ইংল্যান্ড কেন বিশ্বকাপ জিতবে, বললেন মরগান
বিপরীত মেরুতে দাঁড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। ২৮৩ রানের লক্ষ্য তাড়ায় গতবারের চ্যাম্পিয়নদের ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে সেবারের রানার্সআপ নিউজিল্যান্ড। এমন শুরুকে অনেকে ইংল্যান্ডের জন্য সতর্কবার্তা হিসেবেই দেখছেন। তবে আইসিসিতে লেখা এক কলামে গতবার ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক এউইন মরগান বলেছেন, এই এক হারে ইংল্যান্ডের বিশ্বকাপ শেষ হয়ে যাবে না। এই হারের পরও ইংল্যান্ডই বিশ্বকাপ জিতবে বলে মনে করেন মরগান।
গতকাল দুই নিউজিল্যান্ড ব্যাটসম্যান ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্রর সামনে পাত্তাই পাননি ইংল্যান্ডের বোলাররা। মরগানের ধারণা, ইংল্যান্ড যদি বাড়তি আরও ৩০ রান করত, তবু তারা জয় পেত না। মরগান বলেছেন, ‘দিনটা নিউজিল্যান্ডের জন্য ছিল অবিশ্বাস্য, আর ইংল্যান্ডের জন্য ছিল বিপর্যয়কর পরাজয়। এমনকি যদি তারা আরও ৩০ রান বেশি করত, তবু আমার মনে হয় না এমন বোলিংয়ে সেই ম্যাচ তারা জিততে পারত। ইংল্যান্ডের যথেষ্ট পরিমাণ ব্যাটসম্যান ভালো শুরু পেয়েছে, কিন্তু কখনো মনে হয়নি তারা ইনিংসজুড়ে বোলারদের ওপর চড়াও হতে পেরেছে।
ইংল্যান্ডের ব্যাটসম্যানদের দায় দিয়ে মরগান আরও বলেছেন, ‘নিউজিল্যান্ডের বোলাররা তাদের আউট করেনি, তারা নিজেরাই বরং আউট হয়েছে। তবে কৃতিত্ব দিতে হবে ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্রকে। কনওয়ে প্রথম বল থেকেই ইংল্যান্ডকে চাপ ফেলেছে। আর রবীন্দ্র বিশ্বকাপ অভিষেকে যে পারফরম্যান্স দেখিয়েছে, তা অনন্যসাধারণ। সে দারুণ ধ্রুপদি ইনিংস খেলেছে।’
প্রথম ম্যাচ হেরে ইংল্যান্ড চাপে পড়লেও অবশ্য এখানেই সবকিছু শেষ দেখছেন না মরগান, ‘একটা বিষয় নিশ্চিত। একটি হারে সবকিছু তারা প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে না। এই দলের আটজনই ২০১৯ বিশ্বকাপে ছিল। সেবার বিশ্বকাপ জয়ের পথে ইংল্যান্ড তিনটি ম্যাচ হেরেছিল। তারা নিশ্চিতভাবেই সেই অভিজ্ঞার ওপর আস্থা রাখবে। এমন কোনো দল নেই যারা শুরু থেকে শেষ পর্যন্ত কোনো প্রতিকূলতার মুখোমুখি না হয়ে এগোতে পারে। সেটা হতে পারে ম্যাচে হারা কিংবা ম্যাচের মধ্যে কঠিন পরিস্থিতিতে পড়া। বিষয়টা সব সময় এমন।’
ড্রেসিংরুমে নিজেদের আলোচনার মাধ্যমে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন মরগান। পাশাপাশি ইংল্যান্ড যে এখনো দাপটের সঙ্গে বিশ্বকাপ জিততে পারে, সে বিশ্বাসও হারাচ্ছেন না বিশ্বকাপজয়ী এ অধিনায়ক, ‘টুর্নামেন্ট শুরুর আগে আমি ইংল্যান্ডের জয়ের কথা বলেছিলাম। আমার এখনো পুরো আস্থা আছে। আজকের পারফরম্যান্সের কোনো কিছুই আমাকে চিন্তিত করে না, যখন আমি বিশ্বাস করি যে তারা ট্রফি জিততে পারে। এই ফরম্যাটের বড় স্বস্তি হচ্ছে একটি বাজে দিন টুর্নামেন্ট নষ্ট করে দেয় না। আগে এমনটা ছিল, একটি বাজে দিন এক সপ্তাহের মধ্যে আপনাকে বাড়ি পাঠিয়ে দিত। আমি এখনো ভাবি তারা বিশ্বকাপ জিততে পারে এবং পারবে।’