২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ক্যারিয়ারসেরা অবস্থানে চ্যাপম্যান, ব্যবধান কমিয়েও সূর্যের ৯৫ পয়েন্ট পেছনে রিজওয়ান

৪৮ ধাপ এগিয়েছেন নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যানছবি: এএফপ

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাত্র ২ রানের জন্যই সেঞ্চুরি পাননি মোহাম্মদ রিজওয়ান। শেষ পর্যন্ত ম্যাচটিও জিততে পারেনি পাকিস্তান। মার্ক চ্যাপম্যানের অসাধারণ এক সেঞ্চুরিতে পাকিস্তানের ১৯৩ রান টপকে সিরিজ ড্র করেছে নিউজিল্যান্ড। আজ প্রকাশিত আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সেই পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন দুজনই।

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে আগের মতো দুইয়ে থাকলেও ১৩টি রেটিং পয়েন্ট বেড়েছে রিজওয়ানের। তবে শীর্ষে উঠতে হলে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে এই উইকেটকিপার ব্যাটসম্যানকে। শীর্ষ ব্যাটসম্যান সূর্যকুমার আর রিজওয়ানের পার্থক্যটা যে বিশাল—৯৫ পয়েন্ট। সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে সূর্যের পয়েন্ট ৯০৬, রিজওয়ানের ৮১১। ৭৫৬ পয়েন্ট নিয়ে তিনে রিজওয়ানের অধিনায়ক বাবর আজম। শীর্ষ পাঁচের বাকি দুটি জায়গা দুই দক্ষিণ আফ্রিকান এইডেন মার্করাম (৭৪৮) ও রাইলি রুশোর (৭২৪) দখলে।

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি–টোয়েন্টিতে ৯৮ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ রিজওয়ান
ছবি: এএফপি

পাকিস্তানের বিপক্ষে সিরিজে ২৯০ গড়ে ২৯০ রান করা কিউই ব্যাটসম্যান চ্যাপম্যান ৪৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ার-সর্বোচ্চ ৩৫তম স্থানে। এর আগে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে সর্বোচ্চ ৫৪তম স্থানে ছিলেন চ্যাপম্যান।

আরও পড়ুন

বোলিংয়ে আফগানিস্তানের রশিদ খানই ধরে রেখেছেন শীর্ষস্থান। ৭১০ পয়েন্ট এই লেগ স্পিনারে। ৬৯২ পয়েন্ট নিয়ে দুইয়ে রশিদ-সতীর্থ বাঁহাতি পেসার ফজলহক ফারুকি।

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সাকিব আল হাসানই শীর্ষে। ২৬৯ রেটিং পয়েন্ট তাঁর। ২৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে হার্দিক পান্ডিয়া।