যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন করে আইসিসির ক্ষতি ২৩৫ কোটি টাকা
যুক্তরাষ্ট্রে টি–টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে আর্থিক দিক থেকে লাভ তো হয়ইনি; বরং ক্ষতি হয়েছে আইসিসির। ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে প্রায় ২ কোটি মার্কিন ডলার বা ২৩৫ কোটি টাকা ক্ষতি হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার। আগামীকাল কলম্বোতে শুরু হতে যাওয়া আইসিসির বার্ষিক সম্মেলনে এ বিষয়টি আলোচনার বড় একটি অংশ হতে পারে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
বার্ষিক সাধারণ সভায় আলোচনার যে ৯টি বিষয় নির্ধারণ করা আছে, সেখানে অবশ্য এটি নেই। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী বিশ্বকাপের ক্ষতির বিষয়টি নিয়ে কথা হবে মূল আলোচনা শুরুর আগে। নিউইয়র্কে ভারত–পাকিস্তান ম্যাচসহ এ বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপের বড় একটা অংশ হয়েছে যুক্তরাষ্ট্রে। যদিও গ্রুপ পর্বের পর সেখানে কোনো ম্যাচ হয়নি।
বার্ষিক সাধারণ সভায় আলোচনার আরেকটি বড় বিষয় আইসিসির চেয়ারম্যান হিসেবে গ্রেগ বার্কলের জায়গায় জয় শাহর স্থলাভিষিক্ত হওয়া। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী আইসিসির একটি সূত্র জানিয়েছে, জয় শাহ কবে আইসিসির চেয়ারম্যান হবেন, এটা নিয়ে সব সদস্যদেশগুলোর আগ্রহ প্রবল।
আইসিসির একটি সূত্রকে উদ্ধৃত করে পিটিআইয়ের প্রতিবেদনে লেখা হয়েছে, ‘কীভাবে তিনি (বার্কলের স্থলাভিষিক্ত) হবেন, এটা বিষয় নয়, সবাই ভাবছে তিনি কখন স্থলাভিষিক্ত হবেন। যেহেতু বিসিসিআইয়ে (সচিব পদে) তাঁর মেয়াদ আরও এক বছর আছে।’