সম্প্রচার শেষ ০১ অক্টোবর ২০২৪

কানপুর টেস্টের শুরু থেকে শেষ:

বাংলাদেশকে হেসেখেলে হারাল ভারত

০৩: ১৭ , সেপ্টেম্বর ২৭

স্বাগতম!

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতের মুখোমুখি বাংলাদেশ। চেন্নাই টেস্ট ২৮০ রানে জিতে সিরিজে ভারত এগিয়ে ১–০ ব্যবধানে।

তবে কানপুর থেকে দুঃসংবাদ জানিয়েছেন প্রথম আলোর প্রতিনিধি মোহাম্মদ জুবাইর। গতকাল রাতে প্রায় পুরো সময়ই বৃষ্টি হয়েছে কানপুরে। সকালের আবহাওয়াও মেঘলা। নির্ধারিত সময়ে টস হবে কি না সেটা নিয়েও সন্দেহ আছে।

কানপুর টেস্টে বৃষ্টি হানা দিতে পারে, আকুওয়েদারের এমন পূর্বাভাস আগেই জানিয়েছিল প্রথম আলো।

এদিকে গতকাল কানপুরে টেস্ট ও টি–টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। সংবাদ সম্মেলনে তিনি জানান সর্বশেষ টি–টোয়েন্টি বিশ্বকাপেই বাংলাদেশের হয়ে এই সংস্করণে নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন। তবে পরবর্তী সময়ে দলের প্রয়োজনে টি–টোয়েন্টি ক্রিকেটে ফিরতেও পারেন সাকিব।

আরও পড়ুন
বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান
প্রথম আলো

টেস্ট থেকে অবসর নেওয়া নিয়ে বলেছেন, আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে মিরপুর টেস্ট খেলে এই সংস্করণ থেকে অবসর নিতে চান। দেশে গিয়ে যেন খেলতে পারেন, নিরাপদ অনুভব করেন, সেই আবেদনও জানান সাকিব।

কিন্তু সাকিবের সংবাদ সম্মেলনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়, তাঁর নিরাপত্তার দায়িত্ব নেবে না বিসিবি

অর্থাৎ, শেষ পর্যন্ত ঘরের মাঠে সাকিবের শেষ টেস্ট খেলার ইচ্ছা পূরণ না হলে কানপুর টেস্টই হবে এই সংস্করণে সাকিবের শেষ ম্যাচ।

আরও পড়ুন
০৩: ৩৩ , সেপ্টেম্বর ২৭

টস হতে বিলম্ব

সারারাত বৃষ্টি হওয়ায় আউটফিল্ড ভেজা। টস হতে দেরি হবে বলে কানপুর থেকে জানিয়েছেন প্রথম আলোর প্রতিনিধি মোহাম্মদ জুবাইর। বাংলাদেশ সময় সকাল ১০টায় মাঠ পরিদর্শনে যাবেন আম্পায়াররা।

গ্রিন পার্কের আউটফিল্ড এখনো খেলার জন্য উপযুক্ত হয়ে ওঠেনি
প্রথম আলো
০৩: ৩৩ , সেপ্টেম্বর ২৭

গ্রিন পার্কে ঢুকছেন শিক্ষার্থীরা

প্রথম আলোর প্রতিনিধি মোহাম্মদ জুবাইর স্টেডিয়ামে অবস্থান করছেন। তিনি জানিয়েছেন, প্রচুর শিক্ষার্থী স্টেডিয়ামে ঢুকছেন ম্যাচ দেখতে।

ভারতের মধ্যে শুধু গ্রিন পার্ক স্টেডিয়ামেই রয়েছে ‘স্টুডেন্ড গ্যালারি।’

স্টেডিয়ামের বাইরে শিক্ষার্থীদের ভিড়
প্রথম আলো
স্টেডিয়ামের বাইরে লাইনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের একাংশ
প্রথম আলো
০৪: ১৪ , সেপ্টেম্বর ২৭

সাড়ে ১০টায় টস, খেলা শুরু ১১টায়

আগের রাতের বৃষ্টিতে খেলা শুরু হতে দেরি হলেও খুব বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে না। এরই মধ্যে মাঠ খেলার জন্য প্রস্তুত করা হয়েছে। টস হবে বাংলাদেশ সময় সাড়ে ১০টায়, খেলা শুরু হবে ১১টায়।

গ্রিন পার্ক প্রস্তুত, মাঠে শেষ মুহূর্তের গা–গরমে দুই দলের খেলোয়াড়েরা
প্রথম আলো
০৪: ৩৪ , সেপ্টেম্বর ২৭

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

এইমাত্র হয়ে গেল টস। মুদ্রা নিক্ষেপের ভাগ্য পরীক্ষায় হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পেছনে মেঘলা আবহাওয়া ও কন্ডিশনের কথা বলেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিন পেসার খেলানোর কথা বলেছেন রোহিত।

টস করছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা
ওয়ালটন

টস হেরে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন বলেছেন, ‘ব্যাটিংয়ের জন্য উইকেট ভালো মনে হচ্ছে।’

নাজমুল জানিয়েছেন, দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। দুই পেসার নাহিদ রানা ও তাসকিনের জায়গায় দলে ঢুকেছেন তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ। অর্থাৎ তিন স্পিনার ও দুই পেসার নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ।

০৪: ৪০ , সেপ্টেম্বর ২৭

বাংলাদেশ একাদশ

জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন (অধিনায়ক),মুশফিকুর রহিম,সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ।

তিন স্পিনার ও দুই পেসার নিয়ে কানপুর টেস্টের একাদশ সাজিয়েছে বাংলাদেশ। এ বছর এপ্রিলে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের সর্বশেষ টেস্ট খেলেছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল। সেই ম্যাচটি পেসার খালেদরও সর্বশেষ টেস্ট।

০৪: ৪০ , সেপ্টেম্বর ২৭

ভারতের একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ।

০৫: ১১ , সেপ্টেম্বর ২৭

৬০ বছর পর এই প্রথম!

১৯৬৪ সালের পর এই প্রথম কানপুরে কোনো দল টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। সেবার ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক মনসুর আলী খান পতৌদি। ম্যাচটি ড্র হয়েছিল।

ভারত ঘরের মাঠে সর্বশেষ টেস্টে টস জিতে আগে ফিল্ডিং করেছে ২০১৫ সালে বেঙ্গালুরু টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

০৫: ১৪ , সেপ্টেম্বর ২৭

সাবধানী শুরু

দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম প্রথম দুই ওভার দেখেশুনে খেলেছেন। যশপ্রীত বুমরার করা প্রথম ওভারের প্রথম বলটি লো হওয়ার পর মনে হয়েছিল প্রথম দিনে সকালের সেশনে এমন দৃশ্য হয়তো নিয়মিতই দেখা যাবে। কিন্তু পরে বল আর লো হয়নি।

বাংলাদেশ প্রথম ইনিংস: ২ ওভার শেষে বিনা উইকেটে ৮।

০৫: ৩৫ , সেপ্টেম্বর ২৭

আধা ঘণ্টা শেষে ২১, কোনো ক্ষয়–ক্ষতি হয়নি

সকালের সেশনে প্রথম আধা ঘণ্টায় ৭ ওভারের খেলা হয়েছে। বাংলাদেশ প্রথম ইনিংসে ৭ ওভার শেষে বিনা উইকেটে ২১ রান তুলেছে। ২০ বল খেলেও এখনো রানের দেখা পাননি জাকির হাসান। সাবধানী ব্যাটিং করছেন তিনি। সাদমান ২২ বলে ১৭ রানে অপরাজিত।

৮ম ওভারে আক্রমণে স্পিনার! রবিচন্দ্রন অশ্বিনকে আক্রমণে এনেছেন ভারতের অধিনায়ক রোহিত।

০৫: ৪২ , সেপ্টেম্বর ২৭

০ রানে ফিরলেন জাকির

২৪ বল খেলে ০ রানে আউট জাকির।

রাউন্ড দ্য উইকেট এসে জাকিরকে তৃতীয় স্লিপে ক্যাচে পরিণত করেছেন ভারতের পেসার আকাশ দীপ।

যশস্বী জয়সোয়াল ক্যাচটি নিতে পেরেছেন কি না, তা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। টিভি রিপ্লেতে বোঝা গেছে, বৈধভাবেই ক্যাচটি নিয়েছেন জয়সোয়াল।

ধারাভাষ্যকক্ষে পরে তামিম ইকবাল বলেছেন, জাকির আউট হওয়ার আগে প্রায় সব বলই শরীরের কাছ থেকে খেলায় ব্যাটে পেয়েছেন। কিন্তু আউট হওয়ার বলটি শরীরের একটু বাইরে খেলায় ব্যাটের কানা নিয়ে বল চলে গেছে স্লিপ ফিল্ডারের হাতে।

বাংলাদেশ প্রথম ইনিংস: ৮.২ ওভারে ১ উইকেটে ২৬। ক্রিজে সাদমানের নতুন সঙ্গী মুমিনুল হক।

রানের দেখা পাননি জাকির
ওয়ালটন
০৫: ৫৬ , সেপ্টেম্বর ২৭

জাকিরের ২৪ বলে ‘ডাক’, যেখানে চতুর্থ

বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ বল খেলে ০ রানে আউট হওয়ার তালিকায় চতুর্থ জাকির হাসান।

৪র্থ
টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ বল খেলে ০ রানে আউট হওয়ার তালিকায় চতুর্থ জাকির।

২০০২ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ ৪১ বল খেলে ০ রানে আউট হন বাংলাদেশের সাবেক পেসার মনজুরুল ইসলাম। ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে ২৯ বল খেলে ০ রানে আউট হন রাজিন সালেহ। পরের বছর ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫ বল খেলে ০ রানে আউট হন আফতাব আহমেদ। এরপর জাকিরের ২৪ বলে ০ রানে আউট হওয়া।

টেস্টে সবচেয়ে বেশি বল খেলে ০ রানে আউট হওয়ার রেকর্ড নিউজিল্যান্ডের জিওফ অ্যালটের। ১৯৯৯ সালে অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৭ বল খেলে ০ রানে আউট হন সাবেক এই বাঁহাতি পেসার।

০৬: ০২ , সেপ্টেম্বর ২৭

সাদমান আউট এবং রোহিতও অবাক!

