ওপেনারদের ৩০-৪০ বলের ইনিংসগুলো কেন লম্বা হচ্ছে না, উত্তর জানা নেই বাংলাদেশের ব্যাটিং কোচের

চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ২২ বলে ৩ রান করে বোল্ড হয়েছেন বাংলাদেশের ওপেনার জাকির হাসানএএফপি

৩ ওপেনারের ২৪টি ইনিংস। চেন্নাই টেস্টের আগে বাংলাদেশের ৬ টেস্টে ওপেনারদের ২৪টি ইনিংস বিশ্লেষণ করলে একটা বিষয় খুব চোখে পড়ার মতো। ৩০ থেকে ৪০ বল খেলে ফেলার পরও বাংলাদেশের ওপেনাররা ইনিংসগুলো লম্বা করতে পারছেন না।

ওই ২৪ ইনিংসের মধ্যে দুটিতে ইনিংস বড় করার প্রয়োজনই পড়েনি, বাকি ইনিংসগুলোর মধ্যে শুধু ৪টিই ছিল ব্যতিক্রম। বাকি ১৮টি ইনিংসেই দেখা গেছে বাংলাদেশের ওপেনাররা হয় খুব কম বল খেলে আউট হয়ে গেছেন অথবা ৩০ থেকে ৪০ বল খেলার পর আউট হয়েছেন।

চেন্নাই টেস্টেও এর ব্যতিক্রম হয়নি। এই টেস্টে প্রথম ইনিংসে সাদমান ইসলাম ৬ বল খেলে ২ রানে আউট হয়েছেন, জাকির আউট হয়েছেন ২২ বলে ৩ রান করে। দ্বিতীয় ইনিংসে জাকির খেলেছেন ৪৭ বল, করেছেন ৩৩ রান আর সাদমান ৬৮ বলে আউট হয়েছেন ৩৫ রান করে।

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৮৩ বলে ৯৩ রান করেছেন সাদমান। সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩০ রানের লক্ষ্য খেলতে নেমে ১০ উইকেটে জিতেছে বাংলাদেশ। এ ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে মার্চে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে জাকির হোসেন ১০৪ বলে ৫৪, গত বছরের নভেম্বরে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাহমুদুল ১৬৬ বলে ৮৬ আর একই দলের বিপক্ষে সেই সিরিজে মিরপুরে দ্বিতীয় ইনিংসে জাকির ৮৬ বলে ৫৯ রান করেন। যে ২৪ ইনিংসের কথা বলা হয়েছে, তার মধ্যে এই চারটিই ব্যতিক্রম ছিল।

দ্বিতীয় ইনিংসে ৬৮ বল খেলার পর আউট হয়েছেন সাদমান ইসলাম
এএফপি

ব্যতিক্রম তো আর উদাহরণ নয়, তাই চেন্নাই টেস্টের পর প্রশ্ন উঠেছে, বাংলাদেশের ওপেনারদের এমন কেন হয়! প্রশ্নটি আজ চেন্নাই টেস্টের তৃতীয় দিনের খেলা শেষের সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হেম্পকেও করা হয়েছিল। তিনি এর বিশেষ কোনো উত্তর দিতে পারেননি। শুধু বলেছেন, এমনটি হওয়ার কথা নয়, বরং এভাবে থিতু হওয়ার পর এর সুবিধা নিয়ে অন্তত ১২০টি বল খেলা উচিত ওপেনারদের।

প্রশ্নটির উত্তর দিতে গিয়ে হেম্প প্রথমে বলেছেন, ‘এটা নিয়ে আমরা কথা বলছি। আপনাকে ভালো শুরু করতে হবে এবং একবার আপনি ২০-৩০ বল খেলে ফেলার পর ধারণা পেয়ে যাবেন, আপনাকে কী করতে হবে।’

আরও পড়ুন
একবার যখন আপনি ৪০ থেকে ৬০ বল খেলে ফেলবেন, আদর্শ হচ্ছে ১২০ বল খেলা। এটা করতে পারলে প্রাপ্য পুরস্কার পাওয়াই যায়
ডেভিড হেম্প, ব্যাটিং কোচ, বাংলাদেশ

একজন ওপেনার ৩০-৪০ বল খেলে ফেলা মানে, কঠিন সময় কিছুটা হলেও পার করে ফেলা। হেম্পের কথা, ‘আপনি কঠিন পরিশ্রম করেছেন, এটা কাজে লাগানোর বিষয়টি নিশ্চিত করুন...আমরা এটা নিয়ে কথা বলব এবং অনুশীলনে কাজও করব। একবার যখন আপনি ৪০ থেকে ৬০ বল খেলে ফেলবেন, আদর্শ হচ্ছে ১২০ বল খেলা। এটা করতে পারলে প্রাপ্য পুরস্কার পাওয়াই যায়।’

ব্যাটিং কোচ ডেভিড হেম্প ও সহকারি কোচ নিক পোথাস
প্রথম আলো

কিন্তু চেন্নাই টেস্টের আগে ১৮টি ইনিংসে বাংলাদেশের ওপেনাররা নিজেদের পরিশ্রম জলাঞ্জলি দিয়েছেন, সেই ১৮টি ইনিংসের ১১টিতেই ৩০–এর বেশি বল খেলার পর আউট হয়েছেন তাঁরা। এর মধ্যে ৭টিই আবার ৪০ বা এর বেশি বলের ইনিংস। আছে ৫৮ বল খেলে ১২ রান করে আউট হওয়ার ঘটনাও।