সিরিজে ভারতের ওভারপ্রতি ১২.৫৪ রান, এমন কিছু আগে দেখেনি আন্তর্জাতিক টি–টোয়েন্টি

তৃতীয় টি–টোয়েন্টিতে সেঞ্চুরির পর সঞ্জু স্যামসনএএফপি

গোয়ালিয়রে প্রথম ম্যাচে রান তাড়ায় ১১.৫ ওভারে ১৩২ রান। দিল্লিতে দ্বিতীয় ম্যাচে ২০ ওভারে ২২১। এরপর ভারতের ব্যাটসম্যানরা বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালালেন হায়দরাবাদে সিরিজের শেষ ম্যাচে। সঞ্জু স্যামসনের সেঞ্চুরি ও সূর্যকুমার যাদবের ফিফটিতে ভর করে আন্তর্জাতিক টি–টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ২৯৭ রান তোলে ভারত।

সিরিজের তিন ম্যাচেই বাংলাদেশের বোলারদের মনোবল দুমড়েমুচড়ে একটি বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছে ভারত। সিরিজে ভারত ওভারপ্রতি রান তুলেছে ১২.৫৪ করে। আন্তর্জাতিক টি–টোয়েন্টির ১৯ বছরের ইতিহাসে কোনো দ্বিপাক্ষিক সিরিজে কিংবা টুর্নামেন্টে কোনো দলের এত বেশি রান রেট ছিল না। হিসাবটা কোনো ধরনের মানদণ্ড ছাড়াই করা, যেমন সিরিজ বা টুর্নামেন্টে ন্যূনতম কয়টি ম্যাচ খেলতে হবে সেই বাধ্যবাধকতা বাদ দিয়ে করা।

ভারত ভেঙেছে দক্ষিণ আফ্রিকার রেকর্ড। ২০২৩ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ওভারপ্রতি ১২.১০ রান করেছিল প্রোটিয়ারা। এমন বেধড়ক ব্যাটিংয়ের পরও অবশ্য সিরিজটা জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের সিরিজটা ২–১ ব্যবধানে হেরে যায় স্বাগতিকেরা। সিরিজজয়ী ওয়েস্ট ইন্ডিজও সিরিজে ওভারপ্রতি ১২.০৭ গড়ে রান তুলেছিল। ইতিহাসে যা তৃতীয় সর্বোচ্চ।

১৩ বলে ৩৪ রান করার পথে ভারতের রিয়ান পরাগ, হায়দরাবাদে তৃতীয় টি–টোয়েন্টিতে
এএফপি

টি–টোয়েন্টি সিরিজে/টুর্নামেন্টে সর্বোচ্চ ওভাপ্রতি রান

আরও পড়ুন

দুই দল মিলিয়েই সেই সিরিজে ওভারপ্রতি রান রেট ছিল ১২.০৮। আন্তর্জাতিক টি–টোয়েন্টি ইতিহাসে আর কোনো সিরিজ বা টুর্নামেন্টে ওভারপ্রতি ১১ রানও হয়নি। সিরিজ বা টুর্নামেন্টের এই হিসেবে বাংলাদেশ–ভারত সিরিজটা আছে ৩১ নম্বরে। সিরিজটা এত নিচে থাকার দায়টা পুরোপুরিই বাংলাদেশের। বাংলাদেশ যে সিরিজে ওভারপ্রতি রান করেছে ৭.১১। তাতে ভারতের বিশ্ব রেকর্ডের পরও দুদল মিলে ওভারপ্রতি রান ৯.৬৩।

বাংলাদেশের হতাশা, ভারতের উল্লাস, সিরিজের সারমর্ম হিসেবেই চালিয়ে দেওয়া যায় ছবিটাকে
এএফপি

সিরিজটিতে অবশ্য ওভারপ্রতি রান ছাড়াও সব বিভাগেই ভারতের চেয়ে যোজন ব্যবধানে পিছিয়ে ছিল বাংলাদেশ। ভারত যেখানে প্রতি ৩৬.১১ রানে একটি উইকেট হারিয়েছে, বাংলাদেশ হারিয়েছে ১৬.৩৮ রানে। সিরিজে ভারতের চেয়ে ২২৪ রান কম করেছে বাংলাদেশ। ছক্কার হিসেবে তো ভারত প্রায় চার গুণ এগিয়ে—বাংলাদেশ ১২, ভারত ৪৪।

টি–টোয়েন্টি সিরিজে পারফরম্যান্সের তুলনা

আরও পড়ুন