রাউন্ড দ্য উইকেট এসেছিলেন আকাশ দীপ। বল সাদমানের সামনের পায়ে লাগলেও একটু লাফিয়ে উঠেছিলেন বাঁহাতি ওপেনার। আকাশ দীপ আবেদন করেও আম্পায়ারের সাড়া না পাওয়ার পর রিভিউ নেওয়ার ইঙ্গিত করেন। বোলারের দাবিতে সাড়া দেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এমনিতে দেখে মনে হয়েছিল, বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু তৃতীয় আম্পায়ারের রিপ্লেতে দেখা গেল বল লেগ স্টাম্পে লাগত। আউটের সিদ্ধান্ত দেওয়ার পর রোহিতের আনন্দ দেখে কে! তিনি নিজেও অবাক।

ভালো শুরু করেও ৩৬ বলে ২৪ রানে আউট হলেন সাদমান। ক্রিজে মুমিনুলের নতুন সঙ্গী বাংলাদেশ অধিনায়ক নাজমুল।

পানি পানের বিরতি।

বাংলাদেশ প্রথম ইনিংস: ১৩ ওভারে ২ উইকেটে ৩৭।

আকাশ দীপের উদ্‌যাপন। ২টি উইকেট নেওয়ার আনন্দ এমনই হয়
এএফপি
০৬: ২৪ , সেপ্টেম্বর ২৭

বাংলাদেশের ৫০

১৭তম ওভারে আকাশ দীপকে স্কয়ার কাটে চার মেরে প্রথম ইনিংসে বাংলাদেশের দলীয় সংগ্রহ ৫০ এনে দেন মুমিনুল। ৬ রানে ব্যাট করছেন তিনি। অন্য প্রান্তে ১৬ রানে অপরাজিত নাজমুল।

মেঘলা আবহাওয়া ফিরে এসেছে কানপুরে। আলোর স্বল্পতার জন্য গ্রিন পার্ক স্টেডিয়ামের ফ্লাডলাইট জ্বালানো হয়েছে।

বাংলাদেশ প্রথম ইনিংস: ১৭ ওভারে ২ উইকেটে ৫১।

০৬: ৫৩ , সেপ্টেম্বর ২৭

‘শট অব দ্য মর্নিং’

কথাটা ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রীর। ২৩তম ওভারে বুমরার শেষ বলে হাঁটু গেড়ে দর্শনীয় কাভার ড্রাইভে চার মারেন মুমিনুল। শটটি দেখে এই কথা বলেন শাস্ত্রী। ১৫ রানে ব্যাট করছেন মুমিনুল। নাজমুল ২৬ রানে অপরাজিত।

অবিচ্ছিন্ন ৪১ রানের জুটি গড়েছেন দুজন।

বাংলাদেশ প্রথম ইনিংস: ২৩ ওভারে ২ উইকেটে ৭০।

০৭: ০৩ , সেপ্টেম্বর ২৭

সকালের সেশনে ‘ভালো খেলেছে’ বাংলাদেশ

সকালের সেশনে ২৬তম ওভারে আকাশ দীপ বোলিং করার সময়ই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামছিল। ২৬তম ওভার শেষে মধ্যাহ্ন বিরতি গিয়েছে দুই দল। তাঁর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে তুলেছে ৭৪ রান। মুমিনুল ২৭ ও নাজমুল ২৮ রানে অপরাজিত।

২৬তম ওভারের খেলা চলাকালীন ধারাভাষ্যকক্ষে তামিম ইকবাল বলছিলেন, সকালের সেশনে মেঘলা আবহাওয়াম, বৃষ্টি ও পেসবান্ধব কন্ডিশনে ‘ভালো খেলেছে’ বাংলাদেশ। ২টি উইকেট পড়লেও ভারতীয় বোলারদের বাংলাদেশ ভালোই সামাল দিয়েছে বলে মনে করেন জাতীয় দলের বাইরে থাকা বাংলাদেশের এই ওপেনার।

সকালের সেশনে ৯ম ওভারে দলীয় ২৬ রানে আউট হন ওপেনার জাকির হাসান। ২৪ বল খেলে ০ রানে আকাশ দীপের বলে স্লিপে ক্যাচ দেন। মাঝে তিন ওভার পর আরেক ওপেনার সাদমান ইসলামও (২৪) আকাশ দীপের বলে এলবিডব্লু হন। এরপর তৃতীয় উইকেটে ৮৩ বলে অবিচ্ছিন্ন ৪৫ রানের জুটি গড়েন মুমিনুল ও নাজমুল।

ধারাভাষ্যকার রবি শাস্ত্রী জানিয়েছেন, উইকেট ধীরে ধীরে ব্যাটিং সহায়ক হয়ে উঠছে। বাংলাদেশের ব্যাটসম্যানদের ক্রিজে জমে যাওয়ার এটাই সময়।

পারবেন তো মুমিনুল–নাজমুল?

মধ্যাহৃ বিরতির সময় বৃষ্টি শুরু হয় গ্রিন পার্ক স্টেডিয়ামে
প্রথম আলো
০৮: ০৬ , সেপ্টেম্বর ২৭

আউট নাজমুল

দ্বিতীয় সেশনের খেলা শুরুর তৃতীয় ওভারেই আউট নাজমুল। কানপুর টেস্টে প্রথম উইকেট তুলে নিলেন রবিচন্দ্রন অশ্বিন।

২৯তম ওভারের শেষ বলে অশ্বিনের বলে এলবিডব্লু হন বাংলাদেশ অধিনায়ক। আম্পায়ার আউট ঘোষণা করলেও রিভিউ নিয়েছিলেন নাজমুল। কিন্তু তৃতীয় আম্পায়ারও আউট ঘোষণা করেন।

৫৭ বলে ৩১ রান করে আউট হলেন নাজমুল। এর মধ্য দিয়ে মুমিনুলের সঙ্গে তাঁর ৫১ রানের জুটিও ভাঙল। ক্রিজে মুমিনুলের নতুন সঙ্গী মুশফিকুর রহিম।

বাংলাদেশ প্রথম ইনিংস: ২৯ ওভার শেষে ৩ উইকেটে ৮০।

ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি নাজমুল
এএফপি
০৮: ৩৩ , সেপ্টেম্বর ২৭

বাংলাদেশের এক শ পার

৩৪তম ওভারে আকাশ দীপের শেষ বলে মিড অফ দিয়ে চার মেরে বাংলাদেশের দলীয় সংগ্রহ ১০০ পার করেন মুমিনুল। ৩৬ রানে ব্যাট করছেন তিনি। ৫ রানে অপরাজিত মুশফিক।

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৪ ওভারে ৩ উইকেটে ১০২।

০৮: ৪২ , সেপ্টেম্বর ২৭

আলোর স্বল্পতা এবং খেলা বন্ধ

গ্রিন পার্ক স্টেডিয়ামের চারপাশটা বেশ অন্ধকার হয়ে এসেছে। আলোর স্বল্পতায় ৩৫তম ওভার শেষে তাই খেলা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়াররা। দুই দলই ড্রেসিংরুমে ফিরে গেছে। কিছুক্ষণ পর বৃষ্টিও শুরু হয়েছে।

মুমিনুল ৪০ রানে অপরাজিত। মুশফিক অপরাজিত ৬ রানে।

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৫ ওভার শেষে ৩ উইকেটে ১০৭।

০৯: ৩০ , সেপ্টেম্বর ২৭

বৃষ্টিতে আগেভাগেই শেষ দিনের খেলা

দ্বিতীয় সেশনে ৩৫তম ওভারের ৩ উইকেটে ১০৭ রান ছিল বাংলাদেশের। এরপর আলোর স্বল্পতা এবং পরে বৃষ্টি নামায় খেলা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু বৃষ্টি না থামায় এবং চারপাশ বেশ অন্ধকার হয়ে আসায় প্রথম দিনের খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়াররা।

২৬ ওভারে ২ উইকেটে ৭৫ রান নিয়ে সকালের সেশনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনে ৯ ওভারের খেলা হয়েছে। এই সেশনে নাজমুলকে (৩১) আউট করেন অশ্বিন। দেড় সেশনের বেশি সময়ের খেলা পণ্ড হলো বৃষ্টিতে।

চতুর্থ উইকেটে ৩৭ বলে ২৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন মুমিনুল ও মুশফিক। ৪০ রানে অপরাজিত মুমিনুল। ৬ রানে অন্য প্রান্তে অপরাজিত মুশফিক।

ভারতের হয়ে আজ সকালের সেশনে ২ উইকেট নেন পেসার আকাশ দীপ। ১টি উইকেট অশ্বিনের।

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৫ ওভারে ৩ উইকেটে ১০৭ (মুমিনুল ৪০*, নাজমুল ৩১, সাদমান ২৪, মুশফিক ৬*, জাকির ০ ; আকাশ ২/৩৪, অশ্বিন ১/২২, সিরাজ ০/২৭, বুমরা ০/১৯)।—প্রথম দিন শেষে।

