তামিমের চোখে মোস্তাফিজ অবিশ্বাস্য, মোড় ঘুরিয়েছে রিশাদ

কালও দুর্দান্ত বোলিং করেছেন রিশাদ ও মোস্তাফিজএএফপি

১২-০-৪৭-৪—এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোস্তাফিজুর রহমানের বোলিং পারফরম্যান্স। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলা মোস্তাফিজ কোনো ম্যাচেই ২০ রানের বেশি খরচ করেননি। সর্বোচ্চ ৪ ওভারে ১৮ খরচ করেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

কাল নেদারল্যান্ডসের বিপক্ষে তো দিয়েছেন মাত্র ১২ রান। মোস্তাফিজের এমন পারফরম্যান্সে মুগ্ধ বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

ইএসপিএন ক্রিকইনফোতে ম্যাচ শেষে তামিম বলেছেন, ‘মোস্তাফিজ যেভাবে বল করছে, সেটা অবিশ্বাস্য। সে সব সময়ই কঠিন ওভারগুলো করে থাকে। সে এই কাজটাই ভালোভাবে করছে। এই উইকেট বাংলাদেশের জন্য মানানসই, অনেকটা দেশের মাটিতে খেলার মতো।’

১৫তম ওভারে এসে দুই উইকেট নিয়ে ম্যাচ বাংলাদেশের অনুকূলে নিয়ে আসেন স্পিনার রিশাদ হোসেন
বিসিবি

গতকাল নেদারল্যান্ডস ইনিংসের ১৫তম ওভারে এসে দুই উইকেট নিয়ে ম্যাচ বাংলাদেশের অনুকূলে নিয়ে আসেন স্পিনার রিশাদ হোসেন। তামিমও মনে করেন ম্যাচের টার্নিং পয়েন্ট ওই ওভারটাই, ‘রিশাদের তৃতীয় ওভার ম্যাচের চেহারা বদলে দিয়েছে। ওই সময়ে নেদারল্যান্ডস-বাংলাদেশ সমানে সমানে লড়াই করছিল। নেদারল্যান্ডস ৩ উইকেটে ১১১ রান তুলেছিল তখন। খেলাটা কোন দিকে যাবে, সেটা নিশ্চিত ছিল না। এই ওভারটা অবিশ্বাস্য ছিল।’

আরও পড়ুন

কাল ২০ ইনিংস পর টি-টোয়েন্টিতে ফিফটি পেয়েছেন সাকিব। ২০২১ সালের পর প্রথমবার হয়েছেন ম্যাচসেরা। ম্যাচের আগে সাকিবের সাম্প্রতিক ফর্ম নিয়ে অনেক কথা হয়েছে। তখনো সাকিবের পক্ষে কথা বলেছিলেন তামিম।

আরও একবার সাকিবকে প্রশংসা ভাসিয়েছেন এই ওপেনার, ‘আমার মতে, ওর ওজন কতটা বোঝানোর কিছু নেই। আমরা ওর মূল্য বুঝি। সে ১৬-১৭ বছর ধরে নিজের কাজটা করছে। (মাঝখানে কিছুটা) খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে। অনেক সমালোচনা হয়েছে, অনেক কথা হয়েছে। সব মিলিয়ে এটা দারুণ একটা ইনিংস ছিল। সে শেষ পর্যন্ত ব্যাটিং করেছে, যেটা এই উইকেট সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

তামিম এরপর যোগ করেন, ‘নেদারল্যান্ডস ঠিক পথেই এগোচ্ছিল। তাদের রিশাদের ওভারে সুযোগ নিতেই হতো। চেষ্টাও করেছে। সেই ওভারে যদি তারা ১২-১৩ রান করতে পারত, এর পরের ওভারে ৭-৮ রান, তাহলে তারা ঠিক পথে থাকত।’

আরও পড়ুন