৪০ ঘণ্টা আগেই একাদশ ঘোষণা পাকিস্তানের
ম্যাচ শুরুর প্রায় ৪০ ঘণ্টা আগেই বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। শান মাসুদের নেতৃত্বাধীন দলে রাখা হয়েছে চারজন পেসার, ছয়জন ব্যাটসম্যান ও একজন ব্যাটিং অলরাউন্ডার। আজ সন্ধ্যায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দল ঘোষণা করে।
বাংলাদেশ-পাকিস্তান দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে বুধবার বাংলাদেশ সময় বেলা সাড়ে এগারোটায়। পাকিস্তান কোচ হিসেবে এটি জেসন গিলেস্পির প্রথম টেস্ট।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে পাকিস্তান সর্বশেষ টেস্ট খেলেছে গত জানুয়ারিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে খেলা সেই ম্যাচের দলের প্রথম সাতজন থাকছেন এবারও। পরিবর্তন যা হয়েছে বোলিং আক্রমণে।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বোলিং আক্রমণ সামলাবেন চার পেসার শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররম শাহজাদ ও মোহাম্মদ আলী। এঁরা নিয়েছেন সিডনিতে খেলা আমের জামাল, মির হামজা, হাসান আলী ও সাজ্জাদ খানের জায়গা। এর মধ্যে আমেরের খেলার কথা ছিল রাওয়ালপিন্ডিতেও। কিন্তু পিঠের চোটের কারণে ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি।
চার পেসারের মধ্যে মোহাম্মদ আলীর ক্যারিয়ার দুই টেস্টের, দুটি টেস্টই খেলেছিলেন ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে। আর খুররম শাহজাদ এখন পর্যন্ত একটি টেস্টই খেলেছেন, গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে। বোলিং আক্রমণে আগা সালমানই যে একমাত্র স্পিনারের ভূমিকায় থাকবেন, সেটি অবশ্য আগেই পরিষ্কার ছিল। ১৭ জনের দলে থাকা একমাত্র বিশেষজ্ঞ স্পিনার আবরার আহমেদকে আগেই ‘এ’ দলে পাঠিয়ে দেওয়া হয়েছিল।
রাওয়ালপিন্ডি টেস্টের পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আলী ও খুররম শেহজাদ।