০৩: ৩৯ , সেপ্টেম্বর ২৮

বৃষ্টিতে খেলা শুরু হতে দেরি

কানপুর থেকে প্রথম আলোর প্রতিনিধি মোহাম্মদ জুবাইর জানিয়েছেন, সকাল থেকেই সেখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি হবে। কত দেরি? সম্ভবত বেশ দেরিই হবে এবং তা একটি তথ্য থেকেই আন্দাজ করে নেওয়া যায়। বৃষ্টির কারণে গ্রিন পার্ক স্টেডিয়াম থেকে হোটেলে ফিরে গেছে ভারত ক্রিকেট দল। পরে বাংলাদেশ দলও ফিরে গেছে হোটেলে।

বৃষ্টি থামার অপেক্ষার ফাঁকে পড়তে পারেন গ্রিন পার্ক স্টেডিয়াম জাদুঘরের গল্প

আরও পড়ুন
বৃষ্টির কারণে ঢেকে রাখা হয়েছে গ্রিন পার্ক স্টেডিয়ামের আউটফিল্ড
প্রথম আলো
০৫: ৩৬ , সেপ্টেম্বর ২৮

বৃষ্টি থামার পর আবারও বৃষ্টি

গতকাল রাতেও বৃষ্টি হয়েছে। সকালে হয়েছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। মাঝে বৃষ্টি একটু থামলেও মাঠ থেকে কাভার সরানো হয়নি। এরপর বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টার দিকে আবারও বৃষ্টি শুরু হয়েছে।

দ্বিতীয় দিনের খেলা হবে কি? দুই দল আগেই হোটেলে ফিরে গেছে।

০৬: ০৫ , সেপ্টেম্বর ২৮

থেমেছে বৃষ্টি

বাংলাদেশ সময় ১১টা ৪০ মিনিট নাগাদ কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে থেমেছে বৃষ্টি। মাঠ থেকে সুপার সপার্সও সরিয়ে নেওয়া হয়েছে। তা দেখে খেলা শুরুর আশায় করতালি দিয়েছেন গ্যালারির দর্শকেরা। কিন্তু দ্বিতীয় দিনের খেলা শুরু হবে কখন?

এখনো অফিশিয়ালি কিছু জানানো হয়নি। আউটফিল্ডও ভেজা।

০৬: ১৪ , সেপ্টেম্বর ২৮

...এবং আবারও বৃষ্টি

কথায় আছে, আনন্দ নাকি বেশিক্ষণ স্থায়ী হয় না। বৃষ্টি থেমে যাওয়ায় এবং মাঠ থেকে সুপার সপার্স সরিয়ে নেওয়ায় আনন্দে করতালি দিয়েছিলেন গ্রিন পার্ক স্টেডিয়ামের দর্শকেরা। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আবারও শুরু হয়েছে বৃষ্টি। মাঠে ফিরেছে সুপার সপার্স।

লাঞ্চের বিরতি চলছে। অর্থাৎ কানপুর টেস্টে দ্বিতীয় দিনের প্রথম সেশন ধুয়ে গেল বৃষ্টিতে। দ্বিতীয় সেশনে কি হবে? তা জানতে অপেক্ষার মাঝে জেনে নিন আজ ফুটবলে বাংলাদেশ–পাকিস্তান সেমিফাইনাল লড়াইয়ের বিস্তারিত।

ওহ, ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ের দলও ঘোষণা করেছে।

বৃষ্টিতে ঢেকে রাখা হয়েছে গ্রিন পার্ক স্টেডিয়ামের আউটফিল্ড
এএফপি
০৮: ৩৯ , সেপ্টেম্বর ২৮

দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত

কানপুর টেস্টে দ্বিতীয় দিনে ঝিরিঝিরি বৃষ্টি এখনো থামেনি। একটি বলও খেলা হয়নি দ্বিতীয় দিনে। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৪ মিনিট নাগাদ দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা।

প্রথম দিনেও বৃষ্টির কারণে মাত্র ৩৫ ওভার খেলা হতে পেরেছে। টসে হেরে ব্যাটিং করতে নামা বাংলাদেশের স্কোর ছিল ৩ উইকেটে ১০৭।

০৩: ৫২ , সেপ্টেম্বর ২৯

সাড়ে ১০টায় মাঠ পরিদর্শন

বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় মাঠ পরিদর্শন করেন আম্পায়ারা
এএফপি

কানপুর টেস্টের তৃতীয় দিনে স্বাগতম। গ্রিন পার্ক স্টেডিয়াম থেকে প্রথম আলোর প্রতিনিধি মোহাম্মদ জুবাইর জানিয়েছেন, কাল রাতে বৃষ্টি হলেও সকাল থেকে কানপুরে বৃষ্টি নেই

উইকেট ছাড়া মাঠের বাকি অংশের কাভার সরিয়ে ফেলা হয়েছে। মাঠ শুকানোর জন্য কাজ করছে তিনটি সুপার সপার্স। মাঠকর্মীরা স্পঞ্জও ব্যবহার করছেন পানি শুকাতে। খেলা শুরু হতে অবশ্য আজও দেরি হবে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় মাঠ পরিদর্শনে নামবেন আম্পায়াররা।

০৪: ৪৭ , সেপ্টেম্বর ২৯

মাঠ পরিদর্শন সাড়ে ১২টায়

কানপুরে সকাল থেকে বৃষ্টি না থাকলেও আজ তৃতীয় দিনের প্রথম সেশনে খেলা হচ্ছে না। মাঠকর্মীরা মাঠ শুকানোর কাজে ব্যস্ত। আম্পায়াররা আবার মাঠ পরিদর্শন করবেন বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায়।

গ্রিন পার্ক স্টেডিয়ামের পরবর্তী অবস্থা জানার আগে পাঠক একবার ঘুরে আসতে পারেন প্রথম আলো ক্রীড়া বিভাগের সর্বশেষ কুইজটিতে

০৬: ৩৫ , সেপ্টেম্বর ২৯

আম্পায়ারের মাঠ পরিদর্শন

প্রধান কিউরেটরকে সঙ্গে নিয়ে মাঠে নেমেছেন চতুর্থ আম্পায়ার। সঙ্গে আছেন আরও দুই আম্পায়ার। সকাল থেকে যেহেতু বৃষ্টি হয়নি, লাঞ্চের পর খেলা শুরু হওয়ার ভালো সম্ভাবনা আছে। কানপুর থেকে আমাদের প্রথম আলোর ক্রীড়া প্রতিবেদক মোহাম্মদ জুবাইর জানিয়েছেন, মাঠের অবস্থা এখন বেশ ভালো। লাঞ্চ বিরতি চলবে বাংলাদেশ সময় দুপুর পৌনে ১টা পর্যন্ত।

০৬: ৪২ , সেপ্টেম্বর ২৯

আবার মাঠ পরিদর্শন ২টায়

আজ সকাল থেকে কানপুরে বৃষ্টি হয়নি। তবে আকাশ মেঘলা বলে কানপুর থেকে আমাদের প্রথম আলোর প্রতিনিধি মোহাম্মদ জুবাইর জানিয়েছেন। তাই আলোক স্বল্পতার কারণে খেলা শুরু হচ্ছে না বলে তাঁকে জানিয়েছেন ম্যাচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আম্পায়াররা মাঠ পরিদর্শনের নতুন সময় দিয়েছেন। বাংলাদেশ সময় বেলা আড়াইটায় আবার মাঠ পরিদর্শনে নামবেন তাঁরা।

০৮: ৩৮ , সেপ্টেম্বর ২৯

বল মাঠে গড়াল না আজও

অবশেষে হতাশার খবর। আজ তৃতীয় দফায় মাঠ পরিদর্শনের পর কোনো বল মাঠে গড়ানোর আগেই তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা। সকাল থেকে বৃষ্টি না হলেও কেন খেলা শুরু করা গেল না, তা নিয়ে অবশ্য ধোয়াশা তৈরি হয়েছে।

দুই দলের খেলোয়াড়েরা আজও হোটেল থেকে মাঠে আসেননি। দুই দলকেই জানানো হয়েছে আউটফিল্ড ভেজা থাকায়ই খেলা শুরু করা যাচ্ছে না। আর কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের প্রেস বক্সে থাকা সাংবাদিকদের বলা হয়েছে, খেলা শুরু হচ্ছে না আলোক স্বল্পতার কারণে। কেন এই ধোয়াশা, পড়ে আসতে পারেন কানপুর থেকে প্রথম আলোর ক্রীড়া প্রতিবেদক মোহাম্মদ জুবাইরের পাঠানো প্রতিবেদনে

আরও পড়ুন
০৩: ৪৫ , সেপ্টেম্বর ৩০

প্রথম দুই সেশনে বেড়েছে সময়

কানপুর টেস্টের চতুর্থ দিনের খেলায় স্বাগতম। গ্রিন পার্ক স্টেডিয়ামের আজকের সকালটা আগের তিন দিনের মতো নয়। আজ সকাল থেকেই কানপুরের আকাশে উঁকি দিয়েছে সূর্য। চারদিকে উজ্জ্বল রোদ। মাঠে নেমে পড়েছেন দুই দলের খেলোয়াড়েরা। মুশফিক মাঠে নেমে ব্যাটিং অনুশীলন করছেন। রোদচশমা পরে মাঠে আছেন ভারতের রোহিত শর্মা ও বিরাট কোহলি।

খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। তবে প্রথম দুই সেশনে ১৫ মিনিট করে বাড়ানো হয়েছে খেলার সময়। প্রথম দিন ৩৫ ওভার খেলা হওয়ার পর আর বলে মাঠে গড়ায়নি। তাই সবাইকে মনে করিয়ে দেওয়া যাক বাংলাদেশের স্কোর: ৩ উইকেটে ১০৭ রান নিয়ে ব্যাট আজ ব্যাট করতে নামবে বাংলাদেশ। মুমিনুল ৪০ আর মুশফিক ৬ রান নিয়ে উইকেটে আছেন

০৪: ২৮ , সেপ্টেম্বর ৩০

চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ

এভাবে বল ছাড়তে গিয়েই বোল্ড হয়েছেন মুশফিকুর রহিম
এএফপি

যশপ্রীত বুমরার আগের বলটিও অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢুকেছিল। সেটি মুশফিকের ব্যাটের কানায় লেগে স্টাম্পের পাশ ঘেষে চলে যায় সীমানার বাইরে। পরের বলটিও একই রকম ছিল। মুশফিক ব্যাট উঁচিয়ে সেটি ছেড়ে দিলেন। এবার বুমরার বল তুলে নিল বেলস।

মুশফিকের আউটে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ১১২ ৩২ বলে ১১ রান করে আউট হয়েছেন মুশফিক। ৪০ রানে অপরাজিত থাকা মুমিনুলের সঙ্গে জুটি বাধতে উইকেটে এসেছেন লিটন দাস।

০৪: ৩৯ , সেপ্টেম্বর ৩০

লিটন ১০ বলে ১২ রান

আগের ওভারে মুশফিককে বোল্ড করে ফিরিয়েছেন বুমরা। সেই বুমরাকেই পরের ওভারে ৩টি চার মেরেছেন লিটন। প্রথমটি কভার–পয়েন্ট দিয়ে ড্রাইভ শটে, দ্বিতীয়টি কভার ড্রাইভে এবং তৃতীয়টি স্কয়ার লেগ দিয়ে।

০৪: ৫৫ , সেপ্টেম্বর ৩০

রিভিউ নিয়ে বাঁচার পর মুমিনুলের ফিফটি

মোহাম্মদ সিরাজের করা ৪৬তম ওভারের প্রথম বলে আম্পায়ার কট আউট দিয়েছিলেন মুমিনুল হককে। তাৎক্ষিণক রিভিউ নেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। স্নিকো মিটারে দেখা যায় বল ব্যাটে লাগেনি, প্যাডে লেগে গেছে যশস্বী জয়সোয়ালের হাতে।

৪৮ রানে দাঁড়ানো মুমিনুল পরের বলেই চার মেরে পেয়ে যান ফিফটি। ওই ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৩৮/৪।

০৫: ১৯ , সেপ্টেম্বর ৩০

উইকেট পেলেন সিরাজ

ভালো খেলছিলেন লিটন দাস। মুশফিকের আউটের পর উইকেটে এসে প্রথম রান নেন বুমরাকে চার মেরে। একই ওভারে বুমরাকে মারেন আরও দুটি চার। ভালো খেলতে খেলতেই রোহিত শর্মার দুর্দান্ত এক ক্যাচে মোহাম্মদ সিরাজের বলে আউট হয়ে ফিরেছেন লিটন।

সিরাজের বলে মিড অফের ওপর দিয়ে সীমানা পার করতে চেয়েছিলেন লিটন। কিন্তু লাফিয়ে উঠে এক হাতে দুর্দন্ত ক্যাচ নেন রোহিত। বাংলাদেশের রান ৫ উইকেটে ১৪৮

০৫: ৪৭ , সেপ্টেম্বর ৩০

ফিরে গেলেন সাকিব

সিরাজের বলে অসাধারণ এক ক্যাচ নিয়ে লিটনকে ফিরিয়েছিলেন রোহিত শর্মা। এবার রবিচন্দ্রন অশ্বিনের বলে দুর্দান্ত এক ক্যাচ নিলেন সিরাজ। অশ্বিনের আগের বলেই ইনসাইড আউট শটে চার মেরেছিলেন সাকিব আল হাসান। পরের বলেও তুলে মারতে গিয়েছিলেন। কিন্তু বল উঠে যায় ওপরে। মিড অফে ৩০ গজ বৃত্তের মধ্যে ফিল্ডিং করছিলেন সিরাজ। অনেটা পেছনে দৌড়ে ক্যাচ নিয়েছেন তিনি।

সাকিবের আউটে ষষ্ঠ উইকেট হারিয়েছে বাংলাদেশ। রান করেছে ১৭০

মোহাম্মদ সিরাজের যে ক্যাচে আউট হন সাকিব আল হাসান
এএফপি

আলোচনা হচ্ছে, এটাই সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট কি না। কানপুর টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে টি–টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। একই সঙ্গে তিনি একটা ইচ্ছার কথাও জানান—ক্যারিয়ারের শেষ টেস্টটা খেলতে চান ঘরের মাঠে, আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে হত্যা মামলার আসামী সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার জন্য দেশে ফিরতে পর্যাপ্ত নিরাপত্তা চেয়েছেন, সেটা পেলেই তিনি দেশে আসবেন বলেও জানিয়েছেন। চেয়েছেন দেশ থেকে বের হওয়ার নিশ্চয়তাও। কিন্তু সাকিবের নিরাপত্তার নিশ্চয়তা এখনো বিসিবি দিতে পারেনি। তারা জানিয়েছে, সাকিবের নিরাপত্তার দায়িত্ব বিসিবির নয়! বিষয়টি নিয়ে কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও। এ বিষয়ে একাধিক প্রতিবেদন ছেপেছে প্রথম আলো। পড়ে আসতে পারেন সেগুলো।

০৬: ১৫ , সেপ্টেম্বর ৩০

স্রোতের বিপরীতে দাঁড়িয়ে মুমিনুলের সেঞ্চুরি 

১৫ মাস পর টেস্টে সেঞ্চুরির দেখা মুমিনুল হকের
বিসিবি

বাকি ব্যাটসম্যানরা আসা–যাওয়ার মধ্যে থাকলেও এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক। রবিচন্দ্রন অশ্বিনকে সুইপে চার মেরে টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি করেছেন এই বাঁহাতি।

মুমিনুলের সেঞ্চুরির সঙ্গে দুই শ রানের ঘরে পৌঁছেছে বাংলাদেশও। বাংলাদেশ প্রথম ইনিংসে ৬ উইকেটে ২০৩

০৬: ১৯ , সেপ্টেম্বর ৩০

দেশের বাইরে দ্বিতীয়বার

টেস্ট ক্যারিয়ারে মাত্র দ্বিতীয়বার দেশের বাইরে সেঞ্চুরি করলেন মুমিনুল। প্রথমটি করেছিলেন ২০২১ সালের এপ্রিলে, শ্রীলঙ্কার পাল্লেকেলেতে।

০৬: ২৭ , সেপ্টেম্বর ৩০

মুমিনুলের সেঞ্চুরির আনন্দ নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

মুমিনুল হক যে ওভারে অশ্বিনকে চার মেরে তিন অংক ছুঁয়েছেন, সেটি ছিল প্রথম সেশনের শেষ ওভার। সোয়া দুই ঘণ্টা স্থায়ী এই সেশনে খেলা হয়েছে ৩১ ওভার। তাতে ৩ উইকেট হারিয়ে ৯৮ রান যোগ করেছে বাংলাদেশ।

দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা পণ্ড হয়ে যাওয়ার আগে প্রথম দিন ৩৫ ওভার ব্যাট করে ৩ উইকেটে ১০৭ নিয়েছিল বাংলাদেশ। মুমিনুল অপরাজিত ছিলেন ৪০ রানে, মুশফিকুর ৬ রানে। আজ চতুর্থ দিনের ষষ্ঠ ওভারে বুমরার বল ছেড়ে দিয়ে মুশফিক বোল্ড হন ১১ রানে। সাকিবের আগে নেমে লিটন খেলছিলেন ভালোই। তবে মোহাম্মদ সিরাজকে তুলে মারতে গিয়ে মিড অফে রোহিতের দারুণ ক্যাচের শিকার হন।

এর কিছুক্ষণ পর রোহিতকে ভুলিয়ে দেন সিরাজই। অশ্বিনের বল সাকিব ক্যাচ তুললে পেছনে গিয়ে দুর্দান্ত ক্যাচ নেন এই পেসার।

লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ ৬ উইকেটে ২০৫। মুমিনুল ১০২, মিরাজ ৬ রানে ব্যাট করছেন।

০৭: ১৪ , সেপ্টেম্বর ৩০

মুমিনুল–মিরাজ জুটির ফিফটি

মুমিনুল–মিরাজের সপ্তম উইকেট জুটিতে উঠেছে ৫৪ রান
বিসিবি

সাকিব আল হাসান যখন আউট হন, বাংলাদেশের রান ছিল ১৭০। সপ্তম উইকেট জুটিতে এরই মধ্যে পঞ্চাশের বেশি রান যোগ করেছে মুমিনুল–মিরাজ জুটি।

বাংলাদেশ দলের রান ৬ উইকেটে ২২০।

০৭: ১৮ , সেপ্টেম্বর ৩০

বুমরার বলে স্লিপে ক্যাচ মিরাজের

ওভারের প্রথম দুটি বলই বাউন্ডারিতে পাঠিয়েছিলেন মিরাজ। তবে বুমরার ওপর বেশিক্ষণ দাপট দেখাতে পারলেন না। চতুর্থ বলেই ক্যাচ দিলেন স্লিপে শুবমান গিলের হাতে। থামল মিরাজের ৪২ বলে ২০ রানের ইনিংস। নতুন ব্যাটসম্যান তাইজুল ইসলাম।

