রোহিত-কোহলিদের মোদি, ‘দয়া করে তোমরা হাসো, পুরো দেশ তোমাদের দেখছে’
বিশ্বকাপের শুরু থেকে দুর্দম্য গতিতে এগিয়ে চলা ভারত শেষ বাধাটা পেরোতে পারেনি। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে গত পরশু অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে নিজেদের ইতিহাসে তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে।
টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে ওঠা ভারতের খেলোয়াড়েরা শেষ বাধা পেরোতে না পারার হতাশায় মাঠেই মুষড়ে পড়েছিলেন। পেসার মোহাম্মদ সিরাজ তো মাঠে বসেই কেঁদেছেন। অধিনায়ক রোহিত শর্মার চোখও ছলছল করছিল। বিরাট কোহলির মুখে ছিল রাজ্যের অন্ধকার। কেউ কেউ নাকি ম্যাচ শেষে ড্রেসিংরুমে গিয়েও কেঁদেছেন।
হতাশ ও ভাঙা হৃদয়ের ভারতীয় খেলোয়াড়দের সান্ত্বনা দিতে ড্রেসিংরুমে ছুটে গিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে রোহিত-কোহলিদের তিনি কী বলে সান্ত্বনা দিয়েছেন, সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, মোদি রোহিত ও কোহলির মাঝে দাঁড়িয়ে সান্ত্বনাসূচক কথা বলছেন। তাঁর কথাগুলো ছিল এ রকম, ‘তোমরা টানা ১০টি ম্যাচ জিতেছ। এই একটা ম্যাচ তোমরা হারতেই পারো, এটা স্বাভাবিক। এমনটা হয়ই। দয়া করে তোমরা হাসো, পুরো দেশ তোমাদের দেখছে। আমি ভাবলাম যে আমার তোমাদের সঙ্গে দেখা করা উচিত।’
মোদি এরপর তাঁর গুজরাটের ছেলে রবীন্দ্র জাদেজার উদ্দেশে বলেন, ‘এই যে ছেলে...।’ এরপর দুজনে গুজরাটি ভাষায় কিছুক্ষণ কথা বলেন। মোদি এ সময় আহমেদাবাদের ছেলে যশপ্রীত বুমরার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, ‘তুমি কি গুজরাটি বলতে পারো?’ বুমরা উত্তর দেন, ‘কিছুটা।’ মোহাম্মদ শামিরও প্রশংসা করেন মোদি। এ সময় শামি কান্নায় ভেঙে পড়লে মোদি তাঁকে বুকে জড়িয়ে সান্ত্বনা দেন।
ভারতের প্রধানমন্ত্রী তাঁর কথা শেষ করেন এ–ই বলে, ‘তোমরা সবাই সত্যিকার অর্থেই কঠিন পরিশ্রম করেছ এবং অসাধারণ খেলেছ। একত্র থাকো এবং একে অন্যকে অনুপ্রেরণা দাও। আর তোমরা যখনই সময় পাবে, দিল্লিতে এলে আমার সঙ্গে দেখা করবে। তোমাদের সবার নিমন্ত্রণ রইল।’
ভারতের ড্রেসিংরুমে রোহিত-কোহলিদের সঙ্গে কাটানো এ সময়ের ভিডিও পরে মোদি নিজেই তাঁর ইউটিউব চ্যানেলে পোস্ট করেছেন।