সম্প্রচার শেষ ২৩ ফেব্রুয়ারি ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফি: সেঞ্চুরি করেই ভারতকে জেতালেন কোহলি

১৬: ৩১ , ফেব্রুয়ারি ২৩

রোমাঞ্চ ছড়িয়েই কোহলির সেঞ্চুরি

দলের জয় নিশ্চিতই ছিল। একমাত্র কৌতূহল ছিল কোহলির সেঞ্চুরি নিয়ে। একপর্যায়ে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ২ রান, আর সেঞ্চুরির জন্য কোহলির ৪। চার মেরেই দলের জয়ের সঙ্গে নিজের ৫১তম ওয়ানডে সেঞ্চুরিটা করে ফেলেন কোহলি।

দুবাইয়ে আজ শুরু থেকেই কোহলি ছিলেন দারুণ আত্মবিশ্বাসী। পাকিস্তানি বোলারদের খেলেছেন সাবলীলভাবে। লক্ষ্য খুব একটা বড় না হওয়ায় তেমন কোনো ঝুঁকিও নেননি। মাঝে শ্রেয়াস আইয়ারের সঙ্গে গড়েছেন ১১৪ রানের দারুণ এক জুটিও। এর মধ্যে গড়েছেন দ্রুততম ১৪ হাজার ওয়ানডে রানের দারুণ এক রেকর্ডও। ২৮৭ ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছেন কোহলি।

১৬: ১৮ , ফেব্রুয়ারি ২৩

পাকিস্তানকে ৬ উইকেটে হারাল ভারত 

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে ভারত। আজ দুবাইয়ে ৬ উইকেটের জয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালও নিশ্চিত করল রোহিত শর্মার দল। ভারতের জয়ে দারুণ এক সেঞ্চুরি করেছেন কোহলি। অন্য দিকে টানা দুই ম্যাচ হেরে বিদায়ের শঙ্কায় এখন স্বাগতিক পাকিস্তান।

১৬: ০৭ , ফেব্রুয়ারি ২৩

শাহিন ফেরালেন পান্ডিয়াকে

ভারত: ৪০ ওভারে ২২৩/৪

আইয়ারের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারলেন না হার্দিক পান্ডিয়াও। ফিরে গেছেন ৮ রান করে। ভারতের এখন জয়ের জন্য প্রয়োজন ৬০ বলে ১৯। কোহলি অপরাজিত আছেন ৮৭ রানে।

১৬: ০১ , ফেব্রুয়ারি ২৩

ফিরলেন আইয়ার 

ভারত: ৩৮.৫ ওভারে ২১৫/৩

অবশেষে ভাঙল কোহলি–আইয়ারের ১১৪ রানের জুটি। খুশদিলের বলে দারুণ এক ক্যাচ নিয়ে আইয়ারকে বিদায় করেছেন ইমাম। ৬৭ বলে ৫৬ রান করেছেন আইয়ার।

১৫: ৫০ , ফেব্রুয়ারি ২৩

ভারতের ২০০, আইয়ারের ৫০

ভারত: ৩৬.৫ ওভারে ২০১/২

কোহলি–আইয়ার জুটির দারুণ ব্যাটিংয়ে ২০০ পেরিয়ে গেছে ভারত। এর মধ্যে নিজের ফিফটি তুলে নিয়েছেন আইয়ার। আর কোহলি অপরাজিত আছেন ৮১ রানে।

কোহলি–আইয়ারের দারুণ জুটি
এএফপি
১৫: ৪৪ , ফেব্রুয়ারি ২৩

জয়ের কাছে ভারত

ভারত: ৩৫ ওভারে ১৮৯/২

কোহলি–আইয়ার জুটিতে জয় থেকে মাত্র ৫৩ রান দূরে দাঁড়িয়ে ভারত। কোহলি ৭১ ও আইয়ার অপরাজিত আছেন ৪৮ রানে।

