আইপিএল শেষ রুতুরাজের, নতুন অধিনায়ক পুরোনো ধোনি

মহেন্দ্র সিং ধোনিচেন্নাই সুপার কিংস

ফিরছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কনুইয়ের হাড়ে চিড় ধরায় এবারের আইপিএল থেকে ছিটকে গেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। আর তাতেই আবার চেন্নাইয়ের অধিনায়কত্বের দায়িত্ব পড়েছে ধোনির কাঁধে। ধোনির অধিনায়কত্ব করার বিষয়টি নিশ্চিত করেছে চেন্নাই কোচ স্টিভেন ফ্লেমিং।

গত ৩০ মার্চ রাজস্থান রয়্যালসের পেসার তুষার দেশপান্ডের বলে কনুইয়ে চোট পান রুতুরাজ। পরের দুই ম্যাচে তিনি খেললেও স্ক্যানে তাঁর চিড় ধরা পড়েছে। যার অর্থ, টুর্নামেন্টের বাকি অংশে আর পাওয়া যাবে না চেন্নাই অধিনায়ককে।

কাল কলকাতার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফ্লেমিং বলেছেন, ‘গুয়াহাটিতে গায়কোয়াড় আঘাত পেয়েছে। আমাদের হাতে এক্স-রে রিপোর্ট ছিল, তবে সেটি দিয়ে সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছিল না। এরপর এমআরআই রিপোর্ট পেয়েছি, সেখানে কনুইয়ে চিড় ধরা পড়েছে।’

আরও পড়ুন

রুতুরাজের ছিটকে যাওয়া চেন্নাইয়ের জন্য বড় ধাক্কা। এখন পর্যন্ত ৫ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে হারা দলটির টপ অর্ডারে বড় ভরসার নাম এই রুতুরাজ। গত ৪ মৌসুমের তিনটিতেই চেন্নাইয়ের শীর্ষ রান সংগ্রাহক ছিলেন এই ব্যাটসম্যান। এই মৌসুমে ৫ ম্যাচের মধ্যে ফিফটি পেয়েছেন দুটিতে। চোট পাওয়া ম্যাচটিতেও করেছিলেন ৬৩। তবে পরের দুই ম্যাচে ছিলেন ব্যর্থ।

ছিটকে গেলেন রুতুরাজ
চেন্নাই সুপার কিংস

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে চেন্নাইয়ের অধিনায়ক হন ধোনি। মাঝে ২০২২ আসরের আট ম্যাচ বাদে ২০২৩ সাল পর্যন্ত চেন্নাইয়ের নেতৃত্বে ছিলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। রুতুরাজ চেন্নাইয়ের দায়িত্ব পান ২০২৪ আসরে।

আইপিএলে চেন্নাইয়ের খেলা ২৬৮ ম্যাচের ২৩৫টিতেই নেতৃত্ব দিয়েছেন ধোনি। তাঁর নেতৃত্বেই আইপিএলে ৫টি ও চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে ২টি শিরোপা জিতেছে চেন্নাই।

আরও পড়ুন