মানুষ হিসেবে খেলোয়াড়দের বোঝা গম্ভীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, মনে করেন শাস্ত্রী
ভারতের নতুন প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে খেলোয়াড় ও তাঁদের মেজাজ বোঝা—এমন মনে করেন রবি শাস্ত্রী। ভারতের সাবেক প্রধান কোচ আরও বলেছেন, গম্ভীর সমসাময়িক বলে নতুন ভাবনা আনতে পারবেন।
চুক্তি নবায়ন না করায় টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ভারতের প্রধান কোচ হিসেবে মেয়াদ শেষ হয়ে গেছে রাহুল দ্রাবিড়ের। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন গম্ভীর। যিনি এই প্রথম সরাসরি কোনো দলের কোচের দায়িত্ব নিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল শুরু হবে ভারতের টি-টোয়েন্টি সিরিজ, যেটি হতে যাচ্ছে গম্ভীরের অধীনে প্রথম।
আইসিসি রিভিউ অনুষ্ঠানে ৪২ বছর বয়সী গম্ভীরকে নিয়ে শাস্ত্রী বলেছেন, ‘সে সমসাময়িক, আইপিএলে সদ্যই দারুণ একটি মৌসুম গেছে তার। আমার মনে হয় সে উপযুক্ত বয়সে আছে, সে তরুণ। নতুন ভাবনা আনবে। বিশেষ করে সাদা বলে সে বেশির ভাগ খেলোয়াড়কে জানে, আইপিএলে দলগুলোর অংশ ছিল বলে।’
সম্প্রতি কলকাতা নাইট রাইডার্সে সাফল্য পেয়েছেন গম্ভীর। যদিও আইপিএলের দলটির মেন্টর হিসেবেই ছিলেন সাবেক এ ব্যাটসম্যান। তবে খেলোয়াড়দের একসূত্রে গাঁথা, সুনীল নারাইনকে আবার ওপেনিংয়ে ফেরানো, হার্শিত রানার আত্মবিশ্বাস বাড়িয়ে দেওয়ার মতো ব্যাপারে কৃতিত্ব দেওয়া হচ্ছে গম্ভীরকে।
তবে ভারত জাতীয় দলকে সামলানো যে ভিন্ন ধরনের এক চ্যালেঞ্জ, সেটি জানা কথাই। শাস্ত্রী বলেছেন, ‘অবশ্যই খেলোয়াড় ব্যবস্থাপনা কোচ হিসেবে গুরুত্বপূর্ণ। সে কীভাবে এগোয়, সেটি দেখাটা চমকপ্রদ হবে। আমার মনে হয় তার অস্ত্র আছে, তার উপকরণ আছে এবং তার অভিজ্ঞতাও আছে।’
শাস্ত্রীর মতে, গম্ভীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে মানুষ হিসেবে তাঁর খেলোয়াড়দের বোঝা, তাঁদের মেজাজ বোঝা। শাস্ত্রী বলেন, ‘যত দ্রুত সম্ভব খেলোয়াড়দের বুঝতে পারাটাই ব্যাপার। তাদের শক্তির জায়গা কোনটি, তারা কেমন মানুষ এবং মেজাজ কেমন। তাদের ব্যক্তিত্ব কেমন। একজন মানুষকে বুঝতে পর্দার আড়ালে অনেক কিছুই করতে হয়।’
তবে সেই গুরুত্বপূর্ণ কাজেও গম্ভীরের ঝামেলা হবে না বলে মনে করেন বর্তমানে ধারাভাষ্যে ফিরে যাওয়া শাস্ত্রী, ‘আমার মনে হয় সেটিই তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে, যেটি তার জন্য সমস্যাও হবে না। কারণ সে সমসাময়িক। সে তাদের বাইরে থেকে দেখেছে, যারা কলকাতা ও লক্ষ্ণৌয়ের হয়ে খেলেছে তাদের সামলেছেও।’
সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজটি হবে এ সংস্করণের কোচ গম্ভীরের প্রথম। এরপর দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আরও দুটি টেস্ট আছে ভারতের। এরপর অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারত খেলবে পাঁচটি টেস্ট।
এদিকে ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গম্ভীরের কোচিং প্যানেলে যোগ দিয়েছেন নেদারল্যান্ডসের সাবেক অলরাউন্ডার রায়ান টেন ডেসকাটে। এ ব্যাপারে বিসিসিআই এখনো আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে, শ্রীলঙ্কায় জাতীয় দলের অনুশীলনে দেখা গেছে ডেসকাটেকে।
এর আগে কলকাতা নাইট রাইডার্সের কোচিং স্টাফেও ছিলেন ডেসকাটে। কলকাতায় গম্ভীরের অধিনায়কত্বে তিনি একসময় খেলেছেনও। ডেসকাটে ছাড়াও ভারত জাতীয় দলে গম্ভীরের সহকারী কোচ হিসেবে অভিষেক নায়ারও যোগ দিয়েছেন বলে জানাচ্ছে ভারতের সংবাদমাধ্যম। নায়ারও কলকাতায় গম্ভীরের সঙ্গে কাজ করেছেন। এ ব্যাপারেও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিসিআই। এদিকে বোলিং কোচ হিসেবে সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার মরনে মরকেলকে গম্ভীর চান বলেও সংবাদ প্রকাশিত হয়েছে।