১৫: ২৫ , ফেব্রুয়ারি ২৩

জীবন পেলেন আইয়ার

ভারত: ৩০ ওভারে ১৬০/২

খুশদিলের বলে জীবন পেয়েছেন শ্রেয়াস আইয়ার। মিড উইকেটে ক্যাচ ফেলেছেন সৌদ শাকিল।

১৫: ১১ , ফেব্রুয়ারি ২৩

কোহলির ফিফটি

ভারত ২৬.২ ওভারে ১৩৩/২

পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেই ছন্দে ফিরেছেন ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ৭৪তম ফিফটি।

১৪: ৪০ , ফেব্রুয়ারি ২৩

ফিরলেন গিল

ভারত: ১৮ ওভারে ১০২/২

৫০ হলো না গিলের। খেলছিলেন দারুণ, ৩৫ রানে জীবনও পেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইনিংসটাকে খুব বড় করতে পারলেন না। আবরার আহমেদের দুর্দান্ত এক বলে বোল্ড হয়ে গেলেন ৫২ বলে ৪৬ রান করে।

১৪: ৩৭ , ফেব্রুয়ারি ২৩

সহজেই ১০০ পার ভারতের

অধিনায়ক রোহিত শর্মা ফিরে গেছেন পঞ্চম ওভারেই। কিন্তু সেটার কোচ আঁচ লাগেনি ভারতের ইনিংসে। শুবমান গিল আর বিরাট কোহলি মিলে খুব স্বছন্দেই ১০০ পার করে দিলেন দলের রান। দুজনেই খেলছেন দারুণ। ৩৫ রানে খুশদিলের হাতে জীবন পাওয়া গিল ব্যাট করছেন ৪৬ রানে, বলে খেলেছেন ৫০টি, মেরেছেন ৭টি চার।

অন্যপ্রান্তে কোহলি ৩৮ বলে ৩১ রান করার পথে পেরিয়ে গেছেন ওয়ানডেতে ইনিংসের হিসেব দ্রুততম ১৪ হাজার রানের মাইলফলক। আপাতত ম্যাচ একেবারে ভারতের হাতের মুঠোয়। পাকিস্তানি বোলাররা অবিশ্বাস্য কিছু করতে না পারলে এই ম্যাচ হেসেখেলেই জিততে যাচ্ছে ভারত।

১৪: ২৪ , ফেব্রুয়ারি ২৩

কোহলির মাইলফলক

একই দিনে দুটি মাইলফলকে পৌঁছালেন বিরাট কোহলি। ওয়ানডেতে ভারতের হয়ে ফিল্ডারদের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড এখন কোহলির। ফিল্ডিংয়ের সময় ৪৭তম ওভারে নাসিম শাহর ক্যাচ নিয়ে সাবেক ভারত অধিনায়ক আজহারউদ্দিনকে (১৫৬ ক্যাচ) টপকে যান কোহলি। পরে শেষ ওভারে খুশদিলের ক্যাচ। ওয়ানডেতে এখন কোহলির ক্যাচ ১৫৮টি।

এর পর ব্যাট করতে নেমে টেন্ডুলকারকে ছাড়িয়ে ওয়ানডেতে দ্রুততম ১৪ হাজার রানের রেকর্ডও গড়েছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। ১৩তম ওভারের দ্বিতীয় বলে হারিস রউফকে চার মেরে কোহলি পেরিয়ে যান ১৪ হাজার রানের মাইলফলক।

টেন্ডুলকার ১৪ হাজারা ছুঁয়েছিলেন ৩৫০ ইনিংসে। কোহলির লাগল ২৮৭ ইনিংস।

১৪: ১৪ , ফেব্রুয়ারি ২৩

গিলের ক্যাচ ফেললেন খুশদিল

গিলের ক্যাচটা একেবারে হাতে এসে পড়েছিল খুশদিলের। কিন্তু রাখতে পারলেন না। হতাশ বোলার হারিস রউফ। ১১তম ওভারের চতুর্থ বলের ঘটনা। কে জানে এই ক্যাচ মিসের কত বড় খেসারত দিতে হয় পাকিস্তানকে!

