আমির–ইমাদ: এলেন একসঙ্গে, গেলেনও একসঙ্গে
চলতি বছরের ২৩ মার্চ অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছিলেন ইমাদ ওয়াসিম। পরদিন একই ঘোষণা দেন অবসরে চলে যাওয়া আরেক ক্রিকেটার মোহাম্মদ আমির। এবার দুজনের দ্বিতীয় দফার অবসরেও থাকল এক দিন বিরতির ধারাবাহিকতা। গতকাল আন্তর্জাতিক ক্রিকেটকে আবার বিদায় জানিয়েছেন ইমাদ। আজ একই খবর দিয়েছেন আমিরও।
বছরের শুরুতে পাকিস্তান জাতীয় দলের আশপাশেও না থাকা আমির-ইমাদ বছরের শেষ দিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গেলেন। একসঙ্গে আসা আর একসঙ্গে চলে যাওয়ার মাঝে খেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেটিতে পাকিস্তান প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছিল।
৩২ বছর বয়সী আমির আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অবসরের ঘোষণার বার্তায় লিখেছেন, ‘এই সিদ্ধান্তটা নেওয়া সহজ ছিল না, তবে অনিবার্য ছিল। আমার মনে হয়েছে, পরবর্তী প্রজন্মের হাতে ব্যাটন তুলে দেওয়ার এটাই সঠিক সময়, যারা পাকিস্তান ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’
২০২০ সালের শেষ দিকে তৎকালীন টিম ম্যানেজমেন্টের ওপর ক্ষোভ প্রকাশ করে অবসর নেওয়া আমির আবার পাকিস্তান দলে ডাক পান এ বছরের এপ্রিলে। এপ্রিল থেকে জুন—এই তিন মাসে নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও বিশ্বকাপ মিলিয়ে খেলেন ১২ টি-টোয়েন্টি, নেন ১২ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর পাকিস্তানে দলে জায়গা হয়নি তাঁর।
মোটের ওপর আমির তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ করলেন ৬২ ম্যাচে ৭১ উইকেট নিয়ে। ২০১৯ সালের পর বাকি দুই সংস্করণ না খেলা এই বাঁহাতি ৩৬ টেস্টে ১১৯ ও ৬১ ওয়ানডেতে ৮১ উইকেট নিয়েছেন।
আমিরের আগের দিন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। ৩৫ বছর বয়সী এই বাঁহাতি অলরাউন্ডারও অবসর ভেঙে ফেরার পর শুধু টি-টোয়েন্টি খেলেছেন। ৯ টি-টোয়েন্টিতে বল হাতে নিয়েছেন ৮ উইকেট, ব্যাট হাতে করেছেন ৬৬ রান (৩ বার অপরাজিত)। আমিরের মতো ইমাদও টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর জাতীয় দলে ডাক পাননি। গত বছর প্রথমবার অবসর নেওয়া ইমাদ থামলেন ৭৫ ম্যাচে ৭৩ উইকেট ও ৫৫৪ রান নিয়ে।