সরাসরি

পার্থ টেস্ট: টানা দুই বলে খাজা ও স্মিথকে ফেরালেন বুমরা

০৮: ২৯

ফিরলেন হেডও

হারশিত রানার দারুণ এক বলে বোল্ড হয়ে গেলেন ট্রাভিস হেড। ৩১ রান করতেই অস্ট্রেলিয়া হারাল চতুর্থ উইকেট।

০৮: ০৫

বুমরার বলে ‘গোল্ডেন ডাক’ স্মিথ

সামনে থেকে নেতৃত্ব দেওয়া যাকে বলে, বল হাতে সেটিই করছেন যশপ্রীত বুমরা। ভারত অধিনায়ক টানা দুই বলে ফিরিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা ও তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথকে। হ্যাটট্রিকও পেতে পারতেন, যদি ট্রাভিস হেডের প্যাডে লাগা বলটি লেগ স্টাম্পের দিকে না থাকত।

আগেই ম্যাকসুয়েনিকে তুলে নেওয়া বুমরা নিজের চতুর্থ ওভারের চতুর্থ বলে খাজাকে ফিরিয়েছেন স্লিপে কোহলির ক্যাচ বানিয়ে (১৯ বলে ৮ রান)। ঠিক পরের বলেই স্টিভেন স্মিথ আটকা এলবিডব্লুতে। এমনই যে, রিভিউ নেওয়ার পথে হাঁটেননি অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক।

পরপর দুই বলে উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ১৯। উইকেটে লাবুশেনের সঙ্গে আছেন ট্রাভিস হেড।

০৭: ৫১

লাবুশেনকে ‘জীবন’ দিলেন কোহলি

হাতের ক্যাচ মাটিতে!

মারনাস লাবুশেন এসে যশপ্রীত বুমরার করা তৃতীয় ওভারে কেবল একটি বল খেলেছেন। পরের বলেই (ওভারের পঞ্চম) দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়েছিলেন লাবুশেন। নিচু হয়ে স্লিপে যাওয়া বলটি হাতেও পেয়েছিলেন কোহলি। কিন্তু রাখতে পারেননি। বুমরা উল্লাস করে উঠলেও কোহলিই ইশারায় বুঝিয়েছেন, ক্যাচটি তিনি নিতে পারেননি।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩ ওভার শেষে ১ উইকেটে ১৪।

০৭: ৪৫

অস্ট্রেলিয়ার প্রথম উইকেট নিলেন বুমরা

অভিষিক্ত নাথান ম্যাকসুয়েনিকে ফিরিয়ে ভারতকে প্রথম উইকেট এনে দিয়েছেন যশপ্রীত বুমরা। প্রথম ওভারে বুমরাকে এবং দ্বিতীয় ওভারে মোহাম্মদ সিরাজকে চার মেরে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন ম্যাকসুয়েনি।

তবে বুমরার দ্বিতীয় ওভারের তৃতীয় বলে এলবিডব্লুর ফাঁদে পড়েছেন এই ডানহাতি। মাঠের আম্পায়ার অবশ্য আউট দেননি। রিভিউ নিয়ে ম্যাকসুয়েনির উইকেট নিশ্চিত করেছে ভারত। অভিষেকে অস্ট্রেলিয়ার এই ওপেনার ফিরেছেন ১৩ বলে ১০ রান করে।

অস্ট্রেলিয়া প্রথম উইকেট হারাল ১৪ রানে। উইকেটে উসমান খাজার সঙ্গে এসে যোগ দিয়েছেন মারনাস লাবুশেন।

০৭: ১২

১৫০ রানে থামল ভারতের প্রথম ইনিংস

ভারত প্রথম ইনিংস: ৪৯.৪ ওভারে ১৫০ (নীতিশ ৪১, পন্ত ৩৭, রাহুল ২৬, জুরেল ১১; হ্যাজলউড ৪/২৯, মার্শ ২/১২, স্টার্ক ২/১৪, কামিন্স ২/৬৭)।
দুই সেশনের মধ্যে ভারতকে অলআউট করে দেওয়ার আনন্দ অস্ট্রেলিয়ার
এএফপি

পুরো দুই সেশনও টিকল না ভারতের প্রথম ইনিংস। বোর্ডার–গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের প্রথম দিনে চা বিরতির আগে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে ১৫০ রানে

শেষ ব্যাটসম্যান হিসেবে প্যাট কামিন্সের বলে উসমান খাজার হাতে ক্যাচ হয়েছেন নীতিশ রেড্ডি। অভিষিক্ত রেড্ডির করা ৪১ রানই ভারতের ইনিংসের সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান এসেছে ঋষভ পন্তের ব্যাট থেকে। ভারতের দেড় শ রানের ইনিংসে সবচেয়ে বড় জুটিটাও (৪৮) গড়েছেন এ দুজনই।

