ধোনি ২০২৫ আইপিএলে খেলতে পারবেন, তবে বেতন কমবে ৬৬ শতাংশ

মহেন্দ্র সিং ধোনি কি পরের বছরের আইপিএলেই খেলবেনএএফপি

আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস শিবিরে গতকাল একটা স্বস্তির বাতাসই বয়ে গেছে। তারা স্বস্তি পেয়েছে মূলত ২০২৫ আইপিএল মৌসুমের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) খেলোয়াড় নিলাম এবং অন্যান্য বিষয় নিয়ে নিয়মাবলি প্রকাশের কারণে।

আইপিএলের মেগা নিলামের নিয়ে আলোচনা যত বাড়ছিল এবং এর নিয়মাবলি প্রকাশের সময় যত এগিয়ে আসছিল, চেন্নাইয়ের উদ্বেগও তত ঘনীভূত হচ্ছিল। তাদের উদ্বেগ ছিল একটা কারণেই—মহেন্দ্র সিং ধোনিকে ধরে রাখতে পারবে কি না।

নভেম্বর মাসে মেগা নিলামের আগে খেলোয়াড় ধরে রাখার যে নিয়ম ঘোষণা করেছে বিসিসিআই, তা অনুযায়ী ধোনিকে সহজেই ধরে রাখতে পারবে চেন্নাই। তবে আইপিএলে আরও একটা মৌসুম খেললে এবং চেন্নাই যদি তাঁকে ধরে রাখে; তাহলে বেতন আগের চেয়ে অনেক কমবে ধোনির।

চেন্নাইয়ের জার্সিতে মোস্তাফিজ ও ধোনি
বিসিসিআই

সেই বেতন কমার পরিমাণটা কত? নিয়ম অনুযায়ী ধোনিকে ৪ কোটি রুপি বেতন দেবে চেন্নাই। যেটা ভারতের সাবেক অধিনায়কের আগের বেতনের চেয়ে ৬৬.৬৭ শতাংশ কম। ২০২২ সালে আইপিএলের মেগা নিলামে দ্বিতীয় পছন্দের খেলোয়াড় হিসেবে ধোনিকে ১২ কোটি রুপিতে নিজেদের করে নিয়েছিল চেন্নাই।

পরবর্তী মেগা নিলামকে সামনে রেখে বিসিসিআই যে নিয়ম প্রকাশ করেছে, তা অনুযায়ী ১০টি ফ্র্যাঞ্চাইজির সবাই সর্বোচ্চ ৬ জন করে খেলোয়াড় ধরে রাখতে পারবে। তবে এই ৬ জনের মধ্যে অবশ্যই একজন ‘আনক্যাপড’ খেলোয়াড় থাকতে হবে। বাকি পাঁচজনের সবাই বিদেশিও হতে পারে বা ভারতীয় এবং বিদেশি মিলিয়েও হতে পারে।

আরও পড়ুন

কোনো দল যদি পাঁচজন খেলোয়াড় ধরে রাখতে চায়, তাহলে প্রথম তিনজনকে ধরে রাখতে হবে যথাক্রমে ১৮ কোটি, ১৪ কোটি ও ১১ কোটি রুপিতে। শেষ দুজনের জন্য বরাদ্দ ১৮ ও ১৪ কোটি রুপি। যার মানে তাদের ১২০ কোটি রুপি খরচসীমার ৭৫ কোটিই শেষ হয়ে যাবে। তার মানে ওই দল মেগা নিলামে ঢুকবে ৪৫ কোটি রুপি নিয়ে।

এ ছাড়া দলগুলো সর্বোচ্চ দুজন আনক্যাপড খেলোয়াড় ধরে রাখতে পারবে। আনক্যাপড খেলোয়াড়দের জন্য বেতন সীমা ৪ কোটি রুপি। ভারত জাতীয় দল থেকে পাঁচ বছর আগে অবসর নেওয়া খেলোয়াড়েরা আইপিএলে আনক্যাপড হিসেবে বিবেচিত। ধোনি খেলা ছেড়েছেন ২০১৯ সালের জুলাইয়ে।

এই নিয়মের কারণেই চেন্নাই ধোনিকে ধরে রাখতে পারবে। তবে তাঁর বেতন হবে মাত্র ৪ কোটি রুপি। এটা মেনে নিয়ে ধোনি খেলবেন কি না, সেটা অবশ্য জানা যায়নি।

আরও পড়ুন