বাংলাদেশের ম্যাচে বানর তাড়াতে লেঙ্গুর ভাড়া
ম্যাচের প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দী করতে ব্যস্ত সম্প্রচারকারী টিভি চ্যানেলের ক্রু ও ক্যামেরাম্যানরা। এই সুযোগে তাঁদের জলখাবার ও পানীয় নিয়ে উধাও একদল বানর।
বানরদের এই উৎপাতের দৃশ্য অতীতে দেখা গেছে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে, যে ভেন্যুতে আজ শুরু হয়েছে বাংলাদেশ–ভারত দ্বিতীয় ও শেষ টেস্ট।
ম্যাচ চলাকালীন বানরদের উৎপাত থেকে বাঁচতে এবার তাই আগে থেকে সতর্কতা অবলম্বন করেছে গ্রিন পার্ক স্টেডিয়ামের কর্তৃপক্ষ ও এই টেস্টের আয়োজক উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউপিসিএ)। বানর তাড়াতে লেঙ্গুর (লম্বা লেজওয়ালা প্রাণী) ও তাদের রক্ষক ভাড়া করেছে তারা।
গ্রিন পার্কে সর্বশেষ দুই আন্তর্জাতিক ম্যাচেও (২০২১ সালে ভারত–নিউজিল্যান্ড টেস্ট এবং ২০১৭ সালে ভারত–নিউজিল্যান্ড ওয়ানডে) তাদের নিয়ে আসা হয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্টেডিয়ামের গ্যালারিসংলগ্ন অনেকগুলো উঁচু গাছ আছে। সেগুলো বেয়ে মাঠে ঢুকে পড়ে ক্ষুধার্ত বানররা। সুযোগ বুঝে তারা সম্প্রচারের কাজে নিয়োজিতদের খাবার নিয়ে পালিয়ে যায়।
ভারতীয় টেলিভিশন চ্যানেল ভারত সমাচার পরশু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে, বাংলাদেশ ও ভারতীয় দলের অনুশীলনের সময় বেশ কয়েকটি বানর একটি গ্যালারির ছাউনির ওপর দিয়ে ছোটাছুটি করছে। একটি বানরকে কলা খেতেও দেখা যায়। এ সময় একজন মাঠকর্মী ধমক দিলে বানরগুলো পালিয়ে যায়।
তবে আজ ম্যাচের সময় এমন কিছু দেখা যায়নি। এ ব্যাপারে ভেন্যু পরিচালক সঞ্জয় কাপুর ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘বানরদের আতঙ্ক থেকে বাঁচতে আমরা লেঙ্গুর নিয়ে এসেছি।’
স্টেডিয়ামে ক্যামেরা স্থাপন ও ম্যাচ ধারণ করতে টেলিভিশন ক্রুদের জন্য বাউন্ডারি লাইনের ঠিক বাইরে উঁচু স্ট্যান্ড বানিয়ে দিয়েছেন আয়োজকেরা। বানরদের খাবার চুরি ঠেকাতে স্ট্যান্ডের পেছনের অংশ ও দুই পাশ কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
এ ছাড়া আজ শুরু হওয়া টেস্টে স্টেডিয়ামের ‘সি’ স্ট্যান্ডের একাংশ দর্শকদের জন্য বন্ধ রাখা হয়েছে। সম্প্রতি উত্তর প্রদেশের গণপূর্ত বিভাগ (পিডব্লুডি) ও স্থানীয় কারিগরি বিশ্ববিদ্যালয়ের একটি পর্যবেক্ষক দল ‘সি’ স্ট্যান্ড পরিদর্শন শেষে এর একটি ব্লক বন্ধ রাখার পরামর্শ দেন। ওই স্ট্যান্ডের দর্শক ধারণক্ষতা ৪ হাজার ৮০০।
গ্যালারির একাংশ বন্ধ রাখার ব্যাপারে ভেন্যু পরিচালক সঞ্জয় কাপুর বলেছেন, ‘টেস্ট ম্যাচ শুরুর ৩ দিন আগে পিডব্লুডি এবং হারকোর্ট বাটলার কারিগরি বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম পরিদর্শন করে গেছে। তাদের মনে হয়েছে ‘সি’ স্ট্যান্ডের একটি ব্লকের কিছু আসন দর্শকদের জন্য নিরাপদ নয়। তাদের পরামর্শে আমরা সেখানে দর্শকদের যেতে দিইনি। তবে প্রায় ১ হাজার ৭৫০ আসনের ওপরের ব্লক খোলা রয়েছে।’
বৃষ্টির কারণে কানপুর টেস্টের প্রথম দিনের খেলা আগেভাগেই শেষ হয়েছে। টস হেরে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান করেছে।