সড়ক দুর্ঘটনা থেকে বাঁচলেন সৌরভ গাঙ্গুলী
বর্ধমান যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর গাড়ি। ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দাঁতনপুরে দুর্ঘটনার কবলে পড়ে সৌরভের রেঞ্জ রোভার গাড়ি। তবে সৌরভ অক্ষত আছেন।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সৌরভ। বৃষ্টির মধ্যে দাঁতনপুরে আচমকাই একটি ট্রাক তাঁর গাড়িবহরের সামনে এসে পড়ে। সৌরভের গাড়ির চালক দ্রুত ব্রেক কষে প্রাথমিক বিপদ সামাল দেন। কিন্তু পেছনে থাকা গাড়িগুলো পরিস্থিতি সামাল দিতে পারেনি। একে একে ধাক্কা খেতে থাকে সৌরভের পেছনে থাকা গাড়িগুলো।
প্রত্যক্ষদর্শীর বয়ানে ভারতের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, সৌরভের পেছনে থাকা গাড়িটি তাঁর রেঞ্জ রোভারে ধাক্কা মারে। সৌরভের গাড়িসহ বহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও সৌরভের গাড়িতে থাকা কেউ আহত হননি।
দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের পাশে প্রায় ১০ মিনিট দাঁড়ান সৌরভ। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বর্ধমানের উদ্দেশে রওনা দিয়ে অনুষ্ঠানে হাজির হন বিসিসিআইয়ের সাবেক এ সভাপতি। সেখানে বর্ধমান স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে অতিথি ছিলেন ৫২ বছর বয়সী ভারতের সাবেক এ ওপেনার।
সৌরভের সফরসঙ্গীদের বরাত দিয়ে সংবাদ প্রতিদিন জানিয়েছে, বড়সড় দুর্ঘটনার হাত থেকেই বেঁচে গিয়েছেন সৌরভ। দাঁতনপুর থানার পুলিশের সূত্র অনুসারে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সৌরভের গাড়ির কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।