অবসর নিলেন ওয়ানডেতে আফগানিস্তানের প্রথম বল খেলা মুজিব–ইব্রাহিমের চাচা
২০০৯ সালে আফগানিস্তানের ইতিহাসের প্রথম ওয়ানডের প্রথম বলটি খেলেছিলেন নুর আলী জাদরান। আজ শারজায় আয়ারল্যান্ডের সঙ্গে আফগানিস্তান খেলছে তাদের ১৬৫তম ম্যাচ। এ ম্যাচের আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ৩৫ বছর বয়সী নুর। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিজ্ঞ এ ক্রিকেটারের অবসরের বিষয়টি জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
ক্যারিয়ারে ২টি টেস্টের সঙ্গে ৫১টি ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি খেলেছেন নুর। ওয়ানডে সিরিজের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে খেলেছেন, যেটি হয়ে থাকছে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ।
আজ শারজায় ম্যাচ শুরুর আগে নুরকে গার্ড অব অনার দেয় আফগানিস্তান দল। তাঁর আরেকটি পরিচয়, তিনি আফগানিস্তানের এখনকার দলের শীর্ষ দুই ক্রিকেটার মুজিব উর রেহমান ও ইব্রাহিম জাদরানের চাচা।
ওয়ানডেতে ২৪.৮১ গড়ে ১২১৬ ও টি-টোয়েন্টিতে ২৭.১৩ গড়ে ৫৯৭ রান করেছেন নুর। ফেব্রুয়ারিতে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্টটি খেলেন, এরপর আবুধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট। এ সংস্করণে তিনি করেছেন ১১৭ রান।
২০১৯ সালের বিশ্বকাপের পর ২০২৩ সালের এশিয়ান গেমসের দলে ডাক পান নুর। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সে টুর্নামেন্টে যথাক্রমে ৫১ ও ৩৯ রান করেন। ফাইনালে উঠেছিল আফগানিস্তান, তবে সে ম্যাচ পরিত্যক্ত হয়। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকার কারণে ভারতের কাছে সোনা হারায় দলটি।
২০০৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষে বেনোনিতে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচটি ছিল আফগানিস্তানের ইতিহাসের প্রথম ওয়ানডে। ব্যাটিং ওপেন করতে নেমে ২৮ বলে ৪৫ রানের ইনিংস খেলেছিলেন নুর। আফগানিস্তান জিতেছিল ৮৯ রানে। ২০১০ সালে কলম্বোয় কানাডার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল নুরের, যেটি ছিল এ সংস্করণে আফগানিস্তানের দ্বিতীয় ম্যাচ। ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ফিফটি করেছিলেন নুর।