২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

আমার জন্য নতুন কিছু করার সুযোগ: গাজী আশরাফ

নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনপ্রথম আলো

বাংলাদেশের ক্রিকেটের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বেই ছিলেন গাজী আশরাফ হোসেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক থেকে হয়েছিলেন বোর্ড পরিচালকও। তবে এবার একেবারেই ভিন্ন এক ভূমিকায় দেখা যাবে তাঁকে।

আজ বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে নতুন প্রধান নির্বাচক হিসেবে তাঁর নাম ঘোষণা করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীনের স্থলাভিষিক্ত হবেন তিনি।

সভার পর বিসিবি সভাপতিই ফোনে সুখবরটা জানিয়েছেন গাজী আশরাফকে। তার আগেই অবশ্য প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব গেছে তাঁর কাছে। গাজী আশরাফ ভেবেচিন্তে তাতে সম্মতি জানানোর পরই আজ বোর্ড সভায় তাঁকে প্রধান নির্বাচক করার সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন

নতুন নির্বাচক প্যানেলে নেই আগের প্যানেলের আরেক সদস্য হাবিবুল বাশারও। গাজী আশরাফের সঙ্গে থাকবেন আগের কমিটিতে থাকা আবদুর রাজ্জাক, নতুন যুক্ত হয়েছেন জাতীয় দলের সাবেক ওপেনার হান্নান সরকার।

প্রধান নির্বাচক হওয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গাজী আশরাফ প্রথম আলোকে মুঠোফোনে বলেছেন, ‘আমার জন্য সম্পূর্ণ নতুন একটা ভূমিকা। এর আগেও প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু ব্যক্তিগত কারণে প্রস্তাবটা গ্রহণ করতে পারিনি। এবার যখন বিসিবি থেকে প্রস্তাব পেলাম, মনে হলো নতুন কিছু করার সুযোগ। প্রস্তাবটা গ্রহণ করি।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ এর আগে ছিলেন বিসিবির পরিচালকও
প্রথম আলো

জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ এর আগে পালন করেছেন জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব। বোর্ড পরিচালক হওয়ার পর বিসিবির গেম ডেভেলপমেন্ট এবং ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধানও। এসব দায়িত্বের মধ্যে প্রধান নির্বাচকের দায়িত্বটাই চ্যালেঞ্জিং হবে কি না, জানতে চাইলে গাজী আশরাফ বলেছেন, ‘সব দায়িত্বেই কোনো না কোনো চ্যালেঞ্জ থাকে। এখানেও থাকবে স্বাভাবিক। তবে চ্যালেঞ্জ নিয়ে কাজ করার মধ্যেই আনন্দ বেশি থাকে। আশা করি, যাঁরা আমার সঙ্গে কাজ করবেন, তাঁদের সঙ্গে আমি ভালোভাবেই আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারব।’

আরও পড়ুন

মিনহাজুল ও হাবিবুল নির্বাচক কমিটিতে না থাকলেও বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, তাঁদের কাজে বিসিবি সন্তুষ্ট। তাঁদের দুজনকেই বিসিবিতে অন্য দায়িত্ব দেওয়া হবে।

আরও পড়ুন

বিসিবির নির্বাচক কমিটিতে মিনহাজুল আসেন ২০১১ সালে, প্রধান নির্বাচক হন ২০১৬ সালে। হাবিবুলও সে বছরই নির্বাচক কমিটিতে আসেন। এর আগে নারী দলের নির্বাচকের ভূমিকায় ছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কাজ করবেন মিনহাজুলের নেতৃত্বে আগের নির্বাচক কমিটি।