মেয়েদের বিসিএল
নাহিদার ৭ উইকেটের দিনে শারমিন–আয়েশা–ফারজানাদের ব্যাটিং–ঝলক
রাজশাহীতে আজ শুরু হয়েছে প্রথমবারের মতো আয়োজিত মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। প্রথম দিনে আলো কেড়েছেন শারমিন আখতার, আয়েশা রহমান, ফারজানা হক ও নাহিদা আক্তার।
ফারজানার ৮৬ রান, নাহিদার ৭ উইকেট
রাজশাহী শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মধ্যাঞ্চলের বিপক্ষে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে উত্তরাঞ্চল। ওপেনার ফারজানা হক করেছেন সর্বোচ্চ ৮৬ রান। বড় দৈর্ঘ্যের ম্যাচের ছাপ ছিল তাঁর ব্যাটে। ৮৬ রান করতে খেলেছেন ২৪৬ বল, মেরেছেন ১০টি চার। ফারজানার পর দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান করেছেন ৯৯ রানের চতুর্থ উইকেট জুটিতে তাঁর সঙ্গী রিতু মণি।
মধ্যাঞ্চলের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ৪৮ রানে নেন ৭ উইকেট। তাঁর দল দিন শেষ করেছে বিনা উইকেটে ২৯ রান তুলে।
শারমিনের ৮৮, জবাবে আয়েশার ৮২
দেড় বছর পর জাতীয় দলে ফিরে গত মাসে প্রথম ম্যাচেই আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ৯৬ রানের দারুণ এক ইনিংস খেলেছেন শারমিন আখতার। সেই শারমিন এবার মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটেও ভালো শুরু করেছেন। আজ তিন দিনের ম্যাচের প্রথম দিনে ৮৮ রান করেছেন পূর্বাঞ্চলের এই ব্যাটার। তাঁর ১০১ বলে ৮৮ রানের ইনিংসটি সাজানো ১৬টি চার ও ২ ছক্কায়।
রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি মাঠে শারমিনের এমন ইনিংসের পরও ১৯৩ রানে অলআউট পূর্বাঞ্চল। জবাবে ১ উইকেটে ১৬৪ রান তুলে দিন শেষ করে দক্ষিণাঞ্চল। দক্ষিণের ওপেনার আয়েশা রহমান দিন শেষ ৮২ রানে অপরাজিত। ১২০ বলের ইনিংসে ১৩টি চার ও ১টি ছক্কা তাঁর। প্রথম উইকেটে শারমিন সুলতানাকে (২৮) নিয়ে ৭৬ রান করা আয়েশা অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে রুবাইয়া হায়দারকে (৩৮*) নিয়ে যোগ করেছেন ৮৮ রান।
এর আগে পূর্বাঞ্চল ২১ রানে ২ উইকেটে হারানোর পর উইকেটে আসা শারমিন ষষ্ঠ ব্যাটার হিসেবে ফেরেন দলকে ১৪৭ রানে রেখে। শারমিন আউট হওয়ার পর সপ্তম উইকেটে ৪১ রান যোগ করেন অধিনায়ক ফাহিমা খাতুন (৩৪) ও শরীফা খাতুন (৩০)। এরপর ৫ রান তুলতে ৪ উইকেট হারিয়ে অলআউট পূর্বাঞ্চল। ৩০ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণের সেরা বোলার সুলতানা খাতুন।