কারা আছেন বাংলাদেশের নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের দলে

মেয়েদের টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে আজ। সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ শুরু হবে ৩ অক্টোবর।

বাংলাদেশ নারী ক্রিকেট দলফাইল ছবি

চিরাচরিত সংবাদ সম্মেলন করে নয়, একটু অন্যরকমভাবেই ২০২৪ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ এক ভিডিও বার্তায় ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীরা সেই ভিডিওতে জানিয়েছেন কারা আছেন বাংলাদেশের নারী বিশ্বকাপ দলে।

 বিসিবির উইমেন্স উইংসের হেড ও বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের সূচনা বক্তব্যের পর ১০টি দেশের ১০ প্রবাসী বাংলাদেশি ১৫ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেন। ২ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিওতে ছিলেন বাংলাদেশের পুরুষ দলের অধিনায়ক নাজমুল হোসেনও। নিগারদের শুভকামণা জানিয়েছেন নাজমুল।

আরও পড়ুন

দলে চমক বলতে এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা তাজ নেহারের উপস্থিতি। ২৬ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটার অবশ্য শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ‘এ’ দলে ছিলেন।

এ ছাড়া অভিষেকের অপেক্ষায় থাকা অলরাউন্ডার দিশা বিশ্বাসও আছেন দল। ২০ বছর বয়সী দিশা ২০২৩ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের দলেও সুযোগ পেয়েছিলেন। তবে এখনো জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি এই পেস বোলিং অলরাউন্ডারের।

আরও পড়ুন