বাংলাদেশের ২ হাজারে দ্রুততম লিটনও
ম্যাথু হামফ্রিসের বাঁ হাতি স্পিনের বলটা ছিল খাটো লেংথের। শুরুতে খানিকটা কঠিন কন্ডিশনের মধ্যে মানিয়ে নিয়ে ৫৩ বল খেলে ফেলা লিটন দাস ততক্ষণে উইকেটে সেট। ২১তম ওভারের প্রথম বলে অভিষিক্ত সেই স্পিনারকে ওয়াইড লং অন দিয়ে এমন অবলীলায় তুলে মারলেন যেন এটাই দুনিয়ার সবচেয়ে সহজ কাজ!
বল সীমানার বাইরে যতটা দূরে গিয়ে পড়েছে, তাতে আম্পায়ারকে ছক্কা দেখাতে হাত দুটো না তুললেও হতো। লিটনেরও ব্যাট না তুললেও চলত। কাজ যে তখন শুধু অর্ধেক। ৫৩ বলে ফিফটি।
তবে একটি কাজ ততক্ষণে পুরো হয়ে গিয়েছে। সেটি ওই ছক্কাতেই। ওয়ানডেতে ২০০০ হাজার রানের মাইলফলক ছোঁয়া। ক্যারিয়ারের ৬৫তম ইনিংসে মোট ১৯৯৪ রানে থাকতে মারা ছক্কায় ২ হাজার রান হয়ে যায় লিটনের। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম ২ হাজার রানের রেকর্ডেও উঠল তাঁর নাম। তবে সেখানে তিনি একাই থাকবেন না। আগে থেকেই ছিলেন শাহরিয়ার নাফীস। লিটনের নাম উঠল আজ।
২০১১ বিশ্বকাপে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারে ২ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন শাহরিয়ার নাফীস। সেটি তাঁর ওয়ানডে ক্যারিয়ারের ৬৫তম ইনিংসে। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে এত দিন এটাই ছিল দ্রুততম ২ হাজার রানের রেকর্ড।
লিটনও তাঁর ওয়ানডে ক্যারিয়ারের ৬৫তম ইনিংসে এসে পেলেন ২ হাজার রানের মাইলফলকের দেখা। তবে সময়ের হিসেবে নাফীসই দ্রুততম। অভিষেকের ৫ বছর ২৬৬ দিনের মাথায় মাইলফলকটির দেখা পেয়েছিলেন সাবেক এই বাঁহাতি ওপেনার। ২০১৫ সালের ১৮ জুন ওয়ানডেতে অভিষিক্ত লিটনের লাগল ৭ বছর ৯ মাস ২ দিন।
৬৪ ম্যাচে ৬৪ ইনিংসে ১৯৪৫ রান নিয়ে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ওপেন করতে নামেন লিটন। মাইলফলকটি ছুঁতে দরকার ছিল ৫৫ রানের। ব্যক্তিগত ৪৯ রানে ছক্কা মেরে মাইলফলকটির দেখা পেয়ে যান। শাহরিয়ার নাফীসও ৬৪ ম্যাচে ৬৪ ইনিংসে ১৯৭৬ রান নিয়ে ডাচদের মুখোমুখি হয়েছিলেন।
সে ম্যাচে নাফীস ৩৭ রানে আউট হলেও লিটন ফিফটি পেরিয়ে সেঞ্চুরির সুবাস নিতে নিতে আউট! ব্যক্তিগত ৭০ রানে মিড উইকেটে ক্যাচ তুলে দেন। ৩ ছক্কা ও ৩ চারে ৭১ বলে তাঁর ৭০ রানের ইনিংসের আক্ষেপ একটাই—সেঞ্চুরিটা হলো না! আউটের ধরনে মনোযোগ হারানোটা বোঝা গেছে।
ওয়ানডেতে দ্রুততম ২০০০ রানের রেকর্ড হাশিম আমলার। দক্ষিণ আফ্রিকার সাবেক এ ওপেনার ৪০তম ইনিংসে (৪১ ম্যাচ) এসে রেকর্ডটি করেন ২ বছর ৩১৮ দিন সময় নিয়ে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে শাহরিয়ার নাফীস ও লিটনের পর ওয়ানডেতে দ্রুততম ২ হাজার রানের মাইলফলকে দ্বিতীয় দ্রুততম সাকিব আল হাসান।
ক্যারিয়ারের ৭২তম ম্যাচে ৬৯তম ইনিংসে এসে ৩ বছর ৮৪ দিন সময় নিয়ে মাইলফলকটির দেখা পান সাকিব। তামিম ইকবালের লেগেছে ৭০তম ম্যাচে ৭০তম ইনিংসে, সময়ে সবচেয়ে কম—২ বছর ৩৩৬ দিন।