সপ্তম উইকেটে নীতিশ–ঋষভ জুটি বাঁধার আগে ৭৩ রানেই ৬ উইকেট হারিয়েছিল ভারত। দিনের প্রথম ঘণ্টার মধ্যেই ভারত হারায় যশস্বী জয়সোয়াল ও দেবদূত পাডিক্কালের উইকেট। দুজনই ফেরেন শূন্য হাতে। লাঞ্চ বিরতির আগে হতাশা জাগিয়ে ফেরেন বিরাট কোহলি (৫) আর লোকেশ রাহুলও (২৬)।

৪ উইকেটে ৫১ রান নিয়ে দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমে ভারত ২৪.৪ ওভারে বাকি ৬ উইকেটে যোগ করেছে আরও ৯৯ রান

অস্ট্রেলিয়ার হয়ে ২৯ রানে ৪ উইকেট নিয়েছেন জশ হ্যাজলউড, যার মধ্যে আছে কোহলির উইকেটও। দুটি করে উইকেট নিয়েছেন অন্য তিন পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শ। অফ স্পিনার নাথান লায়ন ৫ ওভার হাত ঘুরিয়ে উইকেটশূন্য।

ভারতের অলআউটের সঙ্গে চা বিরতি দেওয়া হয়েছে।

০৭: ০৭

হ্যাজলউডের চতুর্থ শিকার বুমরা

দুই বল আগেই এলোপাতাড়ি খেলতে গিয়ে উইকেটকিপারের মাথার ওপর দিয়ে হ্যাজলউডকে ছক্কা মেরেছেন যশপ্রীত বুমরা।

তবে ওভারের শেষ বলে আর পেরে উঠলেন না ভারত অধিনায়ক। ৮ বলে ৮ রান করে উইকেটকিপার ক্যারির হাতে ক্যাচ দিয়েছেন বুমরা। ১৪৪ রানে পড়ল ভারতের নবম উইকেট। হ্যাজলউড পেলেন নিজের চতুর্থ উইকেট।

৪ উইকেট নিয়েছেন জশ হ্যাজলউড
এএফপি
০৬: ৫৫

ম্যাকসুয়েনি–লাবুশেনের ‘যৌথ ক্যাচ’!

হর্ষিত রানা ফিরলেন জশ হ্যাজলউডের তৃতীয় শিকার হয়ে। তবে উইকেটটা হ্যাজলউডের হলেও আসল কৃতিত্বটা প্রাপ্য দুই ফিল্ডার নাথান ম্যাকসুয়েনি ও মারনাস লাবুশেনের।

হর্ষিতের ব্যাট হয়ে বল চলে যাচ্ছিল তৃতীয় স্লিপ ও গালি অঞ্চলের মাঝ দিয়ে। গালিতে দাঁড়ানো ম্যাকুয়েনি বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে বলের নাগাল পেলেও হাতে জমাতে পারেননি। তবে মাটিতে পড়ার আগেই সেটি খপ করে ধরে ফেলেন তৃতীয় স্লিপে থাকা লাবুশেন। এটি ভারতের অষ্টম উইকেট।

৪৭ ওভার শেষে ভারতের রান ৮ উইকেটে ১২৮। উইকেটে আছেন নীতিশ রেড্ডি ও যশপ্রীত বুমরা।

বল লাবুশেনের (পেছনে) হাতে, তবে ক্যাচ ধরার আনন্দ ম্যাকসুয়েনিরও
এএফপি
০৬: ৫২

পন্তকে ফেরালেন কামিন্স

নিজের ওপর বেশ অসন্তুষ্টি নিয়েই মাঠ ছাড়লেন ঋষভ পন্ত।

কামিন্সের অফ স্টাম্পের সামান্য বাইরের বলটি ফ্লিক করতে চেয়েছিলেন। কিন্তু ব্যাটে লেগে বল গেল দ্বিতীয় স্লিপে স্টিভ স্মিথের হাতে। থেমে গেল পন্তের ৭৮ বলে ৩৭ রানের ইনিংস। ভারত সপ্তম উইকেট হারাল ১২১ রানে। নতুন ব্যাটসম্যান হর্ষিত রানা।

০৬: ১৭

‘জীবন’ পেলেন পন্ত

ক্যাচটি কঠিন ছিল!

