ত্রিনিদাদে জয় দেখছে দক্ষিণ আফ্রিকা

ত্রিনিদাদে এগিয়ে দক্ষিণ আফ্রিকাএএফপি

বৃষ্টিবিঘ্নিত ত্রিনিদাদ টেস্টে হারের শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজ। টেস্টের চতুর্থ দিনে বৃষ্টির কারণে কাল খেলা হয়েছে মাত্র ২ ঘণ্টা, ওভারের হিসাবে ৩০। তাতেই ত্রিনিদাদ টেস্টের নিয়ন্ত্রণ নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৪ উইকেটে ১৪৫। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজকে তারা গুটিয়ে দিয়েছে ২৩৩ রানে। প্রথম ইনিংসে ১২৪ রানের লিড পাওয়া দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ৫ ওভারে তুলেছে বিনা উইকেটে ৩০ রান।

আরও পড়ুন

ত্রিনিদাদ টেস্টের শেষ দিনে খেলা হওয়ার কথা ৯৮ ওভার। বৃষ্টি বাগড়া না দিলে এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য সুযোগটা নিতেই পারে। দ্রুত ৩০০ বা এর আশপাশের টার্গেট ছুড়ে দিতে পারে ওয়েস্ট ইন্ডিজকে। তবে ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে, পঞ্চম দিনেও বৃষ্টি হতে পারে ত্রিনিদাদে।

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৩৫৭ রানের জবাবে শুরুটা ভালোই করে ওয়েস্ট ইন্ডিজ। ক্রেইগ ব্রাফেট ও মিকিলে লুইস গড়েন ৫৩ রানের জুটি। তবে ফাস্ট বোলারদের ভালো খেললেও মহারাজের ঘূর্ণিতে সংগ্রাম করেছেন তাঁরা। ব্যক্তিগত ৩৫ রানে মহারাজের বলেই বোল্ড হয়ে ফেরেন লুইস।

আরও পড়ুন

জুটি গড়েন ব্রাফেট ও কেসি কার্টি। দক্ষিণ আফ্রিকার বোলিং সামলে এ দুজন দলকে ধীরেসুস্থে এগিয়ে নিচ্ছিলেন। শেষ পর্যন্ত দলের ১১৪ রানে ব্রাফেটের রানআউটে ভাঙে এ জুটি। ব্রাফেটও করেন লুইসের মতো ৩৫ রান। কার্টি আউট হয়েছেন ৪২ রান করে। ইনিংসের একপর্যায়ে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৪ উইকেটে ১৭৩। সেখানে শেষ ৬০ রান তুলতে ৬ উইকেট হারায় তারা। মহারাজ নেন ৪ উইকেট, রাবাদা ৩টি।

সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ৩৫৭ ও ৫ ওভারে ৩০/০।
ওয়েস্ট ইন্ডিজ: ৯১.৫ ওভারে ২৩৩ (কার্টি ৪২, লুইস ৩৫, ব্রাফেট ৩৫; মহারাজ ৪/৭৬)
*চতুর্থ দিন শেষে।