১৪: ০৯ , ফেব্রুয়ারি ২৩

দারুণ শুরু ভারতের

ভারত: ১০ ওভারে ৬৪/১

অধিনায়ক রোহিত শর্মাকে পঞ্চম ওভারেই হারালেও সেটার কোনো ছাপ পড়েনি ভারতের ইনিংসে। ২৪২ রানের লক্ষ্যে দারুণ শুরুই পেয়েছে ভারত। অন্য ওপেনার শুবমান গিল আছেন ক্রিজে, খেলছেন চোখ জুড়ানো সব শট। ৩৫ বলে ৩৫ রান হয়ে গেছে তাঁর।

একটু আগেই ক্রিজে আসা বিরাট কোহলি আজও খেলছেন কিছুটা দেখেশুনে।

১৩: ৪৬ , ফেব্রুয়ারি ২৩

আফ্রিদির শিকার রোহিত

ভারত: ৫ ওভারে ৩১/১

পঞ্চম ওভারে এসে প্রথম ধাক্কা খেল ভারত। পঞ্চম বলে শাহিন শাহ আফ্রিদিকে চার মেরেছিলেন রোহিত। পরের বলেই আফ্রিদি দিলেন দারুণ জবাব। দুর্দান্ত এক বলে এলোমেলো করে দিলেন রোহিতের স্টাম্প। ১৫ বলে ২০ রান করে ফিরলেন ভারত অধিনায়ক।

১৩: ৪০ , ফেব্রুয়ারি ২৩

ভালো শুরু রোহিত-গিলের

ভারত: ৪ ওভারে ২৬/০

২৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে বেশ ভালো শুরুই পেয়েছে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও শুবমান গিল খেলছেন বেশ স্বছন্দে। শাহিন শাহ আফ্রিদি বা নাসিম শাহ এখন পর্যন্ত কোনো ঝামেলায় ফেলতে পারেননি দুজনের কাউকেই। ৪ ওভারেই ২৬ রান তুলে ফেলেছে ভারত।

১২: ৫৫ , ফেব্রুয়ারি ২৩

সহজ লক্ষ্যই পেল ভারত

২৪১, এই রান নিয়েও পাকিস্তান জিততে পারে। অনিশ্চয়তার ক্রিকেটে সেটা অসম্ভব কিছু না। তবে আপাতত যা মনে হচ্ছে, ভারতের জন্য ২৪২ খুব কঠিন লক্ষ্য হওয়ার কথা না।

অথচ ম্যাচের শুরুটা খুব খারাপ হয়নি পাকিস্তানের। বাবর-ইমাম মিলে ৪১ রানের জুটি গড়েছিলেন ওপেনিংয়ে। ৯ম ওভারের দ্বিতীয় বলে বাবর হার্দিক পান্ডিয়ার শিকার হয়ে ফেরার পর ইমামের এক আত্মঘাতী রান আউট! এরপর অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল মিলে বড় কিছুর আশাই দেখাচ্ছিলেন পাকিস্তানকে। কিন্তু দুজনের ১৪৪ বলে ১০৪ রানের জুটি ভাঙ্গার পরই পথ হারায় পাকিস্তান। ৭৬ বলে ৫ চারে ৬২ রান করেন সাকিল। রিজওয়ান ৪৬ রান করেন ৭৭ বলে।

রিজওয়ান-শাকিল ও তৈয়বকে পরপর হারিয়ে একটা বড় ধাক্কা খায় পাকিস্তান। সেটা আসলে আর সামাল দিতে পারেনি তারা। শেষ দিকে খুশদিল শাহর চেষ্টায় মূলত আড়াই শর কাছাকাছি যায় পাকিস্তানের রান।

ভারতের হয়ে ৩টি উইকেট নিয়েছেন কুলদীপ যাদব, ২টি হার্দিক পান্ডিয়া। ১টি করে উইকেট হর্ষিত রানা, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজার।

১২: ৫৩ , ফেব্রুয়ারি ২৩

২৪১ রানেই শেষ পাকিস্তান

তিনি ব্যাট করতে নামার পর ওপাশ থেকে একের পর এক উইকেট পড়েছে। তবে খুশদিল শাহ বেশ কিছুক্ষণ চেষ্টা করে গেছেন। তবে পারলেন না শেষ পর্যন্ত। ৫০তম ওভারের চতুর্থ বলে আউট হয়ে গেলেন হর্ষিত রানাকে মারতে গিয়ে, ক্যাচ নিয়েছেন বিরাট কোহলি।

পাকিস্তান অল আউট হয়ে গেল ২৪১ রানে। খুশদিল করেছেন ৩৯ বলে ৩৮ রান।

১২: ২৯ , ফেব্রুয়ারি ২৩
নাসিম শাহর ক্যাচ নিচ্ছেন কোহলি
এএফপি

পাকিস্তানের আশা খুশদিল

পাকিস্তান ৪৭ ওভারে ২২২/৮

১৬ বলে ১৪ রান করে কুলদীপ যাদবের তৃতীয় শিকার নাসিম শাহ।

পিচ রিপোর্টে সুনীল গাভাস্কার বলেছিলেন, এ উইকেটে ২৭০ রান হলে ভালো লড়াই হবে। তবে আপাতত পাকিস্তানের ইনিংস দেখে মনে হচ্ছে, সেই রানটা করাও কঠিন হয়ে যাবে তাদের জন্য। শেষ ভরসা হয়ে টিকে আছেন অলরাউন্ডার খুশদিল শাহ। আপাতত ২৮ বলে ২৭ রানে ব্যাট করছেন খুশদিল।

১২: ২১ , ফেব্রুয়ারি ২৩

রান বাড়ানোর চেষ্টায় ফিরলেন সালমান, সঙ্গী আফ্রিদিও

পাকিস্তান ৪৩ ওভারে ২০০/৭

খুশদিলের সঙ্গে মিলে ৩৯ বলে ৩৫ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দিয়েছিলেন সালমান আগা। কিন্তু রান বাড়ানোর চেষ্টায় ফিরতে হলো সামলানকে। কুলদীপ যাদবকে মারতে গিয়ে ক্যাচ দিলেন রবীন্দ্র জাদেজার হাতে।

পরের বলেই তাঁর সঙ্গী হলেন শাহিন শাহ আফ্রিদি। এলবিডব্লু হয়েছেন তিনি।

১২: ১৩ , ফেব্রুয়ারি ২৩

সালমান-খুশদিলের ব্যাটে আশা পাকিস্তানের

পাকিস্তান ৪২ ওভারে ১৯৭/৫

পরপর ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপদেই পড়েছিল পাকিস্তান। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করছেন আগা সালমান ও খুশদিল শাহ। দুজনের মিলে এরই মধ্যে ৩১ বলে ৩৩ রানের জুটিও গড়েছেন। দেখা যাক, এই জুটি পাকিস্তানকে কত দূর নিয়ে যেতে পারে।

১১: ৫৭ , ফেব্রুয়ারি ২৩

ফিরলেন শাকিল-তাহিরও

পাকিস্তান ৩৭ ওভারে ১৬৭/৫

১৪৪ বলে ১০৪ রানের জুটি গড়েছিলেন দুজন মিলে। মোহাম্মদ রিজওয়ানের আউটে সেই জুটি ভাঙ্গার পর বেশিক্ষণ টিকলেন না সৌদ শাকিলও। হার্দিক পান্ডিয়ার করা ৩৫তম ওভারের পঞ্চম বলে মিড উইকেটে অক্ষর প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন শাকিল। ৭৬ বলে ৫ চারে ৬২ রান করেছেন শাকিল।

একটু পরেই ৩৭তম ওভারের প্রথম বলে রবীন্দ্র জাদেজাকে খেলতে গিয়ে লাইন ভুল করে বোল্ড হয়ে গেলেন তৈয়ব তাহির।

ইনিংস মেরামতের কাজে নামতে হবে সালমান আগা ও খুশদিল শাহকে।

১১: ৪১ , ফেব্রুয়ারি ২৩

ফিরে গেলেন রিজওয়ানরা

পাকিস্তান ৩৩.২ ওভারে ১৫১/৩

হার্দিক পান্ডিয়ার করা ওভারের শেষ বলটিতে ক্যাচ তুলেছিলেন রিজওয়ান। কিন্তু হর্ষিত রানা ক্যাচটি নিতে পারেননি। দুই রান নেন রিজওয়ান। পরের ওভারে অক্ষর প্যাটেলের প্রথম বলটি থেকে ১ রান নেন শাকিল। পরের বলটিতে মুখোমুখি হন রিজওয়ান। কিন্তু বোল্ড হয়ে ফেরেন পাকিস্তানের অধিনায়ক।

১১: ২৪ , ফেব্রুয়ারি ২৩

৯০ রানের অবিচ্ছিন্ন জুটি রিজওয়ান–শাকিলের

পাকিস্তান ৩১ ওভারে ১৩৭/২

দ্রুত দুই উইকেট পড়ে যাওয়ার পর দেখেশুনে খেলে ইনিংস মেরামতের দিকে নজর দিয়েছিলেন রিজওয়ান ও শাকিল। এবার তাঁরা মনোযোগ দিয়েছেন রান বাড়ানোর দিকে। সেই লক্ষ্যে খেলতে গিয়ে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি পেয়েছেন শাকিল, রিজওয়ানও এগিয়ে যাচ্ছেন ফিফটির দিকে (৪১*)।

১১: ০৩ , ফেব্রুয়ারি ২৩

১০০ পার পাকিস্তানের

পাকিস্তান ২৬ ওভারে ১০৭/২

রিজওয়ান ও শাকিলের অবিচ্ছিন্ন ৬০ রানের জুটিতে ১০০ রান পার করেছে পাকিস্তান।

১০: ৫৪ , ফেব্রুয়ারি ২৩

৪৩*

পাকিস্তান ২৩ ওভারে ৯০/২

বাবর ও ইমামকে টানা দুই ওভারে হারানোর পর ৪৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন রিজওয়ান ও শাকিল। যদিও খুব ধীরগতিতে এগোচ্ছে এই জুটি। ৪৩ রান তুলতে তারা খেলেছে ৮২ বল।

১০: ২৩ , ফেব্রুয়ারি ২৩

৩২ বল পর 

অক্ষরের বলে স্কুপ করে নিজের ইনিংসের প্রথম বাউন্ডারি পেলেন সৌদ শাকিল। পাকিস্তানের এই বাউন্ডারিটি এসেছে ৩২ বল পর।

১০: ১৪ , ফেব্রুয়ারি ২৩

চাপে পাকিস্তান

পাকিস্তান ১৪ ওভারে ৬১/২

টানা দুই ওভারে ২ উইকেট হারানোর পর থেকে চাপে পড়েছে পাকিস্তান। সর্বশেষ ৪ ওভারে রান উঠেছে মাত্র ৯।

০৯: ৫২ , ফেব্রুয়ারি ২৩

রানআউট ইমাম

পাকিস্তান ১০ ওভারে ৫২/২

প্রান্ত বদল করতে একটু বেশিই উন্মুখ ছিলেন ইমাম। কুলদীপ যাদবের বলে মিডঅনে ঠেলে ১ রান নিতে চেয়েছিলেন, তবে অক্ষর প্যাটেলের সরাসরি থ্রোতে রানআউট হয়ে ফিরেন গেলেন ইমাম। দলে ফেরার ম্যাচে ২৬ বলে ইমাম করেছেন ১০ রান।

আরও পড়ুন
০৯: ৪৪ , ফেব্রুয়ারি ২৩

ফিরলেন বাবর

পাকিস্তান ৯ ওভারে ৪৭/১

স্বচ্ছন্দেই খেলছিলেন বাবর। হার্দিকের করা নবম ওভারের প্রথম বলটিতে ড্রাইভ করে মেরেছিলেন বাউন্ডারি। তবে ওভারের দ্বিতীয় বলে আবার ড্রাইভ করতে গেলে উইকেটকিপার রাহুলের হাতে ক্যাচ দিলেন বাবর। বাবর ২৬ বলে ফিরেছেন ২৩ রান করে। উইকেটে এসেছেন সৌদ শাকিল।

০৯: ৩৮ , ফেব্রুয়ারি ২৩

রেকর্ড

ভারতের প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে এক ওভারে ৫টি ওয়াইড দিয়েছেন মোহাম্মদ শামি
০৯: ৩১ , ফেব্রুয়ারি ২৩

সাবধানী শুরু

পাকিস্তান ৬ ওভারে ২৬/০

নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান প্রথম ১০ ওভারে রান তুলেছিল মাত্র ২২। আজ ভারতের বিপক্ষে সেই তুলনায় ভালো শুরু পেয়েছে পাকিস্তান। প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে দলটি তুলেছে ২৬ রান।

০৯: ০২ , ফেব্রুয়ারি ২৩

ওপেনিংয়ে দুই বন্ধু

পাকিস্তান ৩ ওভারে ১৪/০

চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান দলে ছিলেন না। ফখর জামান চোটে পড়লে দলে সুযোগ পেয়েছেন ইমাম–উল–হক। দলে ফিরেই ভারতের বিপক্ষে খেলতে হলো ম্যাচের প্রথম বলটিই। ওপেনিংয়ে তাঁর সঙ্গী সবচেয়ে কাছের বন্ধু বাবর আজম। প্রথম ওভার শেষে এসেছে ৬ রান, মোহাম্মদ শামি ওয়াইডই দিয়েছেন ৫টি। পরের ২ ওভারে দেখেশুনে খেলে দুই ওপেনার তুলেছেন ৮ রান।

দুই দেশের দর্শকদের উল্লাস
এএফপি
০৮: ৫৬ , ফেব্রুয়ারি ২৩

টানা টস হারের বিশ্ব রেকর্ড

২০২৩ বিশ্বকাপ ফাইনালের পর থেকে এ পর্যন্ত টানা ১২ ম্যাচে টস হারল ভারত। ওয়ানডেতে কোনো দলের টানা টস হারের বিশ্ব রেকর্ড এটি।

০৮: ৪৪ , ফেব্রুয়ারি ২৩

মাঠে বুমরা

মাঠে যশপ্রীত বুমরা
আইসিসি

ম্যাচের আগে মাঠে দুই দলের খেলোয়াড়েরা গা গরমের সময় হঠাৎ দেখা গেল যশপ্রীত বুমরাকে। চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা না পাওয়া এই ভারতীয় পেস বোলার এসেছেন সতীর্থদের উৎসাহ দিতে। তাঁর উপস্থিতি নিশ্চয়ই প্রেরণা দেবে ভারতীয় খেলোয়াড়দের।

০৮: ৪২ , ফেব্রুয়ারি ২৩

কেমন কন্ডিশন

গুগোল বলছে, দুবাইয়ের তাপমাত্রা এখন ৩০ ডিগ্রি। তবে ধারাভাষ্যকাররা বলেছেন, গরম এর চেয়ে একটু বেশিই অনুভূত হচ্ছে। মাঠে ঝলমলে রোদ। পিচ রিপোর্টে সুনীল গাভাস্কার ও ইয়ান বিশপ একমত হয়েছেন, ২৭০ এর মতো স্কোর হলে এ মাঠে লড়াই করা যাবে।

০৮: ৩৫ , ফেব্রুয়ারি ২৩

টসে জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

টস জিতেছেন পাকিস্তান অধিনায়ক রিজওয়ান আহমেদ। আগে ব্যাট করবে তাঁর দল। ফখর জামানের জায়গায় একাদশে এসেছেন ইমাম-উল-হক।

একাদশে জায়গা পেয়েছেন ইমাম-উল-হক
এএফপি

পাকিস্তান দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আগা সালমান, বাবর আজম, ইমাম-উল-হক, তৈয়ব তাহির, সৌদ শাকিল, খুশদিল শাহ, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচের জয়ী একাদশটাই অপরিবর্তিত রেখেছে ভারত।

ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল (সহ-অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা

০৮: ২৯ , ফেব্রুয়ারি ২৩

মহারণের অপেক্ষা

চ্যাম্পিয়নস ট্রফির সবচেয়ে কাঙ্খিত ম্যাচ এটি। মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।

প্রথম আলোতে ম্যাচের সরাসরি ধারাবিবরণীতে স্বাগত সবাইকে।