২৫০ রানের বেশি করতে পারবেন নিগাররা, বিশ্বাস কোচের
নারী দলের প্রধান কোচ হিসেবে সরোয়ার ইমরানের যাত্রা শুরু হচ্ছে বিশ্বকাপ বাছাই দিয়ে। এই টুর্নামেন্ট খেলতে আজ বাংলাদেশ দল পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছে। এর আগে গত ২২ মার্চ থেকে মিরপুরে চলেছে দিন দশেকের প্রস্তুতি।
বাছাইপর্বে বাংলাদেশকে সব কটি ম্যাচই খেলতে হবে লাহোরে। পাকিস্তানের উইকেট সাধারণত ব্যাটিং–সহায়ক। তেমন কিছুর জন্য বাংলাদেশ প্রস্তুতি নিয়েছে বলে বিমানবন্দরে জানালেন প্রধান কোচ সরোয়ার, ‘আমরা এ ব্যাপারে ওয়াকিবহাল। আমরা সেভাবেই ক্যাম্পে স্পেসিফিক কাজগুলো করেছি, ব্যাটিং উইকেটে কীভাবে বোলিং-ব্যাটিং করতে হবে, স্ট্রাইক রেট কেমন হবে। সবকিছুই ওভাবে অনুশীলন করেছি।’
কেমন রান হতে পারে—এ সম্পর্কেও একটি ধারণা দিয়ে রাখলেন তিনি, ‘যদি ব্যাটিং উইকেট হয়, তাহলে ২৫০ প্লাস হবে। আমি আশা রাখি, ব্যাটসম্যানরা করতে সক্ষম হবে।’
এ বছরের শেষ দিকে হতে যাওয়া ৮ দলের বিশ্বকাপে দুটি জায়গা এখনো ফাঁকা। ৯ এপ্রিল থেকে এ দুটি জায়গার জন্য লড়াইয়ে নামবে বাংলাদেশ, আয়ারল্যান্ড, পাকিস্তান, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। রাউন্ড রবিন পদ্ধতির টুর্নামেন্টে সেরা দুই দল চলে যাবে বিশ্বকাপে।
৯ এপ্রিল শুরু হওয়া এই বাছাইপর্বে বাংলাদেশ মাঠে নামবে পরের দিন, প্রথম ম্যাচে প্রতিপক্ষ থাইল্যান্ড। এরপর ১৩ এপ্রিল আয়াল্যান্ড, ১৫ এপ্রিল স্কটল্যান্ড, ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলবেন নিগাররা।
সব কটি ম্যাচ জেতার লক্ষ্যের কথাই জানালেন নারী দলের প্রধান কোচ, ‘ওখানে আমাদের পাঁচটি ম্যাচ আছে। আমরা একটি একটি করে সব কটি জিততে চাই। দুটি শক্তিশালী দল আছে আমাদের সঙ্গে, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। বাকিদেরও ছোট করে দেখতে চাই না। আমরা সবার সঙ্গে লড়াই করে একটির পর একটি ম্যাচ জিতে কোয়ালিফাই করতে চাই।’