এনগারাভায় কাঁপছে আইরিশরা

৪ উইকেট নিয়েছেন এনগারাভাক্রিকেট আয়ারল্যান্ড

৪ টেস্টে উইকেটসংখ্যা মাত্র ৫টি। সেরা বোলিং ফিগার ১০৪ রানে ২ উইকেট। রিচার্ড এনগারাভার এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, তাঁর টেস্ট কারিয়ারের শুরুটা ভালো হয়নি। বেলফাস্টের স্টরমন্টে সেই এনগারাভাই আয়ারল্যান্ডের ব্যাটসম্যানদের শিড়দাঁড়ায় কাঁপন ধরিয়ে দিয়েছেন।

দলকে অনেকটা জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। এনগারাভার ৪ ওভারের স্পেলের সামনে মুখ থুবড়ে পড়ে  তৃতীয় দিন শেষে নড়বড়ে অবস্থায় স্বাগতিক আয়ারল্যান্ড। ৪ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এনগারাভা।

তাঁর এই আগুনঝরা স্পেলের কারণে ১৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৩৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছে আইরিশরা। হাতে ৫ উইকেট নিয়ে জয়ের জন্য এখন তাদের আরও ১২৫ রান করতে হবে। উইকেটে আছেন লরকান টাকার ও অ্যান্ডি ম্যাকব্রাইন।

আরও পড়ুন

১৫ উইকেট, ৬টি ক্যাচ মিস, এনগারাভার ৪ উইকেট—বেলফাস্টের স্টরমন্টে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড টেস্টের তৃতীয় দিনটা এমন জমজমাটই কেটেছে। আইরিশরা কিছুটা ভাগ্যবানই। বৃষ্টি ও আলোক স্বল্পতায় কাল খেলা হয়েছে মাত্র ৭১ ওভার। যেভাবে এনগারাভা একের পর এক উইকেট নিচ্ছিলেন, পুরো ৯০ ওভার খেলা হলে ম্যাচের ফল কালই জিম্বাবুয়ের পক্ষে হয়ে যেতেও পারত!

একের পর এক উইকেট পাওয়ার উল্লাস এনগারাভাদের
ক্রিকেট আয়ারল্যান্ড

কাল রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই ফেরেন ওপেনার পিটার মুর। পরের বলেই এনগারাভা আউট করেন কার্টিস ক্যাম্ফারকে। দুজনের একজনকেও রানের খাতা খুলতে দেননি। রান না করা ব্যাটসম্যানদের তালিকায় আছেন হ্যারি টেক্টরও।

তাঁকেও আউট করেন বাঁহাতি পেসার এনগারাভা। পল স্টার্লিং পাল্টা আক্রমণের চেষ্টা করেছিলেন। তাঁকেও ফেরান এনগারাভা। স্টার্লিংয়ের বিদায়ে মাত্র ২১ রানের মধ্যে ৫ উইকেট হারায় আয়ারল্যান্ড। এরপর বৃষ্টি নামলে নির্ধারিত সময়ের প্রায় ঘণ্টাখানেক আগেই বন্ধ হয়ে যায় খেলা। জিম্বাবুয়ে সর্বশেষ টেস্ট জিতেছিল ২০২১ সালের মার্চ, আফগানিস্তানের বিপক্ষে।

প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ২১০ রানের জবাবে আয়ারল্যান্ড করেছে ২৫০ রান। ৪০ রানে পিছিয়ে থাকা জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে তুলেছিল ১৯৭ রান।

আরও পড়ুন