বাংলাদেশ ৭০ ওভার শেষে ৭ উইকেটে ২২৫। মুমিনুল ব্যাট করছেন ১০৬ রানে।

০৭: ২৫ , সেপ্টেম্বর ৩০

তাইজুলও ফিরলেন বুমরার বলে

বুমরার তৃতীয় শিকার তাইজুল ইসলাম
এএফপি

আগের ওভারেই বুমরা আউট করেছিলেন মিরাজকে। এবার ফেরালেন তাইজুলকেও। বাঁহাতি এ টেল এন্ডার ব্যাটসম্যান রাউন্ড দ্য উইকেট থেকে আসা বুমরার খানিকটা ভেতরে ঢোকা বলে বোল্ড হয়েছেন (৮ বলে ৫ রান)। নতুন ব্যাটসম্যান হাসান মাহমুদ।

বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ ৮ উইকেটে ২৩১। এক প্রান্তে মুমিনুল আছেন ১০৬ রানে।

০৭: ৩৩ , সেপ্টেম্বর ৩০

সিরাজের বলে এলবিডব্লু হাসান

উইকেট–পতনের ধারা চলছেই। মিরাজ, তাইজুলের পর এবার হাসান মাহমুদ। দ্বিতীয় সেশনের প্রথম ৭ ওভারের মধ্যেই ৩ উইকেট হারাল বাংলাদেশ। সিরাজের বলে এলবিডব্লু হয়েছেন হাসান (৪ বলে ১ রান), রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। নতুন ব্যাটসম্যান খালেদ আহমেদ।

বাংলাদেশ প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৩১। এক প্রান্তে ১০৬ রানে দাঁড়িয়ে মুমিনুল।

০৭: ৪৪ , সেপ্টেম্বর ৩০

জাদেজার ৩০০তম শিকার খালেদ

অবশেষে অপেক্ষা ফুরোল রবীন্দ্র জাদেজা। এক উইকেট দূরে থাকা এই বাঁহাতি স্পিনার খালেদ আহমেদকে ফিরিয়ে স্পর্শ করলেন ৩০০ উইকেটের মাইলফলক। জাদেজার বলে তাঁকেই ক্যাচ দিয়ে খালেদ আউট ০ রানে, যা একই সঙ্গে বাংলাদেশের প্রথম ইনিংসের সমাপ্তিও।

তিনে নামা মুমিনুল এক প্রান্তে ১০৭ রানে অপরাজিত থাকলেও বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট ২৩৩ রানে। দিনের দ্বিতীয় সেশনে ৮.২ ওভারে ২৮ রান তুলতেই শেষ চার উইকেট হারিয়েছে বাংলাদেশ।

০৭: ৫৮ , সেপ্টেম্বর ৩০

প্রথম ওভারেই ৩ চার, দ্বিতীয় ওভারে ২ ছক্কা

ভারত আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেছে প্রথম ওভার থেকেই। হাসান মাহমুদের করা ইনিংসের প্রথম ওভারেই ৩টি চার মেরেছেন যশস্বী জয়সোয়াল।

আড়াই দিনের বেশি বৃষ্টিতে নষ্ট হওয়ায় ভারত যে আক্রমণাত্মক খেলে ম্যাচে একটা ফল বের করতে চাইবে, সেটা সহজেই বোধগম্য। জয়সোয়ালও দিলেন সেই ইঙ্গিতই।

পরের ওভারে খালেদ আহমেদের প্রথম দুই বলেই ছয় মারলেন রোহিত শর্মা। দুই ওভার শেষে ভারতের রান বিনা উইকেটে ২৯।

জয়সোয়াল ১৬, রোহিত ১২ রানে ব্যাট করছেন।

০৮: ১০ , সেপ্টেম্বর ৩০

আউট ছিলেন রোহিত,আবেদন করেননি কেউই

তৃতীয় ওভারের প্রথম বলেই আউট ছিলেন রোহিত শর্মা। কিন্তু বাংলাদেশের কেউ আবেদনই করলেন না। হাসান মাহমুদের বল রোহিতের ব্যাটের গোড়ার অংশ লেগে উইকেটকিপার লিটন দাসের হাতে যায়। বোলার, কিপার কেউই ক্যাচের আবেদন করেননি। আম্পায়ারও চুপ।

শুধু কাভার অঞ্চল থেকে মেহেদী হাসান মিরাজই বলেছেন, কিছু একটা শব্দ শুনেছেন। পরে স্নিকোয় তাঁর কথার সত্যতা মেলে। বল লেগেছিল রোহিতের ব্যাটে। ১২ রানে নতুন জীবন পেয়ে যাওয়া রোহিত পরের বলেই মেরেছেন ছক্কা।

০৮: ১৪ , সেপ্টেম্বর ৩০

ভারতের বিশ্ব রেকর্ড!

৩ ওভারেই ৫১ রান তুলে ফেলেছে ভারত। টেস্ট ইতিহাসে এটিই দ্রুততম দলগত ফিফটি। হাসানের প্রথম ওভারে জয়সোয়াল নিয়েছিলেন ১২ রান। খালেদের করা পরের ওভারে রোহিত মারেন দুই ছক্কা, যোগ হয় মোট ১৭ রান। তবে তৃতীয় ওভারে আরও চওড়া দুই ওপেনারের ব্যাট। রোহিত–জয়সোয়ালরা হাসানের দ্বিতীয় ওভার থেকে নেন ২২ রান। তাতেই ভারতের রান তিন ওভারেই পঞ্চাশ পেরিয়ে যায়।

০৮: ১৯ , সেপ্টেম্বর ৩০

রোহিতকে বোল্ড করলেন মিরাজ

মিরাজ থামালেন রোহিতকে
এএফপি

মিরাজের চতুর্থ বলটি আঘাত হেনেছিল রোহিত শর্মার প্যাডে। বাংলাদেশের খেলোয়াড়দের এলবিডব্লুর আবেদনে সাড়া দেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে বাঁচেন রোহিত। তবে পরের বলেই তাঁকে বোল্ড করেন মিরাজ।

১১ বলে ২৩ রান করে আউট হয়েছেন ভারত অধিনায়ক। ১ উইকেট হারিয়ে ভারতের রান ৫৫। এই রান ভারত করেছে মাত্র ৪ ওভারে।

০৮: ৪১ , সেপ্টেম্বর ৩০

জয়সোয়ালের ব্যাটে ঝড়

৩১ বলে ফিফটি করেছেন জয়সোয়াল
এএফপি

ভারতের হয়ে টেস্টে দ্রুততম ফিফটির সম্ভাবনা তৈরি করেছিলেন যশস্বী জয়সোয়াল। ২৬ বলে ৪৮ রান করা ভারতীয় ওপেনার পরের বলে ২ রান নিলেই ঋষভ পন্তের ২৮ বলের রেকর্ড ভেঙে ফেললেন। তবে ওই ২ রান তুলতে আরও ৫ বল খেলতে হয়েছে তাঁকে। ভারতীয় রেকর্ড না হলেও বাংলাদেশের বিপক্ষে দ্রুততম ফিফটি পেয়ে গেছেন জয়সোয়াল।

৩৯ বলে ৬৩ রানে অপরাজিত জয়সোয়াল। তাঁর দল ১০ ওভারে করেছে ১ উইকেটে ৯৯ রান।

০৮: ৪৮ , সেপ্টেম্বর ৩০

১০.১ ওভারেই ১০০ ভারতের

উড়ন্ত সূচনায় ১০.১ ওভারেই তিন অঙ্ক ছুঁয়ে ফেলেছে ভারত। টেস্ট বল বাই বলের হিসেব আছে এমন ম্যাচে এত কম ওভারে আর কোনো দল ১০০ করতে পারেনি। আগের রেকর্ডটি ছিল ভারতেরই। ২০২৩ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২.২ ওভারের ১০০ ছুঁয়েছিল ভারতীয়রা। বাংলাদেশের বিপক্ষে এর আগে সবচেয়ে কম ১৩.২ ওভারে ১০০ করেছিল শ্রীলঙ্কা। ২০০১ সালে কলম্বোর সেই ম্যাচটি এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল।

০৯: ০৫ , সেপ্টেম্বর ৩০

জয়সোয়ালকে ফেরালেন হাসান

অবশেষে থামল জয়সোয়াল–ঝড়। ৩১ বলে ফিফটি করা এই ব্যাটসম্যানকে বোল্ড করেছেন হাসান মাহমুদ। থেমেছে ৫১ বলে ৭২ রানের ইনিংস। নতুন ব্যাটসম্যান ঋষভ পন্ত।

এই মুহূর্তে ভারতের প্রথম ইনিংসের রান ২ উইকেটে ১২৮। শুবমান গিল অপরাজিত ৩০ রানে।

০৯: ০৮ , সেপ্টেম্বর ৩০

কোহলির আগে পন্ত কেন

জয়সোয়াল আউট হওয়ার পর নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন ঋষভ পন্ত। যদিও আগের টেস্টে ভারতের বিরাট কোহলিই ছিলেন চার নম্বরে। কোহলি প্যাড পরে প্রস্তুত ছিলেন আজও। কিন্তু তাঁকে অপেক্ষা করিয়ে নামানো হয়েছে পন্তকে।

ভারত এখন পর্যন্ত যে ধারায় ব্যাট করেছে, তাতে অবশ্য পন্তকে আগে নামানোর হিসাবটা সহজই। দ্রুত রান তুলতে চায় ভারত। আর সেটা করার জন্য কোহলির চেয়ে পন্তই ভালো পছন্দ।

বলে রাখা ভালো, চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে দুজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছিলেন। একজন পন্ত, আরেকজন গিল। দুজনই এখন মাঠে।

