কনসার্ট নয়, তামিম চান ক্রিকেটে বিনিয়োগ

সংবাদ সম্মেলনে তামিম ইকবালপ্রথম আলো

যে কথাটা অনেকেই বলতে পারেননি, সেটা বেশ সোজা-সাপটা বলে দিলেন তামিম ইকবাল। বিসিবি ঘোষিত এবারের ‘নতুন’ বিপিএলে ‘অন্যরকম’ বলতে এখন পর্যন্ত কনসার্ট ছাড়া আর কিছুই দেখেননি তিনি। তাঁর মতে বিপিএলে ‘অন্যরকম’ কিছু করতে হলে কনসার্টের পেছনে টাকা খরচ না করে করে খেলাটার জন্যই বেশি বিনিয়োগ করা উচিত।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল থেকে শুরু হচ্ছে একাদশ বিপিএল। দুপুর ১টা ৩০ মিনিটে উদ্বোধনী ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। এবারের বিপিএলে যদি নতুনত্ব বলে কিছু থাকে, সেটা হয়তো খেলা শুরু হলেই দৃশ্যমান হবে। কারণ টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত অন্তত তেমন কিছু চোখে পড়েনি কারওরই।

নতুনত্বের প্রশ্নে এ ব্যাপারে একমত তামিম ইকবালও। আজ মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে সাংবাদিকদের ফরচুন বরিশাল অধিনায়কও বলেছেন, ‘সত্যি কথা বলতে আমি অন্যরকম কিছু দেখি না কনসার্ট ছাড়া। আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের টুর্নামেন্টে ইনভেস্ট করতে হবে, কনসার্ট বা অন্য কিছুতে নয়।’

এবারের বিপিএল মিউজিক ফেস্টে গেয়েছেন রাহাত ফতেহ আলী খান
প্রথম আলো

বিপিএলে কনসার্টও অবশ্য নতুন কিছু নয়। ২০১২, ২০১৫ এবং ২০১৯ বিপিএলের আগেও বিদেশি শিল্পীদের পরিবেশনায় জমকালো কনসার্ট আর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। ঢাকা, সিলেট ও চট্টগ্রামে অনুষ্ঠিত এবারের কনসার্টের সঙ্গে সেগুলোর পার্থক্য, সে তিন বছর কনসার্ট হয়েছিল বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে। এবার হয়েছে শুধুই কনসার্ট, সেটাও টুর্নামেন্ট শুরুর বেশ কয়েক দিন আগে।

আরও পড়ুন

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেই ছিল মূল আয়োজন, স্থানীয় শিল্পীদের সঙ্গে যেটাতে মূল আকর্ষণ ছিলেন ৩ কোটি ৪০ লাখ টাকা পারফরম্যান্স ফি নেওয়া পাকিস্তানের জনপ্রিয় শিল্পী রাহাত ফতেহ আলী খান। দুর্বল সাউন্ড সিস্টেম ছাড়া অনুষ্ঠানটা খারাপ হয়নি একেবারে। আতশবাজির উৎসব, লাইট শো—সবই ভালো ছিল।

তবে বিপিএল উপলক্ষে এ ধরনের কনসার্ট আয়োজনের চেয়ে খেলাটার পেছনে টাকা খরচ করাকেই যুক্তিসংগত মনে করেন তামিম, ‘ক্রিকেটে যদি বিনিয়োগ করি, টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি; তখন আমরা বলতে পারব যে এটা নতুন বিপিএল। কনসার্ট আগেও হয়েছে, এখনো হয়েছে; দারুণ একটা অনুষ্ঠান হয়েছে যা দেখেছি, তবে আমি ছিলাম না দেশে।’

অনুশীলনে ফুরফুরে মেজাজে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল
প্রথম আলো

পরে অবশ্য তিনি বলেছেন, ‘মন্তব্য করাটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কারণ আমি জানি না কালকে কী আছে আমাদের জন্য। তবে এতটুকু বলতে পারি, কেউ যদি আমার কাছে পরামর্শ চায়, আমি এতটুকু বলব যে যদি আপনি বিপিএল পরিবর্তন করতে চান; টুর্নামেন্ট ও ক্রিকেটে ইনভেস্ট করুন।’

বিপিএল সামনে রেখে সিলেটে আট দলের অংশগ্রহণে হয়েছে প্রস্তুতিমূলক টুর্নামেন্ট এনসিএল টি-টোয়েন্টি। বিপিএলের আগে এ রকম একটা টুর্নামেন্টকে ভালো উদ্যোগ মনে করেন তামিমও।

আরও পড়ুন

তবে বলেছেন, ভবিষ্যতে বিসিবির উচিত হবে এই টুর্নামেন্টটা বিপিএলের আরও আগে আয়োজন করা। যাতে ফ্র্যাঞ্চাইজিগুলো টুর্নামেন্টের পারফরম্যান্স দেখে ড্রাফটে খেলোয়াড় নিতে পারে। তা ছাড়া বিপিএলের অল্প আগে এতগুলো ম্যাচ খেলে খেলোয়াড়দের ক্লান্ত হয়ে পড়ারও ঝুঁকি থাকে।

সফল একটা বিপিএলের জন্য বিসিবি এবং খেলোয়াড়—সবারই ভূমিকা দেখেন বরিশাল অধিনায়ক তামিম। ভালোভাবে টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব যেমন বিসিবির, তেমনি মাঠে ভালো খেলা উপহার দেওয়ার দায়িত্বও খেলোয়াড়দের।

এবারের বিপিএলে তামিম ইকবালের ব্যাট তাঁর হয়ে কথা বলবে কি না, তা সময়ই বলে দেবে
প্রথম আলো

সেটাই মনে করিয়ে দিয়ে তামিম বলেছেন, ‘ক্রিকেটটা কেমন হবে এটা নির্ভর করে খেলোয়াড়রা কেমন খেলছে তার ওপর। এটা তে আয়োজকদের হাতে কিছু থাকে না। তাদের হাতে থাকে সেরা ফ্যাসিলিটিজ দেওয়া, সেরা উইকেট দেওয়া, নিশ্চিত করা সেরা ধারাভাষ্যকার, ক্যামেরা ও টেকনোলজি যেটা এভেইলেবল, তা পাওয়া। এটা হলো যারা দায়িত্বে বসে আছেন তাদের কাজ। কিন্তু তাঁরা এটা সিদ্ধান্ত নিতে পারবেন না আসলে খেলা দু শ রানের হবে নাকি ৬০ রানের হবে। ওটার দায়িত্ব দল ও খেলোয়াড়দেরই নিতে হবে।’