বাইক দুর্ঘটনায় মাথায় আঘাতজনিত সমস্যায় ক্যামেরন ব্যানক্রফট
বাইক থেকে পড়ে গিয়ে কনকাশনে (মাথায় আঘাতজনিত সমস্যা) পড়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফট। আগামী বৃহস্পতিবার শুরু ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডের ফাইনালে তাই খেলতে পারবেন না ওয়েস্ট অস্ট্রেলিয়ার এই ওপেনার।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার এ দুর্ঘটনা ঘটে। এমনিতে নিয়মিত সাইকেল চালান ব্যানক্রফট। তাঁর ছিটকে যাওয়া ওয়েস্ট অস্ট্রেলিয়ার জন্য বড় একটা ধাক্কা। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ওয়াকার ফাইনালে নামছে হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য নিয়ে। তাদের প্রতিপক্ষ তাসমানিয়া।
এ মৌসুমে দলটির হয়ে সর্বোচ্চ এবং সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যানক্রফট। ৪৮.৬২ গড়ে তিনি করেছেন ৭৭৮ রান। অধিনায়ক স্যাম হোয়াইটম্যানের সঙ্গে তাঁর ওপেনিং জুটিও দারুণ ফর্মে ছিল এবার।
ব্যানক্রফটের বদলে এখন ওপেনিংয়ে আসতে পারেন ডার্সি শর্ট বা টিগ ওয়াইলি। জেইডেন গুডউইনকেও এ ভূমিকায় পাঠাতে পারে তারা।
বল টেম্পারিংয়ের দায়ে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের সঙ্গে নিষিদ্ধ হওয়া ব্যানক্রফট সম্প্রতি আবার আলোচনায় আসেন অস্ট্রেলিয়া দলে ফেরার সম্ভাবনা দিয়ে। ওয়ার্নার অবসরে যাওয়ার পর তাঁর জায়গা নেওয়ার ক্ষেত্রে শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি।
শুধু এ মৌসুম নয়, কয়েক মৌসুম ধরেই শেফিল্ড শিল্ডে বেশ ধারাবাহিক ব্যানক্রফট। তবে শেষ পর্যন্ত তাঁকে ডাকেনি অস্ট্রেলিয়া। ওপেনিংয়ে খেলানো হচ্ছে স্টিভেন স্মিথকে।
বাদ পড়ার পর নিজের হতাশার কথা ব্যানক্রফট জানিয়েছিলেন এভাবে, ‘মাঝেমধ্যে খেলোয়াড় হিসেবে সামনে এগোনোটাই বড় ব্যাপার। কিন্তু এবার আমার মনে হয়েছে, নিজেকে একটু হতাশ হতে দিই। এতে দোষের কিছু নেই।’
ব্যানক্রফট অবশ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ার হয়ে নিজের কাজটি করে যাওয়ার কথাই বলে এসেছেন, ‘মৌসুমের পরের ভাগটা বেশ চ্যালেঞ্জিং ছিল। আমরা কঠিন কয়েকটি উইকেটে খেলেছি। কঠিন সময়ে লড়াই করার ব্যাপারটি দারুণ। আমি ধারাবাহিক থাকতে চেয়েছি।’
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ করা হয়েছিল ব্যানক্রফটকেও। নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৯ সালের অ্যাশেজে দুটি টেস্টের জন্য দলে ফিরলেও এরপর আর সুযোগ পাননি। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ১০টি টেস্টের সঙ্গে ১টি টি-টোয়েন্টি।