কানপুরে ফিরে এল ৬০ বছর আগের স্মৃতি
টসে কে জিতেছিল—দিন শেষে বাংলাদেশ এ নিয়ে মাথা-ই ঘামাবে না। টসে জিতেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা, বোলিং বেছে নিয়ে বাংলাদেশকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে। আর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনের পরিকল্পনাই ছিল টসে জিতে ব্যাটিং নেওয়া। টসে হারলেও শেষ পর্যন্ত ব্যাটিংই পেয়েছেন। যে কারণে টসের ঘটনা আজ বাংলাদেশের কাছে গৌণই!
তবে ভারতের জন্য ব্যাপারটা উল্টো। সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা কিংবা উইকেট-পর্যবেক্ষণের ভিত্তিতেই টসে জিতে বোলিং নিয়েছে ভারত। রোহিতের বোলিংয়ের সিদ্ধান্তে কানপুর দেখেছে ছয় দশকের পুরোনো এক দৃশ্য। এ মাঠে কোনো অধিনায়ক টসে জিতে ব্যাটিং নিলেন না পাক্কা ৬০ বছর পর। আর ভারতের সব মাঠ মিলিয়ে দেশটির অধিনায়ক টস জিতে বোলিং নিলেন ৯ বছর পর।
১৯৫২ সালে প্রথমবার টেস্ট আয়োজন করা গ্রিন পার্কে এর আগে হয়েছে ২৩ টেস্ট। এর মধ্যে শুধু ১৯৬৪ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন ভারত অধিনায়ক মনসুর আলী খান পতৌদি। টস হেরে যাওয়া ইংল্যান্ডের যে তাতে খারাপ হয়েছিল তা নয়, বরং প্রায় দুই দিন ব্যাট করে ৮ উইকেটে ৫৫৯ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল মাইক স্মিথের দল। ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়।
আজকের আগে ভারতের মাটিতে দেশটির কোনো অধিনায়কের টসে জিতে ফিল্ডিং নেওয়ার সর্বশেষ ঘটনাটি ২০১৫ সালের। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে বোলিং নিয়েছিলেন বিরাট কোহলি। মজার বিষয় হচ্ছে এই ম্যাচটিও ড্র হয়েছিল। প্রথম দিনের পুরোটা খেলা হলেও পরের চার দিনই বৃষ্টিতে ভেসে গিয়েছিল।
আবহাওয়াকেন্দ্রিক এই শঙ্কা আছে এই কানপুর টেস্টে। ম্যাচের পাঁচ দিনের মধ্যে দুই থেকে তিন দিনের বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। ভারত অধিনায়ক রোহিত টসে জিতেও বোলিং বেছে নেওয়ার মূলেও কিন্তু এটিই। আগের রাতে বৃষ্টি হওয়ায় আজ টস হয়েছে এক ঘণ্টা দেরিতে। সেই টসে জিতে ভারত অধিনায়ক সিদ্ধান্ত জানাতে গিয়ে বলেছেন, ‘আমরা বোলিং করব। পিচ নরম মনে হচ্ছে। আমাদের শুরুর সুবিধা নিতে হবে এবং তিন পেসারকে কাজে লাগাতে হবে।’
রোহিতের বোলিং সিদ্ধান্তের মাধ্যমে সিরিজে একটা জায়গায় সমতা চলে এসেছে। চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে টস জিতে বোলিং নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক, যা ছিল ওই মাঠে ৪৬ বছর পর টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠানোর প্রথম ঘটনা। অর্থাৎ সিরিজের দুই টেস্টে টসে জিতলেন দুই অধিনায়ক, দুজনই বেছে নিয়েছেন বোলিং। নাজমুলের টসে জিতলেও ম্যাচ জিততে পারেননি, রোহিতের সামনে কী আছে?