মিচেল স্টার্কের করা ৩৯তম ওভারের চতুর্থ বলে মিড অন দিয়ে মারতে গিয়ে বল আকাশে তুলেছিলেন ঋষভ পন্ত। প্যাট কামিন্স উল্টো দিকে অনেকটুকু দৌড়ে ডাইভ দিয়েও বল হাতে রাখতে পারেননি।

২৭ রানে ব্যাট করছিলেন পন্ত। ভারত প্রথম ইনিংস: ৩৯ ওভার শেষে ৬ উইকেটে ৯৮।

০৫: ৪১

উইকেট পড়ছেই

উইকেটের পতন আটকাতেই পারছে না ভারত। এবার ফিরলেন ওয়াশিংটন সুন্দরও।

মিচেল মার্শের বলে উইকেটকিপার ক্যারির হাতে ক্যাচ দিয়েছেন সুন্দর (১৫ বলে ৪)। ৭৩ রানে ৬ উইকেট হারাল ভারত। নতুন ব্যাটসম্যান অভিষিক্ত নীতিশ রেড্ডি। সঙ্গে ঋষভ পন্ত।

০৫: ২১

জুরেলকে ফেরালেন মার্শ

মাঝে আধা ঘণ্টার বেশি সময় লাঞ্চ বিরতি ছিল। তবে মাঠের খেলাতেই যা বিরতি, ভারতের উইকেট মিছিলে কোনো বিরতি নেই। লাঞ্চ বিরতির পর তৃতীয় ওভারেই ভারত হারাল ধ্রুব জুরেলের উইকেট।

পঞ্চম বোলার হিসেবে আক্রমণে আসা মার্শের ডেলিভারিটি ছিল ফুল লেন্থের। জুরেল সামনে পা বাড়িয়ে রক্ষণাত্মক খেলতে চেয়েছিলেন, বল তাঁর ব্যাটে লেগে তৃতীয় স্লিপে লাবুশেনের হাতে ‘নিচু ক্যাচ’।

৫৯ রানে পঞ্চম উইকেট হারাল ভারত। জুরেল ফিরেছেন ২০ বলে ১১ রান করে। ঋষভ পন্তের সঙ্গে মাঠে এসে যোগ দিয়েছেন ওয়াশিংটন সুন্দর।

০৪: ৩৪

অস্বস্তি নিয়ে লাঞ্চ বিরতিতে ভারত

দিনের শুরুতে টসে হারলেও লাঞ্চ বিরতিতে মুখে হাসি নিয়েই মাঠ ছেড়েছেন প্যাট কামিন্স। সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই ভারতের ৪ উইকেট তুলে নেওয়া গেছে—এর চেয়ে ভালো আর কী–ই–বা আশা করতে পারত অস্ট্রেলিয়া।

জয়সোয়াল ও পাডিক্কাল ফিরেছেন শূন্য রানে। সাম্প্রতিক অফ ফর্ম থেকে বের হতে পারেননি কোহলিও, হ্যাজলউডের বলে ক্যাচ দিয়েছেন প্রথম স্লিপে। তুলনায় ভালোই খেলছিলেন লোকেশ রাহুল। তবে স্টার্কের দারুণ এক ডেলিভারিতে তিনিও উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন।

৪৭ রানে চতুর্থ উইকেট হারানো ভারত লাঞ্চ বিরতিতে গেছে ৪ উইকেটে ৫১ রান নিয়ে। ঋষভ পন্ত ব্যাট করছেন ১০ রানে, সঙ্গে ধ্রুব জুরেল ৪ রানে।

অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।

০৪: ১৪

রিভিউ নিয়ে রাহুলকে ফেরালেন স্টার্ক

স্কোরবোর্ডে পঞ্চাশ রানও যোগ হয়নি, ভারত হারিয়ে ফেলল চতুর্থ উইকেট।

মিচেল স্টার্কের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন লোকেশ রাহুল। মাঠের আম্পায়ার অবশ্য আউট দেননি। তবে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া রিভিউ চেয়ে বসে। তাতেই বদলে যায় মাঠের সিদ্ধান্ত। সকাল থেকে সবচেয়ে ভালো ব্যাট করা রাহুল ফিরলেন ৭৪ বলে ২৬ রান করে। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে এসেছেন ধ্রুব জুরেল।

২৩ ওভার শেষে ভারতের প্রথম ইনিংসের রান ৪ উইকেটে ৪৭।

০৪: ০৮

বিরল কোহলি!

