স্কটল্যান্ড: নজর বড় শিকারের দিকেই

স্কটল্যান্ড টি-২০ বিশ্বকাপ সূচি

গ্রুপ বি
বার্বাডোজ
স্কটল্যান্ড
স্কটল্যান্ড
ইংল্যান্ড
ইংল্যান্ড
৪ জুন
রাত ৮–৩০ মি.
গ্রুপ বি
বার্বাডোজ
স্কটল্যান্ড
স্কটল্যান্ড
নামিবিয়া
নামিবিয়া
৬ জুন
রাত ১টা
গ্রুপ বি
অ্যান্টিগা
স্কটল্যান্ড
স্কটল্যান্ড
ওমান
ওমান
৯ জুন
রাত ১১টা
গ্রুপ বি
সেন্ট লুসিয়া
স্কটল্যান্ড
স্কটল্যান্ড
অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া
১৬ জুন
সকাল ৬–৩০ মি.

স্কটল্যান্ড: নজর বড় শিকারের দিকেই

মে মাসের শুরুতে আবুধাবিতে ইতিহাস গড়ে ফেলেছে স্কটল্যান্ড। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ করে নিয়েছে তারা, সামনের অক্টোবরে বাংলাদেশে আসবে দলটি। এতটুকু পড়ে একটু ধোঁয়াশায় পড়ে যেতে পারেন। সেটি দূর করে দিই। বলা হচ্ছিল স্কটল্যান্ড নারী দলের কথা।

পুরুষ দল অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে মোটামুটি নিয়মিত। প্রথম দুই আসরে খেলা দলটি বিশ্বকাপে ফেরে ২০১৬ সালে। এবার হতে যাচ্ছে স্কটিশ পুরুষ দলের টানা চতুর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এখন পর্যন্ত ২০ ওভারের বিশ্বকাপে স্কটল্যান্ডের সবচেয়ে স্মরণীয় আসর ২০২১ সালে। সেবার প্রথম পর্বে বাংলাদেশকেও হারিয়ে দিয়েছিল দলটি, যদিও সুপার টুয়েলভে হেরেছিল সব কটি ম্যাচ। গতবার তাদের একমাত্র জয়টি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মানে স্কটল্যান্ডের নজর থাকে যেন বড় শিকারের দিকেই!...আরও

স্কটল্যান্ড টি-২০ বিশ্বকাপ স্কোয়াড

রিচি বেরিংটন
রিচি বেরিংটন
অধিনায়ক, ব্যাটসম্যান
ম্যাথু ক্রস
ম্যাথু ক্রস
উইকেটকিপার–ব্যাটসম্যান
ব্র্যাড কুরি
ব্র্যাড কুরি
বাঁহাতি পেসার

এক নজরে

আইসিসি র‍্যাঙ্কিং
১৪
বিশ্বকাপে অংশগ্রহণ
ক্রিস গ্রিভস
ক্রিস গ্রিভস
লেগ স্পিনার
ওলি হেয়ার্স
ওলি হেয়ার্স
ব্যাটসম্যান
জ্যাক জারভিস
জ্যাক জারভিস
পেসার
মাইকেল জোন্স
মাইকেল জোন্স
ব্যাটসম্যান
মাইকেল লিস্ক
মাইকেল লিস্ক
অলরাউন্ডার
ব্র্যান্ডন ম্যাকমালেন
ব্র্যান্ডন ম্যাকমালেন
অলরাউন্ডার
জর্জ মানসি
জর্জ মানসি
ব্যাটসম্যান
সাফিয়ান শরীফ
সাফিয়ান শরীফ
পেসার
ক্রিস সোল
ক্রিস সোল
পেসার
চার্লি টিয়ার
চার্লি টিয়ার
উইকেটকিপার–ব্যাটসম্যান
মার্ক ওয়াট
মার্ক ওয়াট
বাঁহাতি স্পিনার
ব্র্যাড হুইল
ব্র্যাড হুইল
পেসার