১৪ মাস পর বাংলাদেশের টি–টোয়েন্টি দলে মিরাজ

মেহেদী হাসান মিরাজপ্রথম আলো ফাইল ছবি

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ১৪ মাস পর বাংলাদেশের টি–টোয়েন্টি দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার এই সংস্করণে সর্বশেষ খেলেছেন গত বছরের জুলাইয়ে।

১৫ সদস্যের দলে রাখা হয়েছে ২০২০ সালে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য ওপেনার পারভেজ হোসেন ও বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানকে। পাকিস্তান সফরে পাওয়া চোটের কারণে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে না পারা বাঁহাতি পেসার শরীফুল ইসলামও আছেন টি–টোয়েন্টি দলে।

গত বৃহস্পতিবার টি–টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। ওই দিন কানপুরে সংবাদ সম্মেলনে সাকিব জানান, গত জুনে টি–টোয়েন্টি বিশ্বকাপেই তিনি বাংলাদেশের হয়ে এই সংস্করণে নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন। তবে ভবিষ্যতে দলের প্রয়োজন পড়লে সাড়া দেবেন। বিসিবির নির্বাচকেরা সাকিবের অবসর বিবেচনায় নিয়েই তাঁকে এই সিরিজের দলে রাখেননি।

চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার শরীফুল ইসলাম
আইসিসি

আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে হবে বাংলাদেশ–ভারত প্রথম টি–টোয়েন্টি। পরের দুটি ম্যাচ ৯ ও ১২ অক্টোবর দিল্লি ও হায়দরাবাদে। টি–টোয়েন্টি বিশ্বকাপের পর গোয়ালিয়রের ম্যাচ দিয়েই এই সংস্করণে প্রথমবার খেলতে নামবে বাংলাদেশ।

টি–টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও তানভীর ইসলাম। সাকিব অবসরের কারণে নেই, তা তো সবারই জানা।

দল ঘোষণার পর বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন ভিডিও বার্তায় বলেছেন, ‘সাকিবের যে অভিজ্ঞতা ও পারফরম্যান্স, তাঁর কাছাকাছি মানের বিকল্প আসলে এই মুহূর্তে আমাদের কাছে নেই। তবে তাঁর জায়গায় ব্যাটিংয়ে যিনি ভালোভাবে সামাল দিতে পারেন বলে আমরা মনে করি, সেরকম একজন হলেন মিরাজ।’

আরও পড়ুন

সৌম্যর জায়গায় পারভেজকে দলে নেওয়ার ব্যাপারে গাজী আশরাফ বলেন, ‘ওপেনিং পারভেজকে আমরা পরখ করে দেখতে চাই। বিশ্বকাপের আগেও তাকে আমরা ট্রেনিং সেশনে রেখেছিলাম। কিছু সময় টাইগার ক্যাম্পেও তিনি বেশ ভালো ট্রেনিং করেছেন। আমারদের কাছে মনে হয়েছে, ভবিষ্যৎ চিন্তাভাবনার প্রাথমিক পথযাত্রার অংশ হিসেবে তাকে দলে নেওয়া যায়।’

ভারতের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের দল ঘোষণার পর কথা বলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন
বিসিবি

বাঁহাতি স্পিনার তানভীরকে বাদ দেওয়ার কারণ তাঁর হাত ভেঙে যাওয়া বলে জানিয়েছেন প্রধান নির্বাচক, ‘দুর্ভাগ্যবশত তানভীরের হাত ভেঙে যাওয়ায় তিনি দীর্ঘদিন খেলার বাইরে আছেন। তার জায়গায় রাকিবুলকে নেওয়া হয়েছে কম্বিনেশন ঠিক রাখার কারণেই। রাকিবুলেরও অনেক প্রতিদ্বন্দ্বী ছিল। তবে (ঘরোয়া প্রতিযোগিতায়) তার পারফরম্যান্স তাকে এগিয়ে রেখেছে।’

বাংলাদেশের টি–টোয়েন্টি স্কোয়াড

নাজমুল হোসেন (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান, তানজিম হাসান, পারভেজ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলী, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, লিটন দাস, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও রাকিবুল হাসান।