আরও একবার হতাশা নিয়ে ফেরা
এএফপি
৫, ১, ৪, ১৭, ১—সর্বশেষ পাঁচ ইনিংসে কোহলির রান। ভারতের তারকা ব্যাটসম্যান টানা পাঁচ ইনিংসে ২০ রানের কমে আউট হয়েছেন ৭ বছরের বেশি সময় পর।

২০১৭ সালের ফেব্রুয়ারি–মার্চে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে দুই সিরিজ মিলিয়ে টানা ৫ ইনিংসে ২০ রানের কমে আউট হয়েছিলেন কোহলি।

সে বার রানখরা কাটিয়েছিলেন ষষ্ঠ ইনিংসে গলে শ্রীলঙ্কার বিপক্ষে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলে। এবার পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংসেও কি তেমনটা দেখা যাবে?

০৩: ৪২

আউটের মিছিলে কোহলিও

টিকতে পারলেন না বিরাট কোহলিও।

হ্যাজলউডের চতুর্থ স্টাম্পে রাখা শর্ট ডেলিভারিটি একটু বেশিই উঠেছিল। যা কোহলির ব্যাটের ওপরের অংশে লেগে সোজা প্রথম স্লিপে দাঁড়ানো উসমান খাজার হাতে জমা পড়েছে।

৩২ রানে ৩ উইকেট নেই ভারতের। কোহলি ফিরেছেন ১২ বলে ৫ রান করে। নতুন ব্যাটসম্যান ঋষভ পন্ত। লোকেশ রাহুল অপরাজিত ২১ রানে।

এই ডেলিভারিতে স্লিপে ক্যাচ হয়েছেন বিরাট কোহলি
এএফপি
০৩: ১৬

হ্যাজলউডের শিকার পাডিক্কাল

উইকেটে টিকে থাকার প্রবল চেষ্টাই করে গেছেন দেবদূত পাডিক্কাল। তবে ফল শেষ পর্যন্ত শূন্যই।

জশ হ্যাজলউডের বেরিয়ে যাওয়া বল পাডিক্কালের ব্যাট ছুঁয়ে জমা পড়েছে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে। বাঁ হাতি পাডিক্কাল ফিরেছেন ২৩ বলে শূন্য রানে।

১১তম ওভারের শেষ বলে স্কোরবোর্ডে ১৪ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে ভারত। নতুন ব্যাটসম্যান হিসেবে লোকেশ রাহুলের সঙ্গে যোগ দিয়েছেন বিরাট কোহলি।

০২: ৩২

স্টার্কের ফাঁদে জয়সোয়াল

দিনের তৃতীয় ওভারের প্রথম বলেই মিচেল স্টার্কের আঘাত! ভারত হারাল প্রথম উইকেট।

ডেলিভারি ছিল ফুল লেংথের, জয়সোয়াল চেয়েছিলেন ড্রাইভ করতে করতে। কিন্তু যথেষ্ট উঠে যাওয়া বলে টাইমিং হয়নি ঠিকঠাক। বল গেছে গালি অঞ্চলে ম্যাকসুয়েনির হাতে। স্কোরবোর্ডে ৫ রান উঠতেই ভারত হারাল প্রথম উইকেট।

জয়সোয়াল অবশ্য ৮ বল খেলেও শূন্য। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে দেবদূত পাডিক্কাল।

জয়সোয়াল ফিরেছেন কোনো রান না করেই
এএফপি
০২: ২৪

দুই দলের একাদশ যেমন

ভারত: লোকেশ রাহুল, যশস্বী জয়সোয়াল, দেবদূত পাডিক্কাল, বিরাট কোহলি, ঋষভ পন্ত, ধ্রুব জুরেল, নীতিশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, যশপ্রীত বুমরা (অধিনায়ক) ও মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়া: উসমান খাজা, নাথান ম্যাকসুয়েনি, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজলউড।
০২: ১৮

টসে হাসি বুমরার, নীতিশ ও হরশিতের অভিষেক

টসে জিতেছেন ভারত অধিনায়ক বুমরা। প্যাট কামিন্স যে তাতে অখুশী, তা নয়। বলেছেন, টসের ফল যেমনই হোক, তাঁর সমস্যা নেই।

ভারত অভিষেক ক্যাপ দিয়েছেন পেসার হর্ষিত রানা ও অলরাউন্ডার নীতিশ রেড্ডিকে। আর অস্ট্রেলিয়ার হয়ে ব্যাগি গ্রিন টুপি পেয়েছেন নাথান ম্যাকসুয়েনি।

রোহিত শর্মার অনুপস্থিতিতে পার্থে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন যশপ্রীত বুমরা
এএফপি
০২: ১৩

স্বাগত

পার্থ টেস্ট দিয়ে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া–ভারত পাঁচ টেস্টের বোর্ডার–গাভাস্কার ট্রফি। প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত অধিনায়ক যশপ্রীত বুমরা, অস্ট্রেলিয়াকে যথারীতি প্যাট কামিন্স।