০৯: ১৭ , সেপ্টেম্বর ৩০

২ উইকেটে ১৩৮ রান নিয়ে চা বিরতিতে ভারত

চা বিরতির আগে শেষ ওভার করেছিলেন সাকিব আল হাসান। চতুর্থ বলে পন্তের বিরুদ্ধে কট বিহাইন্ডের জোরালো আবেদন করে বাংলাদেশ, আম্পায়ার যাতে সাড়াও দেন। তবে রিভিউ নিলে দেখা যায় বল তাঁর ব্যাটে লাগেনি।

ভারত চতুর্থ দিনের দ্বিতীয় সেশন শেষ করেছে ২ উইকেটে ১৩৮ রান নিয়ে। গিল ৩৭, পন্ত ৪ রানে ব্যাট করছেন। বাংলাদেশের প্রথম ইনিংসের রান স্পর্শ করতে ভারতের দরকার আরও ৯৫ রান। তবে বাংলাদেশের সংগ্রহের চেয়ে ভারতের মনোযোগ বেশি ম্যাচের ফলে। আজ বাদে শুধু কালই সময় আছে। ফল বের করতে হলে দুই দল মিলিয়ে অন্তত আরও একটি ইনিংস শেষ হতেই হবে।

০৯: ৪১ , সেপ্টেম্বর ৩০

গিলকে ফেরালেন সাকিব

তৃতীয় সেশনে সাকিবের প্রথম ওভার। প্রথম বলই উড়িয়ে মারতে চাইলেন শুবমান গিল। লং অফ বাউন্ডারিতে আগে থেকেই ছিলেন হাসান মাহমুদ। সহজ ক্যাচ। গিল ফিরলেন ৩৬ বলে ৩৯ রান করে।

ভারতের রান ৩ উইকেটে ১৪১।

০৯: ৪৬ , সেপ্টেম্বর ৩০

শচীন টেন্ডুলকারের শেষ টেস্ট ও পাঁচে বিরাট কোহলি

শুবমান গিল আউট হওয়ার পর ভারতের পাঁচ নম্বর ব্যাটসম্যান হিসেবে নেমেছেন বিরাট কোহলি। পাঁচে কোহলি—ভারত এমন কিছু দেখল অনেক দিন পর। নাইটওয়াচম্যান নামানো হয়নি, এমন ঘটনা বাদে কোহলি সর্বশেষ পাঁচ নম্বরে নেমেছিলেন ২০১৩ সালের নভেম্বরে, শচীন টেন্ডুলকারের বিদায়ী টেস্টে!

০৯: ৫১ , সেপ্টেম্বর ৩০

বাঁচলেন কোহলি, ‘বাঁচলেন’ পন্তও

পরপর দুই ওভারে আউট থেকে বাঁচলেন বিরাট কোহলি ও ঋষভ পন্ত। খালেদ আহমেদের বলে সিঙ্গল নিতে চেয়েছিলেন কোহলি, কিন্তু পন্ত সাড়া দেননি। কোহলি ততক্ষণে পিচের প্রায় মাঝে চলে গেছেন। খালেদ বল তুলে নিয়ে খুব কাছ থেকে স্টাম্পে লাগাতে চেয়েছেন। কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে স্বল্প দূরত্ব থেকে স্টাম্পে বল লাগাতে পারেননি। কোহলি রান আউট থেকে বেঁচেছেন ২ রানে।

আগের ওভারে ‘বেঁচেছেন’ পন্তও। সাকিবকে রিভার্স সুইপ করতে গিয়ে লাইন মিস করেছিলেন। এলবিডব্লুর আবেদনে আম্পায়ার সাড়া না দিলেও বাংলাদেশ রিভিউ নেয়। বিশেষ করে সাকিব ছিলেন খুবই আত্মবিশ্বাসী। কিন্ত রিভিউতে দেখা যায়, বল পন্তের প্যাডে লাগার ব্যাট ঘেঁষে গিয়েছিল। অল্পের জন্য বেঁচেছেন পন্ত।

ভারতের রান ১৯ ওভার শেষে ৩ উইকেটে ১৫৮।

০৯: ৫৪ , সেপ্টেম্বর ৩০

সাকিবই ফেরালেন পন্তকে

আগের ওভারে রিভিউ নিয়েও পন্তকে আউট করতে পারেননি সাকিব। তবে এবার আর রিভিউর দরকার হয়নি। তাঁকে তুলে মারতে গিয়ে সোজা লং অনে হাসানের হাতে ক্যাচ দিয়েছেন পন্ত (১১ বলে ৯ রান)। ভারত হারাল চতুর্থ উইকেট। নতুন ব্যাটসম্যান লোকেশ রাহুল।

ভারতের রান ১৯.২ ওভারে ৪ উইকেটে ১৫৯।

সাকিবের বলে ফিরেছেন শুবমান গিল, পরে ঋষভ পন্তও
এএফপি
১০: ১৩ , সেপ্টেম্বর ৩০

১৫০–তেও দ্রুততম

১৫০

দ্রুততম ৫০, দ্রুততম ১০০–এর পর এবার দ্রুততম ১৫০ রানের কীর্তিও গড়ল ভারত। রোহিত শর্মার দল দেড় শর ঘরে পৌঁছেছে ১৮.২ ওভারে। এত দিন দ্রুততম দলীয় ১৫০ ছিল ২০২৩ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের ২১.১ ওভারে।

১০: ১৫ , সেপ্টেম্বর ৩০

ভারতের ২০০

ভারতের রান বাড়ছেই
এএফপি

২৪.২ ওভারে ২০০ ছুঁয়ে ফেলেছে ভারত। আগের ব্যাটসম্যানদের মতো দ্রুত রান তোলায় মনোযোগ দিয়েছেন কোহলি, রাহুলও।

২৫ ওভারে ভারতের রান ৪ উইকেটে ২০৪। কোহলি ৩৫, রাহুল ২১ রানে ব্যাট করছেন।

১০: ৩৪ , সেপ্টেম্বর ৩০

আবার দ্রুততম!

২০০–এর মাইলফলকেও দ্রুততমের রেকর্ড গড়ল ভারত। টেস্ট ক্রিকেটে এত দিন দ্রুততম দুই শ ছিল ২০১৭ সালে অস্ট্রেলিয়া–পাকিস্তানের সিডনি টেস্টে, স্বাগতিকদের লেগেছিল ২৮.১ ওভার। কানপুরে ভারত আজ বাংলাদেশের বিপক্ষে দুই শয় পৌঁছল ২৪.২ ওভারে।

২০০ রানের আগে ১৫০, ১০০, আর ৫০ রানের দ্রুততম রেকর্ডও হয়েছে আজই।

১০: ৩৬ , সেপ্টেম্বর ৩০

সাকিবের শিকার কোহলি

সাকিবকে স্লগ করতে চেয়েছিলেন কোহলি, মিস করে বোল্ড। ভারতের তারকা ব্যাটসম্যান আউট হলেন ৩৫ বলে ৪৭ রান করে। এটি সাকিবের তৃতীয় উইকেট।

ভারত এরই মধ্যে বাংলাদেশের প্রথম ইনিংসের রান (২৩৩) টপকে গেছে। কোহলি আউটের সময় ভারতের প্রথম ইনিংসের সংগ্রহ ৫ উইকেটে ২৪৭। লোকেশ রাহুল ব্যাট করছেন ৫১ রানে, নতুন ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা।

১০: ৫৫ , সেপ্টেম্বর ৩০

মিরাজের দ্বিতীয় শিকার জাদেজা, ভারত ২৬৯/৬

সামনে বেরিয়ে মারতে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। মিরাজের করা বল তাঁর প্যাডে লেগে ব্যাট ছুঁয়ে আশ্রয় নেয় কাভারে ফিল্ডিং করা নাজমুল হোসেনের হাতে। ১৩ বলে ৮ রান করেছেন জাদেজা।

১১: ০৩ , সেপ্টেম্বর ৩০

সাকিবের ৪, মিরাজের ৩

উইকেট নেওয়ার পর সাকিব আল হাসান
বিসিসিআই

সাকিব বোল্ড করেছেন রবিচন্দ্রন অশ্বিন। এরপর উইকেটে এসেই সাকিবকে ২টি ছক্কা মারেন আকাশ দীপ। পরের ওভারে মিরাজ স্টাম্পের ফাঁদে ফেলেছেন লোকেশ রাহুলকে। ৪৩ বলে ৬৮ রান করেছেন রাহুল। ভারতের স্কোর ২৮৪/৮।

১১: ০৯ , সেপ্টেম্বর ৩০

২৮৫ রানে ইনিংস ঘোষণা ভারতের

মেহেদী হাসান মিরাজকে ছক্কা মারতে গিয়ে লং অনে খালেদ আহমেদের হাতে আকাশ দীপ ক্যাচ দিতেই ইনিংস ঘোষণা করেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ভারতের স্কোর তখন ৩৪.৪ ওভারে ২৮৫/৯। তাতে প্রথম ইনিংসে ৫২ রানের লিড পায় ভারত। দলটির ইনিংসে ৫১ বলে সর্বোচ্চ ৭২ রান করেছেন ওপেনার যশস্বী জয়সোয়াল। এ ছাড়া ৪৩ বলে ৬৮ রান করেছেন লোকেশ রাহুল।

বাংলাদেশের দুই স্পিনার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ৪টি করে উইকেট। অন্য উইকেটটি নিয়েছেন পেসার হাসান মাহমুদ।

