জাতীয় দলে নেই বলে ‘রিলাক্স’ তামিম
২০২৫ সালের আগে বাংলাদেশের হয়ে আর খেলবে না—বিষয়টি সেই মার্চে বিসিবিকে জানিয়ে দিয়েছেন তামিম ইকবাল। তাই গত কয়েক মাসে জাতীয় দলে তামিমের প্রত্যাবর্তন নিয়ে তেমন আলোচনা হয়নি। কিন্তু ২০২৫ সাল আসতে যেহেতু আর মাত্র তিন দিন বাকি, তাই আলোচনাটা আবার শুরু হয়ে গেছে।
আগামী বছর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের অভিযান শুরু হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে। তামিম যেহেতু টি-টোয়েন্টি ছাড়া অন্য দুই সংস্করণ থেকে অবসর নেননি, তাই চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় আসর দিয়ে দেশের জার্সিতে তো ফেরার সম্ভাবনা আছেই। কিন্তু দেশসেরা এই ওপেনার জানালেন, আপাতত জাতীয় দল তাঁর ভাবনায় নেই।
২০২৩ সালজুড়ে দেশের ক্রিকেটে সবচেয়ে আলোচিত নাম ছিলেন তামিম। গত বছরের ৬ জুলাই তিনি আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন। তবে সেই সময়ের সরকারপ্রধানের হস্তক্ষেপে পরদিনই অবসর ভেঙে ফেরার কথা জানান।
তখন চোট ও অন্যান্য কারণ মিলিয়ে দেড় মাস ছুটি নিয়ে ফিরেছিলেন সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে। কিন্তু মহানাটকীয়তার পর সেই তামিমকে বাদ দিয়েই ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করা হয়।
সেই থেকে তামিমকে জাতীয় দলে দেখা না গেলেও এ বছর খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ও জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে। চট্টগ্রাম বিভাগের হয়ে এনসিএল খেলা তামিম সম্প্রতি যোগ দিয়েছেন ফরচুন বরিশাল ক্যাম্পে। আগামীকাল শুরু হতে যাওয়া বিপিএলের একাদশ আসরে বরিশালকে তিনিই নেতৃত্ব দেবেন।
আজ অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক তামিমই এসেছিলেন বরিশালের প্রতিনিধি হয়ে। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, চ্যাম্পিয়নস ট্রফিতে তাঁকে দেখা যাবে কি না।
৩৫ বছর বয়সী ব্যাটসম্যানের সোজাসাপ্টা জানিয়ে দেন, আপাতত তাঁর সব ভাবনা বিপিএল ঘিরে, ‘আমি এই মুহূর্তে বিপিএলের জন্য রেডি হচ্ছি। চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে না আমার সঙ্গে আলোচনা হয়েছে, না আমি কারও সঙ্গে কোনো কথা বলেছি। এই মুহূর্তে জাতীয় দল নিয়ে আমার মাথায় কোনো চিন্তা নেই।’
বেছে বেছে খেললেও ক্রিকেটকে ক্রিকেটকে মিস করেন না বলেও জানিয়েছেন তামিম, ‘না, (এখন) যেখানে আছি, তাতে আমি খুশি।’ দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে থাকায় নিজেকে নির্ভার মনে হচ্ছে তাঁর, ‘খেলা উপভোগ করাটা খুবই গুরুত্বপূর্ণ। উপভোগ করছি বলেই খেলছি। জাতীয় দলে যখন তিন ফরম্যাটে খেলেছি, তখন ভিন্ন চ্যালেঞ্জ ছিল। এখনো ভিন্ন চ্যালেঞ্জ, (তবে) রিলাক্স বেশি।’