মেজাজ হারিয়ে সোফায় লাথি মারলেন ওয়াসিম আকরাম
চার বল আগেও তাঁকে হাসতে দেখা গেল।
হাসলেন; কারণ, বেন কাটিং ছক্কা মেরেছেন। মুলতান সুলতানসের বিপক্ষে জিততে বাকি ৪ বলে ৭ রান দরকার করাচি কিংসের। কিন্তু সহজ এই সমীকরণ মেলাতে পারেননি কাটিং–ইমাদ ওয়াসিমরা। ডানহাতি পেসার আব্বাস আফ্রিদির শেষ বলে মাত্র ১ রান নিতে পারেন ইমাদ। করাচি কিংস ম্যাচ হেরে যায় ৩ রানে।
নাগালে চলে আসা জয় এভাবে হাতছাড়া হওয়াতেই মেজাজ হারান ওয়াসিম আকরাম। টিভি স্ক্রিনে দেখা গেল, করাচির হার নিশ্চিত হতেই হতাশায় পেছনে শরীর ছেড়ে দেন ওয়াসিম; এটুকুতে ভেতরের অনুভূতিটা প্রকাশ হচ্ছিল না। তাই সামনে থাকা সোফায় পা উঁচিয়ে মারলেন লাথি!
ওয়াসিমের এই মেজাজ হারানোর দৃশ্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন, এর আগে কখনো তাঁকে এভাবে দেখেছেন কি না! তরুণদের জিজ্ঞাসা, খেলার মাঠেও কি এভাবে মেজাজ হারাতেন পাকিস্তানের সাবেক অধিনায়ক?
২০০৩ সালে শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলা ওয়াসিম এখন করাচি কিংসের প্রেসিডেন্ট। ইমাদের নেতৃত্বাধীন দলটি এবারের পিএসএলে প্রথম পাঁচ ম্যাচের চারটিতেই হেরে গেছে।
পেশোয়ার ম্যাচের দিনও মেজাজ হারাতে দেখা গেছে তাঁকে। প্রথম তিন ম্যাচে হেরে যাওয়ার পর তাঁর সমালোচনা করেছিলেন সাবেক সতীর্থ শহীদ আফ্রিদি।
ওয়াসিম ভাইয়ের উচিত করাচি কিংসের দায়িত্ব নেওয়া। অস্ট্রেলিয়া থেকে দল চালানো যায় না। এটা পেশাদারত্বের ব্যাপারওয়াসিম আকরামকে নিয়ে শহীদ আফ্রিদি
বছরের বেশির ভাগ সময় পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় থাকার দিকে ইঙ্গিত করে টিভি টক শো–তে আফ্রিদি বলেছিলেন, ‘ওয়াসিম ভাইয়ের উচিত করাচি কিংসের দায়িত্ব নেওয়া। অস্ট্রেলিয়া থেকে দল চালানো যায় না। এটা পেশাদারত্বের ব্যাপার। অবশ্যই দলকে সময় দেওয়া উচিত। আমি ওয়াসিম ভাইকে বলব, দলের সঙ্গে থাকেন। দল প্রস্তুত হয়ে আছে, এরপর আপনি যোগ দিলেন এটা ঠিক নয়।’
তবে ওয়াসিম দলের সঙ্গে থাকার পরও যে করাচির খুব বেশি পরিবর্তন হয়নি, সেটা বুধবারের মুলতান ম্যাচ আর ওয়াসিমের প্রতিক্রিয়াই বলে দিচ্ছে।