১১: ৪৭ , সেপ্টেম্বর ৩০

জাকির আউট, দিনের ১৭তম উইকেট

অফ স্পিনে পুরোপুরি ‘বিট’ হয়েছিলেন বাঁহাতি জাকির হাসান। বল ব্যাটে পাননি। বল লেগেছে পেছনের পায়ে। তবু রিভিউ নিয়েছিলেন বাংলাদেশ ওপেনার। কিন্তু তৃতীয় আম্পায়ারও তাঁকে আউট ঘোষণা করেন। ১৫ বলে ১০ রান করা জাকিরকে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৮ম ওভারে ড্রেসিংরুমে ফেরালেন অশ্বিন।

চতুর্থ দিনের ১৭তম উইকেট এটি। এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে পড়েছে ৭ উইকেট। ভারতের প্রথম ইনিংসে পড়েছে ৯ উইকেট।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৮ ওভারে ১ উইকেটে ২২। ক্রিজে সাদমানের নতুন সঙ্গী ‘নাইটওয়াচম্যান’ হাসান মাহমুদ। ভারতের প্রথম ইনিংস থেকে ৩০ রানে পিছিয়ে বাংলাদেশ।

১১: ৫৪ , সেপ্টেম্বর ৩০

‘জীবন’ পেলেন সাদমান

৯ম ওভারে তৃতীয় স্লিপে সাদমানের ক্যাচ নিতে পারেননি লোকেশ রাহুল। আকাশ দীপের সুইং করা বলটি সাদমানের ব্যাটের কানা নিয়ে গিয়েছিল। সাদমান তখন ৩৩ বলে ৭ রানে ব্যাট করছিলেন।

১১: ৫৮ , সেপ্টেম্বর ৩০

আশার সমাধি রচনা হাসানের

মূল্যবান উইকেট যেন আর না পড়ে সেজন্য বড় সাধ করে হাসানকে ‘নাইটওয়াচম্যান’ হিসেবে পাঠিয়েছিল বাংলাদেশ। কিন্তু ১০ম ওভারে তাঁকে উড়িয়ে ছক্কা মারতে গিয়ে বোল্ড হাসান। ৯ বলে ৪ রানে ফিরলেন।

ক্রিজে সাদমানের নতুন সঙ্গী মুমিনুল।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১০ ওভারে ২ উইকেটে ২৬। বাংলাদেশ এখনো ২৬ রানে পিছিয়ে।

১২: ০২ , সেপ্টেম্বর ৩০

১৮ উইকেটের এক দিন, শেষ দিনে কি হবে?

কানপুর টেস্টে আজ চতুর্থ দিনে বাংলাদেশ প্রথম ইনিংসে ২৩৩ অলআউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমেছে ভারত। তখন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন কি ভেবেছিলেন তাঁদের আবারও ব্যাটিংয়ে নামতে হবে?

বৃষ্টির কারণে প্রথম দিনে দেড় সেশনের বেশি সময় এবং পরের দুই দিনও খেলা হয়নি। এমন টেস্ট থেকে ফল বের করতে নিজেদের প্রথম ইনিংসে দ্রুত রান তুলেছে ভারত। সেটা কত দ্রুত তা বুঝিয়ে দিচ্ছে পরিসংখ্যান—৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করেছে ভারত। ৮.২২ গড়ে রান উঠেছে। ওভারপ্রতি রানের হিসাবে টেস্টে এটাই সবচেয়ে আক্রমণাত্বক দলীয় ইনিংস।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে আজ ২টি উইকেট নেন অশ্বিন
এএফপি

বাংলাদেশ এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ১১ ওভার ব্যাট করে ২ উইকেটে ২৬ রান তোলার পর চতুর্থ দিনের খেলার সমাপ্তি ঘোষণা করা হয়। নিজেদের দুই ইনিংস মিলিয়ে ভারতের প্রথম ইনিংস থেকে এখনো ২৬ রানে পিছিয়ে বাংলাদেশ। ক্রিজে অপরাজিত সাদমান ইসলাম (৭) ও মুমিনুল (০)।

৮.২২
ভারতের প্রথম ইনিংসে ওভারপ্রতি রান। রানের হিসাবে টেস্টে এটাই সবচেয়ে আক্রমণাত্বক দলীয় ইনিংস।

বৃষ্টি হানা না দিলে আগামীকাল টেস্টের পঞ্চম ও শেষ দিনে তিন সেশনে কি ফল দেখা যাবে? ভারতের এখনো চতুর্থ ইনিংসে ব্যাটিং করা বাকি। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ওপর এখন অনেক কিছু নির্ভর করছে। তবে মানসিকভাবে ভারতই এই ম্যাচে এগিয়ে। নিজেদের প্রথম ইনিংস ‘টি১০’ মেজাজে খেলে তাঁরা জয়ের পথ বের করেছে।

আজ চতুর্থ দিনে মুমিনুলের সেঞ্চুরি ও ভারতের প্রথম ইনিংসে সাকিবের ৪ উইকেট, বাংলাদেশের পক্ষ থেকে উল্লেখযোগ্য পারফরম্যান্স। টেস্টে ৩০০ উইকেটও পেয়েছেন ভারতের স্পিনার রবীন্দ্র জাদেজা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ২৩৩।

ভারত প্রথম ইনিংস: ২৮৫/৯ ডিক্লেয়ার।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১১ ওভারে ২৬/২ (জাকির ১০, সাদমান ৭*, হাসান ৪, মুমিনুল ০*; অশ্বিন ২/১৪, আকাশ ০/৪, বুমরা ০/৩)।—চতুর্থ দিন শেষে।

আরও পড়ুন
০৩: ৫১ , অক্টোবর ০১

রোমাঞ্চকর দিনের হাতছানি

পঞ্চম ও শেষ দিনে স্বাগতম। কানপুরে প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হওয়ার পর হানা দেয় বৃষ্টি। প্রথম দিনের বাকি সময়টা আর খেলা হয়নি। বল মাঠে গড়ায়নি পরের দুই দিনও। তবে গতকাল চতুর্থ দিনে ‘মরা’ টেস্টে প্রাণ এনেছে ভারত। প্রথম ইনিংসে বাংলাদেশ ২৩৩ অলআউট হয়েছে। এরপর ভারত ব্যাটিংয়ে নেমে টি–টেনসুলভ ব্যাটিং করে মাত্র ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ২ উইকেটে ২৬ রান তুলে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। এখনো ভারতের চেয়ে তারা পিছিয়ে ২৬ রানে। আজ বাংলাদেশ ভারতকে কত রানের লক্ষ্য দিতে পারে এবং ভারতই বা সেটা পেরোতে পারে কি না অথবা বাংলাদেশকে ভারত অলআউট করতে পারবে কি না—এমন সব প্রশ্ন নিয়ে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে কানপুর টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা। দেখা যাক, কী রোমাঞ্চ অপেক্ষা করছে কানপুর টেস্টের শেষ দিনে!

০৪: ০৭ , অক্টোবর ০১

সুইপে দিন শুরু বাংলাদেশের

প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন একের পর এক সুইপ করে। দ্বিতীয় ইনিংসে পঞ্চম দিনের শুরুটাও মুমিনুল হক করেছেন সুইপ করে। দিনের প্রথম রানটাও এসেছে সুইপ করেই। রবিচন্দ্রন অশ্বিনের করা প্রথম ওভার থেকে এসেছে ৫ রান। পরের ওভারে যশপ্রীত বুমরার ওভার থেকেও এসেছে ৫ রান। প্রথম দুই ওভারে দুটি বাউন্ডারি পেয়েছেন সাদমান ইসলাম। বাংলাদেশের রান ২ উইকেটে ৩৬।

০৪: ১৬ , অক্টোবর ০১

যেভাবে আউট হলেন মুমিনুল

দিনের প্রথম ওভারে লেগ স্লিপ রাখেননি রোহিত শর্মা। পরিকল্পনার পরিবর্তন করে অশ্বিনের করা দ্বিতীয় ওভারে মুমিনুলের জন্য রাখলেন লেগ স্লিপ। অশ্বিনের লেগ স্টাম্পের বাইরে পিচ করা বলটিতে পছন্দের সেই সুইপ খেলতে গিয়ে মুমিনুল ধরা পড়লেন সেখানেই। দুর্দান্ত এক ক্যাচ নিয়েছেন লোকেশ রাহুল। ক্রিজে এসেছেন নাজমুল হোসেন।

০৪: ৩৯ , অক্টোবর ০১

বাংলাদেশের লিড

রান করাটা কঠিন, তবে কানপুরের এই উইকেটে পঞ্চম দিনে রান করা অসম্ভব নয়। বাংলাদেশও ইতিবাচক ক্রিকেট খেলছে। প্রথম সেশনে এখন পর্যন্ত খেলা হয়েছে ৯ ওভার। মুমিনুলের উইকেট হারালেও রান উঠেছে ৩১। ভারতের ৫২ রানের লিড টপকে বাংলাদেশ এগিয়ে এখন ৫ রানে। বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৫৭ রান

০৫: ০৮ , অক্টোবর ০১

বাংলাদেশের ভালো শুরু

২ উইকেটে ২৬ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশের প্রথম ঘণ্টা শেষে সংগ্রহ ২৬ ওভারে ৩ উইকেটে ৮৯ রান। ৪৭ রানে ব্যাটিং করছেন সাদমান। নাজমুল অপরাজিত ১৯ রানে।

০৫: ১৮ , অক্টোবর ০১

রিভার্স সুইপ খেলতে গিয়ে বোল্ড নাজমুল

দারুণ খেলছিলেন নাজমুল। সাদমানের সঙ্গে গড়েছিলেন ৫৫ রানের জুটি। এমন পরিস্থিতিতে জাদেজার বলে রিভার্স সুইপ খেলতে চাইলেন বাংলাদেশ অধিনায়ক। ব্যাটে বলে হয়নি, বল আঘাত করল স্টাম্পে। বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৯১ রান।

