২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বিপিএল: সাকিবের দরকার আর দুই ম্যাচ

রংপুর রাইডার্সের তারকা সাকিব আল হাসানশামসুল হক

ব্যাটিংয়ে নেমেছেন ৩ নম্বরে। ১৭০ স্ট্রাইক রেটে ২০ বলে ৩৪ রানের ইনিংস খেলেছেন। এরপর ৪ ওভার বোলিং করে মাত্র ১৬ রানে নেন ৩ উইকেট। অলরাউন্ডার সাকিব আল হাসানের এমন প্রত্যাবর্তনের অপেক্ষাতেই ছিল রংপুর রাইডার্স। শুধু রংপুর নয়, চোখের সমস্যায় ভোগা তারকা অলরাউন্ডারকে সেরা ছন্দে দেখার অপেক্ষায় ছিল বাংলাদেশ ক্রিকেটও। হয়তো সাকিব নিজেও হন্যে হয়ে খুঁজছিলেন নিজেকে। আজ দুর্দান্ত ঢাকার বিপক্ষে ম্যাচ জেতানো পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই স্বস্তি পাওয়ার কথা তাঁরও।

আরও পড়ুন

মাঝে দুই ম্যাচে দলের ৫ ও ৮ উইকেট পড়ে যাওয়ার পরও ব্যাটিংয়ে নামেননি। তবে আজকের পর আরও দু-এক ম্যাচে ক্রিজে সময় কাটাতে পারলে হারানো আত্মবিশ্বাসটা পুরোপুরি ফিরে পাবেন, এমন আশা সাকিবের।

এবারের বিপিএলে নিজের প্রথম ম্যাচসেরার পুরস্কার নিতে এসে বাংলাদেশ দলের অধিনায়ক বললেন, ‘শুধু ম্যাচ প্র্যাকটিস, এটাই আমার দরকার ছিল। বিপিএল কঠিন টুর্নামেন্ট, বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য। এখানে ইনিংসের শুরুতে ব্যাটিং করা সহজ ছিল না। হ্যাঁ, খুব ভালো লাগছে ক্রিজে কিছু সময় কাটাতে পেরে। আরও কিছু সময় ক্রিজে কাটাতে চাইব। এমন আরও দুটি ম্যাচ পেলে আমি আমার পূর্ণ আত্মবিশ্বাস ফিরে পাব।’

আজ ব্যাটিংয়ের সময় বল দেখতে তেমন সমস্যা হয়নি সাকিবের
প্রথম আলো

আজ ব্যাটিংয়ের সময় বল দেখতে সমস্যা হয়েছে কি না, সে প্রশ্নের উত্তরে সাকিব বলেছেন, ‘না, তেমন নয়। আমি উইকেটে কিছু সময় কাটানোর চেষ্টা করেও পারছিলাম না। যেটা আমার দরকার ছিল। আশা করি, আরও কিছু ম্যাচ, আরও কিছু বল খেলতে পারলে আমি (নিজেকে) আরও আত্মবিশ্বাসী বোধ করব।’ সাকিবের কাছে তাঁর চোখের বর্তমান অবস্থা জানতে চাইলে তাঁর উত্তর ছিল এমন, ‘আমি জানি না, আমি কী সমস্যায় আছি। আমি নিজেও খোঁজার চেষ্টা করছি। এখন আমি যদি আমার দলের জয়ে অবদান রাখতে পারি, সেটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। সেটাই করার চেষ্টা করব।’

আরও পড়ুন

সাকিবের দল রংপুর অধিনায়ক নুরুল হাসান তাঁর তারকা অলরাউন্ডারকে ছন্দে ফিরতে দেখে স্বস্তিতে আছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘অবশ্যই সাকিব ভাইয়ের আজকের পারফরম্যান্সের জন্য অনেক খুশি, এটা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। উনি যেভাবে আসলে নিজেকে তৈরি করার চেষ্টা করছিলেন, ফিরে আসার জন্য যে নিবেদন ছিল...ওই জায়গা থেকে আমিও অনেকটা নির্ভার হলাম তাঁকে এভাবে খেলতে দেখে।’

ম্যাচসেরার পুরস্কার হাতে সাকিব
প্রথম আলো

সাকিব কয়েক সপ্তাহ ধরে সেরা ছন্দে ফেরার জন্য দলীয় অনুশীলনের বাইরেও ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন। নুরুল ও রংপুরের খেলোয়াড়েরা তা দেখেছেন খুব কাছ থেকে। সাকিবের এই ফেরার চেষ্টা রংপুরের জন্য এক বিরাট অনুপ্রেরণা হিসেবে দেখছেন নুরুল, ‘সাকিব ভাই যেভাবে দলের প্রতি নিবেদিত ছিলেন, নিজের প্রতি নিবেদিত ছিলেন, সেটাই সবচেয়ে বড় জিনিস। তিনি যেভাবে চেষ্টা করছিলেন, আলহামদুলিল্লাহ ভালো খেলছেন। দেখুন, এই সময়ে এসে আমার কাছে মনে হয়, সাকিব ভাইয়ের পাওয়ার কিছু নেই এখান থেকে। অনেক কিছু পেয়েছেন, উনি যেভাবে নিজেকে তৈরি করার জন্য চেষ্টা করছিলেন। ব্যক্তিগত অনুশীলন করছিলেন। আপনারা জানেন, উনি ভুগছিলেন কিছু কারণে। কিন্তু ফিরে আসার জন্য যেভাবে চেষ্টা করছিলেন, তা আমাদের কাছে অনেক বেশি অনুপ্রেরণার।’

আরও পড়ুন