‘কিছু সময় আল্লাহ বিল্লাহ করেও উইকেট পাবেন না’

উইকেট পাওয়ার পর মোস্তাফিজুর রহমানএএফপি

হুট করেই আলোচনায় এসেছে বাংলাদেশের পেস বোলিং। সেখানে নেতৃত্ব দেওয়ার কথা যাঁর, সেই তাসকিন আহমেদের পারফরম্যান্সও তেমন প্রত্যাশা মেটাতে পারছে না। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর তাসকিনকে সমর্থন দিয়ে মোস্তাফিজুর রহমান বলেছেন, তিনি খারাপ করেননি এ ম্যাচে। ‘আল্লাহ বিল্লাহ’ করেও উইকেট পাওয়া যায় না অনেক সময়, সেটিও মনে করিয়ে দিয়েছেন তিনি।

আফগানিস্তান আগেই গুটিয়ে যাওয়াতে ৬ ওভারের বেশি করতে হয়নি তাসকিনের। তবে ইংল্যান্ডের বিপক্ষে ৬ ওভারের পর তাঁকে আর আনেননি অধিনায়ক। নিউজিল্যান্ডের বিপক্ষেও মোস্তাফিজকে নতুন বলে আনা হয়েছে। তাসকিন এসেছিলেন তৃতীয় বোলার হিসেবে। শেষ পর্যন্ত ৮ ওভার বোলিং করে ৫৬ রান দিলেও উইকেট পাননি।  

শেষ পর্যন্ত ৮ ওভার বোলিং করে ৫৬ রান দিলেও উইকেট পাননি তাসকিন
এএফপি

তাসকিনের উইকেট না পাওয়া প্রসঙ্গে ম্যাচ শেষে সাংবাদিকদের মোস্তাফিজ বলেছেন, ‘ও (তাসকিন) তো খারাপ বোলিং করেনি আজকে। ভালো খারাপ মিলিয়েই…কিছু সময় আপনি ভালো বোলিং করেও উইকেট পাবেন না। কিছু সময় আল্লাহ বিল্লাহ করেও উইকেট পাবেন না।’

নিউজিল্যান্ডের বিপক্ষে মোস্তাফিজ ও শরীফুল অবশ্য শুরুটা দারুণ করেছিলেন, প্রথম ওভারে তাসকিনও দেন মাত্র ১ রান। কিন্তু ব্যাটসম্যানরা বেশি রান করতে পারেননি, মোস্তাফিজ মনে করিয়ে দিয়েছেন তা, ‘আমরা পেসাররা শুরুতে ভালো করেছিলাম। যদি আরও ৩০ রান বেশি হতো, তাহলে মনে হয় আরও বেশি সুযোগ থাকত। ওরা আরও বেশি ঝুঁকি নিয়ে খেলত।’

প্রথম তিন ম্যাচের মধ্যে বাংলাদেশ হেরেছে দুটিতেই। পেসাররা আরও ভালো করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন মোস্তাফিজ, ‘আমরা পেস বোলার পাঁচজন সব সময় এক জায়গায় থাকি। সব আলোচনা হয়।’

আরও পড়ুন