতের অবস্থান যেমনই হোক, রোহিত শর্মারা তাঁদের সেমিফাইনাল খেলবেন দুবাইয়ে। আর তাঁদের এক জায়গায় অবস্থান নিশ্চিত করতে গিয়েই অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা—দুই দলকেই আসতে হয়েছে।

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা যদি সেমিফাইনালের ভেন্যু নিশ্চিত হওয়া পর্যন্ত পাকিস্তানে অবস্থান করত, সে ক্ষেত্রে দুবাইয়ে পৌঁছে সেমিফাইনালের প্রস্তুতির জন্য সময় পেত মাত্র এক দিন।

স্মিথ এই প্রসঙ্গে বলেন, ‘শেষ পর্যন্ত আমরা সঠিক অনুমান করেছি। এখানে থেকে কয়েক দিন প্রস্তুতি নেওয়াটা আমাদের জন্য আদর্শ মনে হয়েছে। যদি আমরা গত রাতের (ভারত-নিউজিল্যান্ড ম্যাচ) ফলাফলের জন্য অপেক্ষা করতাম, তাহলে আজ আমাদের এখানে আসতে হতো এবং কালই ম্যাচ খেলতে হতো।’

আরও পড়ুন

দুবাইয়ে এই টুর্নামেন্টের আগে অস্ট্রেলিয়া খেলেনি। মানিয়ে নেওয়ার জন্য এখানে আগে আসাটাই তাদের জন্য ভালো হয়েছে, ‘(আগে না এলে) আমরা উইকেটে অনুশীলন করার সুযোগ পেতাম না বা আইসিসি একাডেমির কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় পেতাম না। আর যদি আমাদের ফিরে যেতে হতো, তাহলে নিউজিল্যান্ডের সঙ্গে একই বিমানে ফিরতে হতো এবং সেখানে মাত্র এক দিন সময় পেতাম ম্যাচের আগে। তাই এটাই আমাদের জন্য সবচেয়ে ভালো ছিল।’

দক্ষিণ আফ্রিকা ফিরতে হয়েছে লাহোরে
এএফপি

পাকিস্তানে অস্ট্রেলিয়া দলকে রাখা হয়েছিল কড়া নিরাপত্তায়। দুবাইয়ে সেটি নেই। এটিও স্মিথদের স্বস্তি দিয়েছে, ‘আমরা এখানে এসে একটু বিশ্রাম নিতে পেরেছি এবং পাকিস্তানে কঠোর নিরাপত্তার মধ্যে থাকার পর দুই দিন একটু স্বাভাবিক থাকতে পেরেছি। কিছু খেলোয়াড় গলফ খেলেছে, কিছু ঘুরে বেড়িয়েছে এবং অন্যান্য কাজ করেছে। তাই আমরা এখন আগামীকালের (আজকের) ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুত এবং ম্যাচটি খেলতে উন্মুখ আছি।’

দক্ষিণ আফ্রিকার জন্য আবার অভিজ্ঞতা ভিন্ন। এমন সূচি আদর্শ কিছু নয় বলেই জানিয়েছেন হাইনরিখ ক্লাসেন,‘এটা শরীরের জন্য আদর্শ নয়। আমরা জানতাম যে এমনটা হবে এবং এটি সূচিরই একটি অংশ। দুই দলকে তাই এটি করতে হয়েছে (দুবাইয়ে যেতে হয়েছে), দুর্ভাগ্যবশত, আমরা সেই দুই দলের একটি।’

আরও পড়ুন