আশা ভোসলের নাতনির সঙ্গে সিরাজের কী সম্পর্ক, কেন তাঁদের নিয়ে গুঞ্জন
দুজনের পাশাপাশি বসা হাস্যোজ্জ্বল একটি ছবি। ব্যস, তাতেই চারদিকে ফিসফাস, গুঞ্জন—জানাই ভোসলের প্রেমে মজেছেন মোহাম্মদ সিরাজ।
সিরাজের পরিচয় তো সবার জানা, ভারতীয় দলের পেসার। নামের শেষাংশ পড়ার পর জানাইকেও না চেনার কোনো কারণ নেই। উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলের নাতনি। দাদির মতো জানাইও একজন সংগীতশিল্পী।
কদিন আগে আশার নাতনি জানাই নিজের ২৩তম জন্মদিন উদ্যাপন করেছেন। মুম্বাইয়ের একটি রেস্টুরেন্টে পরিবার, বন্ধুবান্ধব, বলিউড সেলিব্রিটি ও ক্রিকেটারদের নিয়ে জন্মদিনের কেক কেটেছেন। সম্প্রতি সেই অনুষ্ঠানের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।
জন্মদিনের অনুষ্ঠানের সেই ছবিগুলোতে জানাইয়ের সঙ্গে দাদি আশা ভোসলে, অভিনেতা জ্যাকি শ্রফ ও অভয় বর্মা, অভিনেত্রী আয়েশা খান, ক্রিকেটার সুয়াশ প্রভুদেশাই, সিদ্ধেশ লাডের পাশাপাশি ভারত জাতীয় দলের তারকা শ্রেয়াস আইয়ার ও মোহাম্মদ সিরাজকেও দেখা যায়। ক্যাপশনে জানাই লিখেছেন, ‘২৩ পূর্ণ হলো।’
জানাইয়ের পোস্ট করা আটটি ছবির মধ্যে সিরাজের সঙ্গে ছবিতেই বেশির ভাগ নেটিজেনের চোখ আটকে গেছে। কারণ, দুজনকে বেশ ঘনিষ্ঠ মনে হচ্ছে। সেই ছবিতে একজন লিখেছেন, ‘আপনি কি সিরাজকে বিয়ে করতে যাচ্ছেন?’ আরেকজন লিখেছেন, ‘জানাই ও সিরাজ কি প্রেম করছেন?’
সামাজিক যোগাযোগমাধ্যমের এসব কৌতূহল ও গুঞ্জন একপর্যায়ে জায়গা করে নিয়েছে ভারতের কয়েকটি সংবাদমাধ্যমেও। ঘটনার তীব্রতা বুঝতে পেরে নিজেদের সম্পর্ক নিয়ে নীরবতা ভেঙেছেন জানাই ও সিরাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবস্থান তুল ধরতে গিয়ে একে অপরকে ‘ভাই’ ও বোন’ সম্বোধন করেছেন তাঁরা।
ইনস্টাগ্রাম স্টোরিতে আলোচিত সেই ছবি আবারও পোস্ট করে জানাই লিখেছেন, ‘আমার প্রিয় ভাই’। সঙ্গে ঝিকিমিকি ও ফুলের ইমোজি দিয়েছেন। আর ছবির ব্যাকগ্রাউন্ডে দিয়েছেন জনপ্রিয় ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লের ‘স্কাই ফুল অব স্টার্স’ গানটি।
সিরাজ আজ সেই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে রিপোস্ট করে লিখেছেন, ‘আমার বোনের মতো কেউ নেই। আমি ওকে ছাড়া কোথাও থাকতে চাই না। অনেক তারার মাঝে চাঁদ যেমন (একটাই), আমার বোনও তেমন হাজারের মধ্যে একজনই।’
মাঠের বাইরে সিরাজের সময়টা দারুণ কাটলেও কদিন আগে পেয়েছেন দুঃসংবাদ। ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা হয়নি ৩০ বছর বয়সী এই পেসারের। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের দলেও তাঁকে রাখা হয়নি। তবে আবারও জাতীয় দলে ফেরার আশায় অনুশীলন চালিয়ে যাচ্ছেন এই ডানহাতি পেসার।