বাবরকে নেতৃত্ব থেকে সরাতে চাওয়া নিয়ে যা বললেন আফ্রিদি

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিছবি : টুইটার

আপাতত পাকিস্তান ক্রিকেট দল মাঠে নেই, এরপরও আলোচনায় সেই বাবর আজম। কয়েক দিন আগেই পিসিবি প্রধান নাজাম শেঠি জানিয়েছিলেন, মোহাম্মদ ওয়াসিমের নির্বাচক কমিটির জায়গায় অন্তর্বর্তীকালীন দায়িত্ব পাওয়া নির্বাচকেরা বাবরকে অধিনায়কের পদ থেকে সরাতে চেয়েছিলেন

সেই অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটির প্রধান ছিলেন শহীদ আফ্রিদি। তাই নাজাম শেঠির এমন মন্তব্যের পর অনেকেরই ধারণা ছিল আফ্রিদিই বাবরকে সরাতে চেয়েছিলেন। তবে আফ্রিদির দাবি, নাজাম শেঠি তাঁর কথা বলেননি।

আরও পড়ুন

রমিজ রাজাকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর বড় ধরনের ওলট-পালটই হয়েছে পাকিস্তান ক্রিকেটে। নাজাম শেঠি দায়িত্ব নিয়ে প্রথম পরিবর্তন এনেছিলেন নির্বাচক কমিটিতে। মোহাম্মদ ওয়াসিমকে সরিয়ে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব দিয়েছিলেন সাবেক অধিনায়ক আফ্রিদিকে।

গত রোববার পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি একটি ইউটিউব চ্যানেলকে বলছেন, আফ্রিদির দল নির্বাচনের প্রক্রিয়ার কথা। সেই নির্বাচক কমিটি নাকি বাবরকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিতে চেয়েছিল, ‘আমি দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে একটা অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটি গঠন করেছিলাম সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির নেতৃত্বে। আনুষ্ঠানিক বৈঠকে বসার আগেই তাঁরা আমাকে বলেছিল, পাকিস্তান দলের অধিনায়ক পদে বদল আনতে চায়। অর্থাৎ, বাবর আজমকে সরিয়ে দিতে চায় তারা।’

আরও পড়ুন

শেষ পর্যন্ত সেই ইচ্ছা বাস্তবায়িত না হলেও সবাই আঙুল তুলেছেন আফ্রিদির দিকে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে নাজাম শেঠি পুরো বিষয়টি অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, ‘অনেক মাস ধরেই সংবাদমাধ্যম ও ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই সব সংস্করণে বাবরকে অধিনায়ক রাখা নিয়ে কথা বলছিল। যেহেতু এটা চেয়ারম্যানের সিদ্ধান্ত, আমি শহীদ আফ্রিদি ও হারুন রশিদের নির্বাচক কমিটির কাছে মতামত জানতে চেয়েছিলাম।’

আফ্রিদিও টুইটারে নিজের অবস্থান পরিষ্কার করেছেন, ‘আমি পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির সঙ্গে কথা বলেছি। তিনি নিশ্চিত করেছেন, বাবর আজমের অধিনায়কত্বের বিষয়ে তিনি আমাকে ইঙ্গিত করে কিছু বলেননি। তিনি অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অবস্থান পরিষ্কার করেছেন। এই আলোচনা তাই শেষ হয়ে গেছে। নিউজিল্যান্ড সিরিজের জন্য বাবর ও দলের জন্য শুভকামনা।’

আরও পড়ুন