০, ০, ০—টানা তিন শূন্যের পর হেডের ব্যাটে এবার ১০০

সেঞ্চুরির পর ট্রাভিস হেডের চেনা উদ্‌যাপনএএফপি

ইয়র্কার দিতে চেয়েছিলেন যশপ্রীত বুমরা, হয়ে গেল লো ফুল টস। এমন বল কেউ মিস করেন না, ট্রাভিস হেড তো আরও নন। বল গেল মিড উইকেট বাউন্ডারির দিকে, দৌড়ে দুই রান নিয়ে তিন অঙ্কে পৌঁছে গেলেন ট্রাভিস হেড। আরও একবার সেঞ্চুরি। এ নিয়ে টানা দ্বিতীয়বার।

ব্রিসবেনের গ্যাবায় ভারতের বিপক্ষে হেডের এই সেঞ্চুরিতে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনটা পুরোপুরিই অস্ট্রেলিয়ার। এই সেশনে ২৭ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়েই ১৩০ রান তুলেছে স্বাগতিকেরা। সেঞ্চুরিয়ান হেডের সঙ্গে ৬৫ রানে অপরাজিত থেকে চা বিরতিতে গেছেন স্টিভেন স্মিথ।

অ্যাডিলেড টেস্টে ১৪০ রানের ইনিংস খেলা হেড আজ টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরিটি ছুঁয়েছেন ১১৫ বলে। তাঁর ইনিংসটিতে ছিল ১৩টি চার। ঠিক আগের ম্যাচে তিন অঙ্কের ইনিংস খেললেও ব্রিসবেনে হেডের সেঞ্চুরি এসেছে টানা তিন শূন্যের পর। এ মাঠে খেলা সর্বশেষ তিন টেস্ট ইনিংসেই তিনি ০ রানে আউট হয়েছিলেন; প্রতিবারই প্রথম বলে।

দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে কোনো উইকেট হারায়নি অস্ট্রেলিয়া
এএফপি

এ বছরের জানুয়ারিতে কিং পেয়ার (দুই ইনিংসেই প্রথম বলে আউট) পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তার আগে ২০২২ সালের ডিসেম্বরে ০ রানে আউট হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে।

এক পঞ্জিকাবর্ষে একই মাঠে কিং পেয়ার ও সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান হেড।

আরও পড়ুন