০৫: ২০ , অক্টোবর ০১

সাদমানের ফিফটি

শুরুটা ভালোই করছিলেন। তবে ইনিংসটা বড় করতে পারছিলেন না সাদমান ইসলাম। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৯৩ রানের ইনিংস খেলার পর সিরিজের দ্বিতীয় টেস্ট ও ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে তাঁর রান ছিল যথাক্রমে—১০, ২৪,২, ৩৫।

কানপুর টেস্টের প্রথম ইনিংসেও করেছিলেন ২৪ রান। দ্বিতীয় ইনিংসে এসে ফিফটির দেখা পেয়েছেন সাদমান। ইতিবাচক ক্রিকেট খেলেই পেয়েছেন ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। ভারতের মাটিতে টেস্টে বাংলাদেশের কোনো ওপেনারের এটিই প্রথম ফিফটি।

বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৯১ । লিড ৪১ রানের

০৫: ২৪ , অক্টোবর ০১

ফিরলেন সাদমান

প্রথম ঘণ্টা ছিল বাংলাদেশের। তবে এরপরই নাজমুল ও সাদমানের উইকেট হারাল বাংলাদেশ। আকাশ দীপের বলে অফ স্টাম্পের বাইরের বলে শট খেলতে গিয়ে জয়সোয়ালের হাতে ক্যাচ দেন সাদমান। বাংলাদেশের রান ৫ উইকেটে ৯৩।

০৫: ৩৪ , অক্টোবর ০১
যেখান থেকে ব্যাটিং ধ্বসের শুরু

জাদেজার টার্ন অ্যান্ড বাউন্সে নেই লিটন

লিটনকে অফ স্টাম্পের বাইরে বল করছিলেন জাদেজা। ওভারের শেষ বলটিও ছিল একইরকম। পার্থক্য শুধু টার্ন অ্যান্ড বাউন্সে। বাড়তি টার্নে ও বাউন্সে লিটনের ব্যাটে লেগে বল যায় পন্তের হাতে। ১ রান করেই ফিরেছেন লিটন। ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৯৪। লিড ৪২ রানের

০৫: ৩৯ , অক্টোবর ০১

এবার শূন্য রানে আউট সাকিব

৩ উইকেটে ৯১ রান থেকে ৭ উইকেটে ৯৪। একে একে আউট হলেন নাজমুল, সাদমান, লিটন ও সাকিব। সাদমান ছাড়া বাকি তিনজনই ফিরেছেন জাদেজার বলে। সর্বশেষ জাদেজার বলে তাঁর হাতেই সহজ ক্যাচ তুলেছেন সাকিব।

০৬: ০৩ , অক্টোবর ০১

মিরাজের বিদায়ে আরও বিপদে বাংলাদেশ

যশপ্রীত বুমরাকে দ্বিতীয় ইনিংসে প্রথম উপহার দিয়ে বিদায় নিলেন মেহেদী হাসান মিরাজ। গুড লেংথ বলটিতে মিরাজের ব্যাট ছুঁয়ে জমা পড়ে উইকেটকিপার ঋষভ পন্তের গ্লাভসে। ৮ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের রান তখন ১১৮। ভারতের চেয়ে বাংলাদেশ এগিয়ে মাত্র ৬৫ রানে।

০৬: ২০ , অক্টোবর ০১

এবার তাইজুলকে ফেরালেন বুমরা

তাইজুলের আর কী করার আছে! টানা কয়েকটি বাউন্সারের পর তাইজুলকে ফুল লেংথে বোলিং করে এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন বুমরা। পরের ওভারে জাদেজার বলে মুশফিকুর রহিমকেও এলবিডব্লু দিয়েছিলেন আম্পায়ার। রিভিউ নিয়ে বেঁচেছেন তিনি। ৯ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৩০ রান

বিসিসিআই
০৬: ৫১ , অক্টোবর ০১

লাঞ্চের জন্য অপেক্ষা করতে চাইলেন না মুশফিক

নাজমুল হোসেন আসলে কী ভেবেছিলেন?

সাদমানকে সঙ্গে নিয়ে ৫৫ রানের জুটি গড়েছিলেন। সেই সময়ে কিছুটা চাপেই ছিল ভারত। এমন পরিস্থিতিতে জাদেজার বলে রিভার্স সুইপ খেলতে চাইলেন বাংলাদেশ অধিনায়ক।

এমন হাসি জাদেজাকেই মানায়
এএফপি

ব্যাটে বলে হয়নি, বল আঘাত করল স্টাম্পে। সেখান থেকে শুরু, এরপর একের পর এক উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৩ উইকেটে ৯১ রান করা বাংলাদেশ ৯৪ রান তুলতে হারায় ৭ উইকেট। এমন ব্যাটিং ধ্বসেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। দশম উইকেট জুটিতে খালেদ আহমেদকে নিয়ে লড়াই করার চেষ্টা করেছিলেন মুশফিক।

তবে প্রথম সেশনের শেষ বলে বড় শট খেলতে গিয়ে বুমরার বলে আউট হয়েছেন মুশফিক। তাতে ১৪৬ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ২-০ ব্যবধানে সিরিজ জিততে ভারতের প্রয়োজন ৯৫ রান। অশ্বিন, জাদেজা ও বুমরা তিনটি করে উইকেট নিয়েছেন।

আরও পড়ুন
০৭: ৩৬ , অক্টোবর ০১

উড়ন্ত সূচনার পর বিদায় রোহিতের

রোহিতকে ফেরানোর পর মিরাজ
এএফপি

প্রথম ইনিংসে মুখোমুখি হওয়া প্রথম দুই বলেই ছক্কা মেরেছিলেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক দ্বিতীয় ইনিংসে প্রথম দুই বলে নিতে পারলেন ২ রান। তবু মেহেদী হাসান মিরাজের করা প্রথম ওভারে ভারত তুলল ৮ রান। এই ৮ রানের ৭–ই রোহিতের। সাকিব আল হাসানের করা দ্বিতীয় ওভারে এসেছে আরও ১০ রান। ২টি চার মেরেছেন জয়সোয়াল।

২ ওভারে ১৮ রান দেওয়ার পর তৃতীয় ওভারে উইকেট পেয়েছে বাংলাদেশ। মিরাজকে উড়িয়ে মারতে গিয়ে ওভারের প্রথম বলে লং লেগে হাসান মাহমুদকে ক্যাচ দিয়েছেন রোহিত (৭ বলে ৮ রান)। ভারতের স্কোর ১৮/১।

০৭: ৫১ , অক্টোবর ০১

মিরাজের দ্বিতীয় উইকেট

শুবমান গিলকে (৬) এলবিডব্লু করে বাংলাদেশকে দ্বিতীয় উইকেট এনে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বল ব্যাটে লেগেছে মনে করে রিভিউ নিয়েছিলেন গিল। তাতে কাজ হয়নি। গিলের বিদায়ের পর উইকেটে এসেছেন বিরাট কোহলি। ভারতের রান ৪১/২

০৮: ২৮ , অক্টোবর ০১

ভারতের সিরিজ জয়

হারাটা ছিল সময়ের ব্যাপার। হয়েছে সেটাই। বাংলাদেশের দেওয়া ৯৫ রানের লক্ষ্য মাত্র ৩ উইকেট আর ১৭.২ ওভারে টপকে গেল ভারত। কানপুর টেস্ট ৭ উইকেটে জিতে ২ ম্যাচের টেস্ট সিরিজ ২-০ তে জিতেছে রোহিত শর্মার দল।

প্রথম টেস্টে ভারত বাংলাদেশকে হারায় ২৮০ রানে। এরপরও কানপুর টেস্ট জয় ভারতের কাছে বিশেষ কিছু হওয়ার কথা। কারণ, কানপুর টেস্টের দুই দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পরও বাংলাদেশকে ভারত হেসেখেলে হারিয়েছে। দ্বিতীয় ইনিংসে ফিফটি করেছেন যশস্বী জয়সোয়াল। ফিফটি করেছিলেন প্রথম ইনিংসেও।

আবারও ফিফটি জয়সোয়ালের
এএফপি

জয়সোয়াল দ্বিতীয় ইনিংসেও ঝোড়ো ব্যাটিং করেছেন। ফিফটি করেছেন ৪৩ বলে। অবশ্য প্রথম ইনিংসের তুলনায় এটাকে বেশিই বলতে হবে। প্রথম ইনিংসে ফিফটি করেছিলেন ৩১ বলে। সেই ইনিংসে ভারত ওভারপ্রতি রান তুলেছিল ৮.২২ করে। মূলত প্রথম ইনিংসে তোলা ভারতের সেই ঝড়ই ম্যাচের ভাগ্য লিখে দিয়েছে। বাকি কাজটা আজ করেছেন তাদের বোলাররা।

আরও পড়ুন
০৮: ৫৯ , অক্টোবর ০১

ভারতের কাছে সিরিজ হারার পর

দুই টেস্টেই আমরা ভালো ব্যাটিং করিনি। এই কন্ডিশনে আমাদের ভালো ব্যাটিং করতে হবে।
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন
০৯: ০৪ , অক্টোবর ০১

সিরিজসেরা হওয়ার পর

ম্যাচ জেতাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। যেহেতু আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ, এই জয়ের গুরুত্ব অনেক।
ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন
০৯: ০৭ , অক্টোবর ০১
১১
টেস্টে যৌথভাবে সর্বোচ্চ সিরিজসেরা এখন অশ্বিন। সমান ১১ বার সিরিজ সেরা হয়েছেন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনও।