লিভারপুল চায়, সালাহ কী চান
ক্লিনটন মরিসন আয়ারল্যান্ডের হয়ে খেলেছেন। সাবেক এই ফরোয়ার্ড ছিলেন ২০০২ বিশ্বকাপ দলেও। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন ক্রিস্টাল প্যালেস ও বার্মিংহাম সিটিতে। স্কাই স্পোর্টসের ফুটবলপণ্ডিত হিসেবে তাঁকে মাঝেমধ্যে বিশেষজ্ঞ মতামত দিতে দেখা যায়। ইংলিশ প্রিমিয়ার লিগের গত সপ্তাহান্তের ম্যাচগুলো শেষে মরিসন বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি আগামী মৌসুমে মোহাম্মদ সালাহকে লিভারপুলে দেখেন না। এমন কথার কারণও মোটামুটি সবার জানাই।
গত শনিবার ওয়েস্ট হামের মাঠে লিভারপুলের ২-২ গোলে ড্র ম্যাচে ডাগআউটে কোচ ইয়ুর্গেন ক্লপ ও সালাহর মধ্যে ঝামেলা হয়। ম্যাচ শেষে সালাহর কাছে এ বিষয়ে সংবাদকর্মীরা জানতে চাইলে তিনি বলেছেন, ‘আমি যদি আজ কথা বলি, তাহলে আগুন লেগে যাবে।’
ব্যাপারটা এরপর আর বেশি ডালপালা না মেললেও এটা পরিষ্কার যে, কোনো একটি গড়বড় অবশ্যই আছে। আর সে কারণেই মিসরীয় ফরোয়ার্ড আগামী মৌসুমে লিভারপুলে থাকবেন কি না, তা নিয়ে গুঞ্জন চলছে। যুক্তরাষ্ট্রের খেলাধুলাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ অবশ্য লিভারপুল সমর্থকদের জন্য ইতিবাচক খবরই জানিয়েছে। তাদের দাবি, লিভারপুল প্রত্যাশা করে সালাহ আগামী মৌসুমেও অ্যানফিল্ডে থাকবেন। তাঁকে কেন্দ্র করেই আগামী মৌসুমের পরিকল্পনা সাজাচ্ছে লিভারপুল।
লিভারপুলের সঙ্গে সালাহর বর্তমান চুক্তির মেয়াদ ফুরোবে ২০২৫ সালে। যদিও গুঞ্জন আছে, সালাহ চলতি মৌসুম শেষেই লিভারপুল ছাড়বেন। টটেনহাম হটস্পার ও ওয়েস্ট হামে খেলা মিসরের সাবেক ফরোয়ার্ড মিডো গত ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছিলেন, ২০২৩-২৪ মৌসুম শেষেই সালাহ লিভারপুল ছাড়বেন, ‘মোহাম্মদ সালাহ আগামী মৌসুমে সৌদি লিগে খেলবে। চুক্তি সই হয়েছে।’
কিন্তু ‘দ্য অ্যাথলেটিক’ দাবি করেছে, সালাহ ক্লাব ছাড়ার স্পষ্ট কোনো ইঙ্গিত দেননি লিভারপুলকে। ব্যাপারটি লিভারপুলের ইচ্ছার সঙ্গেও মিলে যায়। সালাহ লিভারপুলে চলতি মৌসুম শেষেও থাকবেন, এমন প্রত্যাশা করার দলও কিন্তু ভারি। যদিও সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদের সঙ্গে জড়িয়ে সালাহর নামটা শোনা যাচ্ছে গত বছর থেকেই। তবে সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ মনে করছে, সালাহ অন্তত আরও এক মৌসুম লিভারপুলে থাকতে চান। তাঁকে রোমা থেকে লিভারপুলে নিয়ে আসা কোচ ক্লপ অবশ্য মৌসুম শেষেই অ্যানফিল্ড ছাড়বেন।
‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, লিভারপুলে সালাহ চুক্তির মেয়াদ না বাড়ালে কিংবা অন্য কোথাও প্রতিশ্রুতিবদ্ধ না হলে ২০২৫ সালে সৌদি প্রো লিগ আবারও সালাহর প্রতি মনোযোগ ফেরাবে। তখন তাঁর বয়স হবে ৩৩ বছর এবং ‘ফ্রি’ ট্রান্সফারেই তাঁকে পাওয়া যেতে পারে। রিচার্ড হিউজ লিভারপুলে ক্রীড়া পরিচালক হিসেবে যোগ দেওয়ার পর সালাহর ব্যাপারটি দেখভাল করবেন বলে জানিয়েছে ‘দ্য অ্যাথলেটিক।’ পাশাপাশি এসব বিষয়ে সিদ্ধান্তও নেওয়া হবে আর্নি স্লট ক্লপের স্থলাভিষিক্ত হওয়ার পর।