হাতে সেলাই নিয়ে খেলেও বাটলারের ৫১ বলে ৭৯
চোটের কারণে আজ দিল্লির বিপক্ষে খেলবেন কি না, তা নিয়েই সংশয় ছিল। শঙ্কা কাটিয়ে ইংলিশ অধিনায়ক জস বাটলার খেললেন, হাতে সেলাই নিয়ে ব্যাট করলেন ১৮.৩ বল পর্যন্ত। তাঁর ৫১ বলে ৭৯ রানের ইনিংসেই রাজস্থান পেয়েছে ১৯৯ রানের সংগ্রহ।
চলতি আসরে এটি বাটলারের দ্বিতীয় ফিফটি। এই আসরে নিজেদের প্রথম ম্যাচে খেলেছিলেন ২২ বলে ৫৪ রানের ইনিংস। ডেভিড ওয়ার্নার শীর্ষে ওঠার আগে ৩ ম্যাচে ১৫২ রান নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই বাটলারই। রাজস্থানের ব্যাটিং ইনিংস শেষে তাঁকেই দেওয়া হয়েছিল অরেঞ্জ ক্যাপ।
রাজস্থানের হয়ে বাটলারের এই স্বপ্নযাত্রা শুরু হয়েছিল আইপিএলের গত আসর থেকে। গত আসরে রাজস্থানকে ফাইনালে তোলার পথে ব্যাট হাতে করেছিলেন ৮৬৩ রান। ব্যাট করেছিলেন ৫৭ গড় আর প্রায় ১৫০ স্ট্রাইক রেটে।
আইপিএলে বাটলার কতটা ভয়ংকর, তা আরও বোঝা যাবে বাটলারের সর্বশেষ ২১ ইনিংসে তাঁর পারফরম্যান্স দেখলে। সর্বশেষ ২১ ইনিংসে বাটলার করেছেন ৫টি সেঞ্চুরি ও ৬টি ফিফটি। অর্থাৎ সর্বশেষ ২১ ইনিংসে ১১ বারই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন বাটলার।
পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলা বাটলারের জন্য অনেকটা নিয়মিত হয়ে গেলেও আজকেরটা বাটলারের জন্য বিশেষ হওয়ারই কথা। কারণ, গত ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে আঙুলের চোটে পড়েছিলেন তিনি, লেগেছে কয়েকটি সেলাই। এমন অবস্থায় কীভাবে খেলেছেন, জানিয়েছেন তিনি নিজেই, ‘গত ম্যাচে আমার আঙুল কেটে গিয়েছিল। আমাদের এখানকার চিকিৎসক দল ভালো। কয়েকটা সেলাই দিতে হয়েছে, মনে হয়েছে আমি খেলতে পারব।’
আইপিএলের এবারের আসর শুরু হয়েছে বেশি দিন হয়নি। টুর্নামেন্টের শুরুতেই অরেঞ্জ কাপ পেয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন তিনি, ‘অবশ্যই অরেঞ্জ ক্যাপ পেয়ে ভালো লাগছে। টুর্নামেন্টটা দারুণভাবে শুরু করতে পেরে খুশি।’