জয়সোয়ালের কীর্তি, কীর্তিতে জয়সোয়াল

যশস্বী জয়সোয়ালএএফপি
অস্ট্রেলিয়ায় ক্যারিয়ারের প্রথম সফরে দ্বিতীয় ইনিংসেই সেঞ্চুরি। সেটাও দেড় শ পেরোনো ইনিংস। ২২ বছর বয়সী যশস্বী জয়সোয়াল পার্থ টেস্টে আজ তাঁর ১৬১ রানের ইনিংসে বেশ কিছু কীর্তিও গড়েছেন। আসুন সেসব জেনে নিই—

ক্রিকেট ইতিহাসে শুধু দুজন ব্যাটসম্যান তাঁদের ক্যারিয়ারের প্রথম ৪টি টেস্ট সেঞ্চুরিকে ন্যূনতম দেড় শ রানের ইনিংসে রূপ দিতে পেরেছেন। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথের পর এ তালিকায় দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে নাম লেখালেন জয়সোয়াল। ১৭১, ২০৯, ২১৪* এবং আজ ১৬১ রানের ইনিংস খেলেন ভারতীয় এই ওপেনার।

বয়স ২৩ বছর হওয়ার আগেই সর্বোচ্চসংখ্যক ১৫০‍+ রানের ইনিংস খেলার তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে ২২ বছর বয়সী জয়সোয়াল। এ নিয়ে ৪টি ১৫০‍+ ইনিংস খেলে তিনি বসলেন শচীন টেন্ডুলকার, গ্রায়েম স্মিথ ও জাভেদ মিয়াঁদাদের পাশে। ৫টি ১৫০‍+ রানের ইনিংস খেলে এই তালিকার শীর্ষে অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান।

আরও পড়ুন

গত বছর টেস্টে অভিষিক্ত জয়সোয়াল এ বছর তিনটি ১৫০‍+ রানের ইনিংস খেললেন। তাঁর আগে টেস্টে এক বছরে ভারতের হয়ে ন্যূনতম তিনটি ১৫০‍+ রানের ইনিংস খেলেছেন তিনজন—শচীন টেন্ডুলকার (২০০২, ২০০৪), বীরেন্দর শেবাগ (২০০৪,২০০৮) ও বিরাট কোহলি (২০১৬, ২০১৯)।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টেই সেঞ্চুরি করেছেন ভারতের তিন ব্যাটসম্যান। ১৯৬৮ সালে ব্রিসবেন টেস্টে এম এল জয়সীমা ও ১৯৭৭ সালে সেই ব্রিসবেনেই সুনীল গাভাস্কার। দুটি সেঞ্চুরিই ছিল ভারতের দ্বিতীয় ইনিংসে। জয়সোয়াল? হ্যাঁ, পার্থে ভারতের সেই দ্বিতীয় ইনিংসেই!

জয়সোয়ালে দারুণ এক প্রতিভার সন্ধান পেয়েছে ভারত
এএফপি

প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে জয়সোয়ালের চেয়ে বেশি রানের ইনিংস খেলেছেন ৭ ব্যাটসম্যান। তবে শুধু ভারতীয় ক্রিকেটের হিসেবে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পাশাপাশি আরেক ইনিংসে ১৫০‍+ রানের ইনিংস খেললেন জয়সোয়াল। প্রথমজন মাধবরাও আপ্তে, ১৯৫৩ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে (০ ও ১৬৩*)।

আরও পড়ুন
৩৫

টেস্টে এক বছরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন জয়সোয়ালের। এ বছর ৩৫টি ছক্কা মেরে ২০১৪ সালে ব্রেন্ডন ম্যাককালামের ৩৩ ছক্কার রেকর্ড ভাঙলেন।

২০০১ সাল থেকে অস্ট্রেলিয়ায় সফরকারী দলের তিন ব্যাটসম্যান ছক্কা মেরে সেঞ্চুরি করেছেন। ২০০৩ সালে অ্যাডিলেডে রাহুল দ্রাবিড়, ২০০৯ সালে ওয়াকায় ক্রিস গেইল এবং ২০২৪ সালে পার্থে জয়সোয়াল।

সেঞ্চুরির পর জয়সোয়াল
এএফপি
কিংবদন্তি?

ভারতের হয়ে পার্থে সেঞ্চুরি করা সবাই তাঁদের প্রজন্মের সেরা কিংবা অন্যতম সেরা হয়েছেন। ১৯৭৭ সালে সুনীল গাভাস্কার, ১৯৯২ সালে শচীন টেন্ডুলকার, ২০১৮ সালে বিরাট কোহলি এবং এ বছর জয়সোয়াল। ২২ বছর বয়সী এ ব্যাটসম্যানের কিংবদন্তি হতে এখনো অনেক পথ বাকি। তাই প্রশ্নবোধক চিহ্ন।

আরও পড়ুন